ফটোগ্রাফি:- রেনডম ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ15 days ago
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু আজকে আমার নতুন ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির ভিন্ন ভিন্ন সৌন্দর্যগুলো ক্যাপচার করে রেখে দেওয়া যায়। সাময়ে অবসরে এগুলো দেখলেও বেশ ভালো লাগে। ফটোগ্রাফি করা একটি আর্ট। সুন্দর ফটোগ্রাফি মনকেও ভালো করে তোলে। আমি আজ বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। সৌন্দর্য সব সময় মানুষকে বিমোহিত করে। আমি আশা করি আমার রেনডম ফটোগ্রাফির অ্যালবামটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক....


১নং ফটোগ্রাফি।



Device-redmi12
Location

ফুলটি দেখতে ভীষণ সুন্দর। তবে এই ফুলটির নামটি জানা নেই। আসলে জানা নেই বললেও ভুল হবে নাম ঠিক মনে পড়ছে না। আমাদের পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষকদের অফিসের সামনে এই ফুলের গাছ লাগানো ছিল। সেখান থেকে এই ফুলের সঙ্গে পরিচিতি। তবে অনেকদিন পর শশুর বাড়ির এলাকার পার্কে ঘুরতে গিয়ে এই ফুলটি আবার দেখতে পাই। তাই দেখার সঙ্গে সঙ্গেই মোবাইলে ক্যাপচার ফেলি এই ফুলের দুই রকম কালার হয়ে থাকে। একটি গোলাপী কালার আর একটি এর থেকেও হালকা গোলাপী। পরিপূর্ণ বয়সে এই ফুলের গাছটি বেশ বড় আকৃতির হয়ে থাকে।


২নং ফটোগ্রাফি।



Device-redmi12
Location

এটি আমাদের সকলের পরিচিত গোলাপ ফুল। তবে এটি দেশি গোলাপের জাত। দেশি গোলাপ গুলো আকারে ছোট এবং পাপড়ি অনেকটা ছোট ও হালকা হয়ে থাকে। দেশি গোলাপের গাছগুলো অনেক বাড়ন্ত হয়ে থাকে। তবে হাইব্রিড গোলাপ যেগুলো সে ফুলগুলো বেশ বড় হয় মাপের ও অনেকটা ঘন হয় কিন্তু গাছের আকার খুব একটি বড় হয় না। তবে মাটি খুব উর্বর হলে হাইব্রিড গোলাপ গাছও অনেক ঝগড়া ও বড় হয়ে থাকে। গোলাপ ফুল কিন্তু সবার অনেক পছন্দের একটি ফুল। বিশেষ করে প্রেমিক-প্রেমিকার জন্য তো এটি একটি পরিচিত ফুল। বিভিন্ন বিয়ের অনুষ্ঠান এমনকি বিভিন্ন দিবসেও এই ফুল ব্যবহার করা হয়ে থাকে।


৩ নং ফটোগ্রাফি।



Device-redmi12
Location

এটি সকলের পরিচিত একটি ফুল। এমন কেউ নেই যে এই ফুলের সঙ্গে পরিচিত লাভ করে নাই।ফুলটির নাম হলো রঙ্গন। রঙ্গন ফুল এর কালারটি যেমন সুন্দর ঠিক এই ফুলটি দেখতেও তেমন সুন্দর লাগে। রঙ্গন ফুল বিভিন্ন র রং এর হয়ে থাকে। আমি এ যাবত তিনটি রঙের রঙ্গন ফুল দেখেছি। রঙ্গন ফুলের গাছ অনেক ঝাকরা হয়ে থাকে। তবে রঙ্গন ফুল টিভিতে ভিন্ন রকমের হয়ে থাকে। মাটি ভালো এবং উর্বর হলে ফুলের আকার বেশ বড় ও ঝাকরা হয়। কিন্তু মাটি যদি অনবর হয় এই ফুল আকারে অনেকটাই ছোট হয়। এই ফুল গাছে তেমন খুব একটা পরিচর্যা করা লাগেনা। মাঝেমধ্যে একটু পানি আর গাছ খুব ঝগড়া হয়ে গেলে কিছু ডাল পালা ছিটে দিলেই এই গাছ নিজের ইচ্ছে মতোই বেড়ে ওঠে। ছাদ বাগান বিলাসিদের এর জন্য এই ফুলটি খুবই পরিচিত এবং লাভজনক।


৪ নং ফটোগ্রাফি।



Device-redmi12
Location

আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে ঘেরা রয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ফুল কাছে চারা রয়েছে। তারমানে বোঝাই যাচ্ছে এখানে ফুলের চারা তৈরি করা হয়। এই বেডের মধ্যে অনেক ধরনের ফুলের চারা রয়েছে যেগুলো এখন লাগানোর অনুপযুক্ত। তবে এখান থেকে পরিচর্যা করে লাগানোর উপযুক্ত হয়ে গেলে এগুলো পার্কের আনাচে কানাচে লাগানো শুরু হয়ে যাবে। ফুল গাছে চারা দেওয়ার সময় অনেক পরিশ্রম করতে হয়। ঠিকমতো মাটি ব্যবহার করা, গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া নিয়মিত দেখভাল করা।


৫ নং ফটোগ্রাফি।



Device-redmi12
Location

এই এই যে ঝকড়া ফুল গুলো দেখছেন এই ফুলগুলোর যে আসলে কি নাম আমার তা জানা নেই। তবে ফুলগুলো কিন্তু বেশ দারুন। ঠিক যেমন বাগান বিলাস ফুল তার সৌন্দর্য দিয়ে বাড়ির গেটকে সৌন্দর্য বর্ধন করে। এই ফুলটিও কিন্তু ঠিক তেমনি। আপনারা ছবিতে দেখতেই পারছেন এই ফুল তার লতা পাতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কেমন ঘরের মতো তৈরি করে নিয়েছে। দেখে যেন মনে হচ্ছে একটি ঘরকে আচ্ছন্ন করে নিয়েছে এই ফুলের লতাপাতা গুলো। ফুলের কালার টি কিন্তু দেখতে বেশ দারুন। আমার জানা নেই এই ফুলের আর কোন কালার আছে কিনা তবে আমার দেখা এই কালারটি বেশ লেগেছে।


৬ নং ফটোগ্রাফি।



Device-redmi12
Location

এই ফুল প্রিয় সবার পরিচিত। এর নাম হচ্ছে পাতাবাহার। পাতাবাহার বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারভেদের হয়ে থাকে। পাতাবাহারের গাছ যেমন ভিন্ন হয়ে থাকে তেমন রং পরিবেশ এমনকি মাটি ভেদেও ভিন্ন হয়ে থাকে। তবে এই পাতাবাহারের গাছটি সবারই পরিচিত। কারণ সচরাচর অনেক জায়গাতেই প্রায় এই পাতাবাহারের গাছটি দেখা যায়। অনেকে বাড়ির সামনে এমন গিয়ে ছাদ বাগানে এই গাছটি লাগিয়ে থাকে। আমি এটি ফটোগ্রাফি করেছি পার্ক থেকে। আমি যে বাড়ি থেকে এটির ফটোগ্রাফি করি সেখানে বেশ অনেক রকমের পাতাবাহার গাছ ছিল।


৭ নং ফটোগ্রাফি।



Device-redmi12
Location

ঝাউ গাছ। আপনারা ছবিতে যে গাছ দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম ঝাউ গাছ। ঝাউ গাছ বেশিরভাগ বাড়ির সামনেই শোভা বর্ধনের জন্য লাগানো হয়ে থাকে। এই গাছটি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। আমি গেছি ফুল কখনো দেখি নাই তবে ফল ধরতে দেখেছি। তবে গাছটি যখন অনেক ঝাকরা হয়ে যায় তখন যদি পরিমাণ মতো কেটে দেওয়া যায় দেখতে অনেকটাই সুন্দর লাগে। এই গাছের ফল দিয়ে আমরা অনেক খেলাও খেলেছি।


পরিশেষে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন।


By mahmuda002
Camera 📸 redmi12
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাredmi12
পোস্ট তৈরিmahmuda002
লোকেশনhttps://w3w.co/tots.undertones.demanded


👩‍🦰আমার নিজের পরিচয়👩‍🦰


আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 15 days ago 

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ধারন করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সাদা দেশি যাদের গোলাপ ফুলটি চমৎকার হয়েছে। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্ট ধন্যবাদ।

 15 days ago 

অনেক সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্ৰাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গিয়েছি। তাছাড়া বাকি ফটোগ্ৰাফি গুলো দুর্দান্ত ছিলো। সবমিলিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 15 days ago 

ওয়াও আপু আপনি এদের নাম ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম করেছেন দেখে অনেক ভালো লাগলো। এটা সত্যি বলেছেন আপু ফটোগ্রাফি করা একটা আর্ট। প্রথম দুইটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 15 days ago 

আপনার তোলা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ফুল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সাদা গোলাপ ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। রঙ্গন ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। পাতাবাহার গাছ দেখে ভালো লাগলো। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 14 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 15 days ago 

আপনার চমৎকার সব ফুলের ফটো গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি আপু। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম রয়েছে। আমি ফুলের ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি ফুলের ফটোগুলো শেয়ার করতে তেমন পছন্দ করি।

 14 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 15 days ago 

পার্কে ঘুরতে গেলে অনেক ভালো লাগে আপু। বিশেষ করে সুন্দর সুন্দর ফুলের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আর আপনি ঘুরতে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন। গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে দেখে। এছাড়াও অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করতে পেরেছেন।

 14 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 14 days ago 

আপু, আপনার শেয়ার করা বিভিন্ন ধরনের ফুলের ও গাছে এই ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। তবে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মাধ্যমে "ঝকড়া" নামক ফুলটি আমি প্রথমবার দেখার সুযোগ পেলাম। আমি আগে কোনদিন এই ফুল দেখিনি যদিও। তাছাড়া আপনি প্রথমে যে নাম না জানা ফুলটির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 13 days ago 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আমার কাছে এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14