পেইন্টিং:- এক ক্যানভাসে প্রকৃতির অনেক রুপ।

in আমার বাংলা ব্লগ2 months ago

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


🖼️একই ক্যানভাসে প্রকৃতির অনেক রুপ।



ক্যানভাসে আর্ট করতে আমার অনেক ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগে জয়েন করার পরে ক্যানভাস পেইন্টিং এর তেমন একটি পোস্ট করে আপনাদের মাঝে শেয়ার করিনি। এর আগে একবার আমার যে দেয়াল পেইন্টিং গুলো ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এরপর একটি পেইন্টিং ও আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে আজকে একটি ভিন্ন ধরনের পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে এসেছি। বর্তমানে আমি আজকে যে পেইন্টিংটি করেছি এই পেইন্টিং এর অনেক ডিমান্ড। এমনকি এই পেইন্টিংটি আমার কাছ থেকে একজন কিনতেও চেয়েছে। আমার মতে ক্যানভাসে রং তুলি দিয়ে মনের মাধুর্য ফুটিয়ে তোলার মাধ্যমে শিল্পী তার পেইন্টিং টি সম্পন্ন করে। সে তার মনের সঙ্গে প্রকৃতির হোক বা যেকোনো ধরনের জিনিসই হোক না কেন যতটা মিল রাখতে পারবে তার পেইন্টিং ও ঠিক ততটাই ফুটে উঠবে। আমাদের প্রকৃতি কত রকম ভাবে সেজে ওঠে। যখন সূর্য অস্ত যায় তখন যেন প্রকৃতি অন্য রূপে চলে যায়, আবার গোধূলি লগ্নে প্রকৃতির এক রূপ গোধূলির শেষ লগ্নে প্রকৃতির আরেক রূপ।


যখন আকাশে রোদ ঝলমল করে তখন যেন প্রকৃতি আবার অন্য আরেক রুপে সেজে ওঠে। পাহাড়ি এলাকা বা ঝরণা এলাকা, শহর বা গ্রাম যে কোন অঞ্চলে প্রকৃতি যেন নিজের রূপ এক এক সময় এক এক ভাবে আমাদের মাঝে উপস্থাপন করে। আর এই রূপে মুগ্ধ না হয়ে উপায় নেই। আর আমি এই প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হয়েই আমার পেইন্টিং এর মাধ্যমে তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক সময় লাগে। আমার এই পেইন্টিংটি সম্পূর্ণ করতে আমার পুরো ২ ঘন্টা সময় লেগেছে। যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই এ ধরনের কাজগুলো করা আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে পড়ে। তবুও চেষ্টা করেছি একই ফ্রেমে প্রকৃতির একেক রূপ তুলে ধরতে। আশা করি আমার এই পেইন্টিংটি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার পেইন্টিংটি শুরু করা যাক.........।


🎋উপকরণ সমূহ।



ক্রমিক নম্বরউপাদান
এক্রেলিক কালার।
ক্যানভাস।
ব্রাশ।
মাস্কিং টেপ।


🖼️পেইন্টিং তৈরির ধাপ সমূহ।


🖼️ ১ নং ধাপ।


প্রথমে ক্যানভাসের উপরে সুন্দর করে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। মাস্কিং টেপগুলো এমন ভাবে লাগিয়েছি যাতে আমি এখানে ছয়টি ল্যান্ডস্কেপ পেইন্টিং করতে পারি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🖼️২নং ধাপ।


এখানে আমি আমার প্রথম পেইন্টিংটি শুরু করতে যাচ্ছি। এখানে আমি গোধূলির শেষ লগ্নের ছবি আঁকার চেষ্টা করব। আর তাই নীল, লাল, কমলা এবং কালো কালার সংমিশ্রণে একটি সুন্দর লান্ডস্কেপ তৈরি করে নিয়েছি। এখানে আমি যে মেঘগুলো দিয়েছি এই মেঘগুলো দেওয়ার জন্য আমি নীল কালার ব্যবহার করেছি যাতে এটি দেখতে গোধূলির শেষ লগ্নের মেঘের মতো দেখায়।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️৩ নং ধাপ।


এবার আমি কালো রং ব্যবহার করে দুই পাশে গাছ এঁকে আমি আমার এই পেইন্টিংটি সম্পন্ন করেছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️৪ নং ধাপ।


এখানে আমি প্রথম পেইন্টিং এর পাশে দ্বিতীয় পেইন্টিংটি আঁকা শুরু করেছি।এই পেইন্টিংটি করতে আমি নীল, সাদা এবং সবুজের মিশ্রণে মেঘ পাহাড় এবং ঘাস একে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️৫ নং ধাপ।


এবার এখানে একটি গাছ একেছি এবং গাছে কিছু সুন্দর ফুল একে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️৬ নং ধাপ।


এখানে গাছের কিছু পড়ন্ত ফুল এঁকে নিয়েছি এবং আমার দ্বিতীয় পেইন্টিংটি সম্পূর্ণ করেছে। এরপর তৃতীয় পেইন্টিংয়ের জন্য নীল, সাদা এবং কমলা কালার মিশ্রণে সুন্দর একটি ল্যান্ডস্কেপ তৈরি করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️৭ নং ধাপ।


এবার এখানে হলুদ এবং সাদা কালারের মিশ্রণে একটি কালার করে নিয়েছি। কালারটি এমন ভাবে করেছি যাতে এটি দেখতে সূর্য উদয়ের আকাশের মতো দেখায়। এবার কিছু গাছপালা লতাপাতার ছবি এঁকেছি এবং পানিতে এর প্রতিচ্ছবি এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️৮ নং ধাপ।


এবার এখানে বালুর চর, বালুর চরে একটি নৌকা এঁকে নিয়েছি। এরপর দুই পাশে দুটি গাছ এবং গাছে কিছু ফুল এঁকে নিয়েছি। বালুর চরে ঝরে যাওয়া পাতা এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️৯ নং ধাপ।


এবার এখানে নীল গোলাপি এবং কমলা কালারের সংমিশ্রণে একটি সুন্দর লান্ডসকেপ এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️১০ নং ধাপ।


এবার এখানে রাস্তা দুই পাশে শহরের ঘরবাড়ি এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️১১ নং ধাপ।


এবার এখানে রাস্তা এঁকে নিয়েছি এবং রাস্তার দুই পাশে ল্যাম্পপোস্ট এঁকে নিয়েছি। এবং আরেকটি পেইন্টিং এর জন্য রক্তিম সূর্যাস্তের ল্যান্ডস্কেপ এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



🖼️১২ নং ধাপ।


এরপর গাছ, মেঘ এবং একটি নৌকা ও সূর্যের প্রতি ছবি এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🖼️১৩ নং ধাপ।


এবার সর্বশেষ একটি রাতের ল্যান্ডস্কেপ পেইন্টিং এঁকে নিয়েছে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🖼️১৪ নং ধাপ।


এভাবেই ধাপে ধাপে এক একটি পেইন্টিং সম্পন্ন করে আমি আমার পুরো ল্যান্ডস্কেপ পেইন্টিং গুলো সম্পন্ন করেছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


ডিভাইস redmi12
লোকেশন মেহেরপুর।
ফটোগ্রাফি এক্রেলিক পেইন্টিং।


👩‍🦰আমার নিজের পরিচয়👩‍🦰


আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আপনার পেইন্টিং এর আগে তেমন দেখা হয়নি। আজকে দেখে সত্যিই মুগ্ধ হলাম। প্রায় দুই ঘন্টা নিয়ে এটা করেছেন। সময় নিয়ে যেকোনো কাজ করলে কাজগুলো অনেক সুন্দর হয়। একই ক্যানভাস এর উপর ছয়টা দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপনি। বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জি আপু সময় নিয়ে কাজ করলে অনেক সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

বাহ, ছোট ছোট করে আপনি একটি ক্যানভাস কাগজের ওপর ছয়টি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। প্রতিটি আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। এমনকি আর্ট তৈরির প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। এরকম সুন্দর কিছু পেইন্টিং দেখতে পেরে ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপনার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি পেইন্টিং দেখতে নিখুঁত এবং সুন্দর লাগতেছে। এক ক্যানভাসে প্রকৃতির অনেক রুপ দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার পেইন্টিং দেখার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 months ago 

ইনশাআল্লাহ ভাইয়া অপেক্ষায় থাকেন পরবর্তীতে আবার কোনো পেইন্টিং নিয়ে হাজির হবো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

আপনার ড্রইং সম্ভবত আজ আমি প্রথম দেখছি। দেখেই কিন্তু মুগ্ধ হয়ে গেলাম এবং আপনার পোষ্টের কোয়ালিটি ও অনেকটাই ভালো হয়েছে, আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

আপনার এই মন্তব্যের মাধ্যমে আমি অনেক উৎসাহিত হলাম ভাইয়া। আমার পেইন্টিং দেখে যে আমি মুগ্ধ হয়েছেন এটি জেনে সত্যিই অনেক খুশি হয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজের প্রতি আরো বেশি উৎসাহিত করার জন্য।

 2 months ago 

২ ঘন্টা সময় ব্যয় করে এই দারুন পেইন্টিং করেছেন দেখে ভালো লেগেছে আপু। ছোট বাচ্চা থাকলে পেইন্টিং করা অনেক কঠিন হয়ে যায়। একই ক্যানভাসে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখে খুবই ভালো লেগেছে। আপনার দক্ষতা দেখে অনেক ভালো লাগলো আপু।

 2 months ago 

একদম তাই ভাইয়া ছোট বাচ্চা থাকলে এসব কাজ করার সময় পাওয়া যায় না। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 months ago 

খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করলেন আপু আপনি। এক ক্যানভাসে প্রাকৃতিক দৃশ্যের অনেক গুলো দৃশ্য শেয়ার করলেন আপনি। আপনার এত সুন্দর দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেছি। প্রতিটি দৃশ্যের ধাপ গুলো আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। আশা করি আপনার মাধ্যমে আমরা আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

আপনাকে ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15