অনুকবিতা:-একগুচ্ছ অনুকবিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @mahmuda002
from Bangladesh
বাংলা ভাষায় ব্লগিং এর "আমার বাংলা ব্লগ"এর সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
---|
কিছুদিন যাবৎ ভীষণ গরম পড়ছে। এই অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে বাচ্চা, বৃদ্ধ এমনকি বড়রাও অসুস্থ হচ্ছে। আমার ছেলেও বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল। আর বাড়িতে বাচ্চা অসুস্থ থাকলে মা-বাবা এবং বাড়ির সবারই অনেকটা কষ্ট হয়ে যায়। তাই বেশ কিছুদিন যাবত কাজে মন দিতে পারছিলাম না। তবে বাচ্চার সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কাজে ফিরে এসেছি। এই অসহ্য গরমের পর এই কয়েকদিন হচ্ছে আবহাওয়া একটু নরম। নরম বলতে রোদ হয়না তবে গরম কিন্তু ঠিকই পড়ে। তবে বাইরে বেরোনো না গেলেও ঘরের মধ্যে স্বস্তি আছে। বলা বাহুল্য যাদের বাচ্চা ভীষণ দুরন্ত চঞ্চল তাদের পক্ষে সংসার এবং অন্যান্য কাজ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আমার বাচ্চাও এর ব্যতিক্রম নই। তাই বাকি কাজ সামলে টুকটাক নিজের সংসারের কাজ করে কাজে সময় দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে আমার পক্ষে। এত কিছুর মাঝেও চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কনটেন্ট তৈরি করে শেয়ার করতে।
তাই আজ আমি আবারো আপনাদের মাঝে কিছু অনু কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতা লেখায় আমি খুব একটা পরিপক্ক নই। তবে কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। একটা সময় কবিতা লেখা এমনকি গল্পের বই পড়া এগুলো ছিল আমার নেশা। আমার স্কুল লাইফে আমি কিছু কবিতা পত্রিকাতেও ছাপিয়ে ছিলাম। তবে সেটি পারিবারিক চাপ এবং পড়াশোনা চাপে বন্ধ হয়ে যায়। আবার আপনাদের এই প্ল্যাটফর্মে আসতে পেরে পুরনো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আপনাদের মাঝে নতুন নতুন কবিতা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে যাচ্ছি। জানিনা এতে কতটুকু সফলতা অর্জন করতে পারছি। তবে চেষ্টা করি ভালো কিছু তৈরি করেই আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করি আমার আজকের অনুগতিতাগুলো আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ব্লক,,,,,।
❤️এক গুচ্ছ অনু কবিতা।❤️
অনু কবিতা-১
বড় অদ্ভুত এই পৃথিবীতে,ক'দিনের বেঁচে থাকা!
সংক্ষিপ্ত এই জীবনে তাইতো তোমাকে পেতে চাওয়া।
জানি তুমি আমার নও,
তবুও আমি তোমারি।
অনু কবিতা-২
গোধূলির বিকেলের রঙিন লাল আভা,
যখন তোমার মুখে এসে পড়ে,
সুন্দর মায়াবী মুখটি তোমার,
আরো ফুটে ওঠে।
অনু কবিতা-৩
ভীষণ ভালোবাসি তোমায়,
তুমি ছাড়া আর কারোর হতে রাজি নই এ জীবনে!
বিশ্বাস কর প্রিয় যদি না পাই তোমায়
কথা দিলাম হব না অন্য কারো।
অনু কবিতা-৪
জানি তুমি আমার নও তবুও তোমায় খুজি,
যেমন করে নীড় হারা পাখি খুঁজে ফিরে তার বাসা।
আমিও তেমন তোমায় খুজি দিবা রাত্রি এক করে,
তোমার মনের গহীন কোণে একটুখানি ঠাশ পেতে।
পোস্ট বিবরণ
শ্রেণী | অনু কবিতা |
---|---|
ডিভাইস | redmi12 |
লেখক | @mahmuda002 |
লোকেশন | মেহেরপুর |
শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে ভালো কনটেন্ট শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও চেষ্টা করেছি সুন্দর কিছু অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করতে। জানিনা আমার অনু কবিতা গুলো কতটুকু ভালো লাগবে আপনাদের। ওই যে রবীন্দ্রনাথের একটি কথা আছে না ছোট গল্প বা ছোট কবিতা তা যাই হোক না কেন, মনের ভাব অপ্রকাশিত রয়ে যায় শেষ হয়েও হয় না শেষ। অনু কবিতা গুলোও ঠিক যেন এমন। যেন মনে হচ্ছে শেষ তবু কিন্তু শেষ নয়। কবিতার মাধ্যমে খুব সহজেই মনের ভাবকে অন্যের মাঝে প্রকাশ করা যায়। যে কথাগুলো কাউকে বলে বোঝানো যায় না বা লিখে বোঝানো যায় না সেগুলো কিন্তু কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে বোঝানো যায়। শুনেছি মানুষ প্রেমে পড়লে নাকি কবি হয় আবার ছেকা খেলেও নাকি কবি হয়। তবে এটা ঠিক প্রেমে পড়লে কবি হওয়াটা স্বাভাবিক।
সমাপ্ত
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা আমার অনেক ভালো লেগেছে। একদম অসাধারণ হয়েছে আপনার আজকের এই কবিতাগুলো লেখা। এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
শত ব্যস্ততার মাঝেও চমৎকার কিছু অনুকবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা কবিতা অসাধারন ছিলো। তাছাড়া ছোট ছোট ছন্দ মিলিয়ে লেখা অনুকবিতা গুলো আবৃত্তি করতেও আমার কাছে দারুন লাগে। ধন্যবাদ সবমিলিয়ে এতো সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। বেশি দারুণ লিখেছেন আপনি। আপনার এত সুন্দর লেখা কবিতা গুলো পড়ে আমি মুগ্ধ হয়েছি ভাবি। আশা করব এভাবে আপনি আমাদের মাঝে প্রায় কবিতা লিখে শেয়ার করবেন।
মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। ছোট ছোট অনু কবিতাগুলো দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। যদিও আপনি স্কুল জীবনে কবিতা লিখে পত্রিকায় চাপিয়েছেন। তবে আপনার কবিতা দক্ষতা অসাধারণ। সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
বাড়িতে চঞ্চল এবং দূরন্ত বাচ্চা থাকলে সব কাজ সামলানো অনেক মুশকিল হয়ে যায়। কারণ তাকে সামলাতে গিয়ে আর অন্য কোন কাজ করা যায় না। যাই হোক, একটা সময়ে যে আপু আপনার গল্পের বই পড়া আর কবিতা লেখার নেশা ছিল, এই ব্যাপারটা জেনে অনেক ভালো লাগলো। আপনার শেয়ার করা এই অনু কবিতাগুলো অনেক ভালো হয়েছে। তবে তিন নাম্বারে শেয়ার করা ভালোবাসা রিলেটেড অনু কবিতাটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।