বাস্তব জীবনে শিক্ষার গুরুত্ব

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)


আসসালামু আলাইকুম



আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো "বাস্তব জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা "নিয়ে। শিক্ষা হলো জ্ঞানলাভের একটি পদ্ধতি।যা ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটায়।শিক্ষার চেয়ে প্রয়োজনীয় কিছু নেই। শিক্ষা ব্যক্তি জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।

book-1822474_1280.jpg
সোর্স



সমস্যা সমাধানে শিক্ষার ভুমিকা:

আমরা প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হই।কিন্তু উপস্থিত বুদ্ধিহীনতার কারণে আমরা তা সমাধান করতে হিমসিম খাই। সমস্যা আমাদের জীবনের একটা অংশ। চলার পথে আমরা নানান সমস্যায় পড়ি এমনও হয় আমরা অনেক জটিল সমস্যার সম্মুখীন হই।কিন্তু যদি আমরা শিক্ষিত হই তবে আমরা তা খুব সহজে বুদ্ধি কাটিয়ে সমাধান করতে পারবো।
আমরা জীবিকা নির্বাহের জন্য সকলের কিছু না কিছু করতেছি। সকল ক্ষেত্রেই যদি আমাদের শিক্ষা থাকে তবে আমরা তা ভালোভাবে করতে পারি।যেমন :আমরা কেউ একজন ধরেন গাড়ি চালক।সচারাচর গাড়ি চালকরা কম শিক্ষিত হয়ে থাকেন।সেক্ষেত্রে তাদের দ্বারা দূর্ঘটনার ঘটার সম্ভাবনা বেশি থাকে।তারা অশিক্ষিত হওয়ায় নিজের এমন রাষ্ট্রের ভালোটা কম বুঝেন।গাড়ির ড্রাইভাররা অশিক্ষিত হওয়ার ফলে রাস্তায় তারা অসুস্থ প্রতিযোগিতায় নামে।তারা বুঝতে ব্যর্থ হয় যে তাদের এই প্রতিযোগিতা তাদের এবং অন্যের জন্য ক্ষতিকর।কিন্তু যদি আমরা ড্রাইভাররাও শিক্ষিত হই তবে কিন্তু অনেকাংশেই এ সমস্যার সমাধান হবে।রোড এবং রোডের নিয়মের সাথে আমাদের বিবেক বুদ্ধিও কাজ করবে।


boy-5731001_1280.jpg
সোর্স



শিক্ষার গুরুত্ব :

বর্তমান আধুনিক যুগে শিক্ষার সকল সুযোগ-সুবিধা, সুযোগ-সুবিধা উন্মুক্ত। এটির একটি শাখা থেকে একাধিক শাখাতে গভীরভাবে পা রাখার দিকে পরিচালিত হচ্ছে। শিক্ষা সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে।মানুষের মধ্যে বিবেক বুদ্ধি জাগিয়ে তুলে। সমাজের জন্য মূল্যবোধ তৈরি এবং সামাজিক মূলধন, ঐক্য, সহনশীলতা, পরস্পর নির্ভরতা এবং সামাজিক কাঠামোর মধ্যে বন্ধুত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে শিক্ষার অবদান গুরুত্বপূর্ণ।
শিক্ষা ছাড়া সংস্কৃতি চলতে পারে না, আর সংস্কৃতি ছাড়া শিক্ষা মূল্যহীন। সংস্কৃতি একটি দেশের প্রতিচ্ছবি। বৃহত্তর অর্থে শিক্ষা ও সংস্কৃতি একে অন্যের সমার্থক। সংস্কৃতিই কোনো একটি দেশকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলে। শিক্ষার কাজ হল সংস্কৃতিকে পরিমার্জিত করা,পরিপূর্ণ রূপদান করা, বিদ্যার্থীকে যুগোপযোগী করে তোলা, তাদের যথাযথ পথ দেখানো।
মূলত শিক্ষার কাজ মানুষকে নিয়েই। শিক্ষা মানুষকে নতুন চিন্তার জগতের উন্মেষ গঠিয়ে দেয়।মানুষকে ভালো মন্দের বিচার করতে শিখায়।বিবেক বুদ্ধির বিকাশ ঘটায়।আত্মবিশ্বাসী করে তুলে।তাই যে যেখানেই কাজ করি না কেন সকলের উচিত শিক্ষিত হওয়া।আমাদের উচিত সকলের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। যদি শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায় সকলের কাছে তবে সামাজিক সমস্যা যেমন সড়ক দূর্ঘটনা, ছিনতাই সহ নানান কিছু অনেকাংশে কমে আসবে।


old-couple-5051770_1280.jpg
সোর্স


ধন্যবাদ সকলকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

গতানুগতিক লেখার বাহিরে নিজের বাস্তব জীবনের কিছু বিষয় কিংবা কিছু অভিজ্ঞতা অথবা কিছু ঘটনাও সংযুক্ত করতে পারতেন। তাতে আজকের লেখাটি পূর্ণতা পেতো এবং আরো একটু বড় হতো। এমনিতে আপনার লেখা অনেক ছোট হয়ে যায়।

আর যে বিষয়টি আপনি উপস্থাপন করলেন সেটাতো গতানুগতিক এবং তাত্ত্বিক লেখা, যা বই কিংবা অনলাইনে পাওয়া যায়। সুতরাং বাস্তব জীবনের কিছু শেয়ার করুন, যা আপনার পাঠকদের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হবে। ধন্যবাদ

 5 months ago 

আচ্ছা ঠিক আছে আপনার নির্দেশনা মাথায় রাখবো।পরবর্তী পোস্ট ইনশাআল্লাহ বড় করে লিখার চেষ্টা করবো।। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61952.36
ETH 2417.96
USDT 1.00
SBD 2.64