আমার আজকের দিনলিপি || ২১/০৮/২০২১ || 10% Beneficiary To @shy-fox

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আজ আমার সারাদিনের দিনলিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সময় নিয়ে আমার দিনলিপিটি পড়ে দেখবেন।

Polish_20210821_173858489.jpg

আজ সকালে অন্যান্য দিনের মতোই কিছুটা দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। চোখ মেলেই খেয়াল হলো যে সকাল পেরিয়ে প্রায় দুপুর গড়িয়ে আসার সময় হয়ে গেছে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠেই হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে যাই। নাস্তা শেষে কিছুক্ষণ পড়ালেখায় মনোযোগী হওয়ার চেস্টা করেলেও সেভাবে পড়ায় মন বসছিলো না। এরপর কিছুক্ষণ ইন্টারনেট ব্রাউজিং, স্টিমিট এবং ডিসকর্ডে খানিকটা সময় পার করার পরে দুপুরের কিছুটা আগে বাসা থেকে বেরিয়ে ফুফুদের বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারন আজ তাদের বাসায় আমাদের দাওয়াত ছিলো।

সেখানে পৌছাতে পৌছাতে কিছুটা দেরী হয়ে যায়। ৩.৩০ এর দিকে আমরা দুপুরের খাবার খাওয়া সেরে ফেলি। কিছুক্ষণ রেস্ট নেয়ার পরে বাসায় বসে থাকতে খুব একটা ভালো লাগছিলো না। তাই আসরের নামাজ পড়ার পর বাসার ছাদে কিছুটা সময় কাটানোর জন্য উপরে উঠেছিলাম।

IMG_20210821_175334.jpg

বিকেলের সময়টাতে আকাশের অপূর্ব দৃশ্য

এ সময় আকাশটাকে দেখতে খুবই সুন্দর লাগছিলো। এরপর আমি ছাদে ফুফাতো ভাইয়ের লাগানো গাছ এবং ফুলগুলো কিছুক্ষণ ঘুরে দেখলাম। কয়েকটি গাছ এবং ফুল দেখতে খুবই ভালো লেগেছিলো, সেই সুবাদে কয়েকটি ছবিও তুলে ফেলেছিলাম।

IMG_20210821_180513.jpg

উপরের ছবির জিনিসটি ফুল নাকি ফল সেটি সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই, রক্তিম গাছটি দেখতে বেশ সুন্দরই লাগছিলো। কিছুক্ষণ সেখানে থাকার পর মাগরিবের আজান দিয়ে দিয়েছিলো, তাই নামাজ আদায় করার জন্য ছাদ থেকে নিচে নেমে আসি।

মাগরিবের নামাজ আদায় শেষে আমরা ফুফাতো ভাইরা কিছুক্ষণ আড্ডা দেই এবং হালকা নাস্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিই।

IMG_20210821_200635.jpg

IMG_20210821_200823.jpg

বাসায় ফেরার পথে এলাকার দোকানে প্রবেশ করে সেখান থেকে ঠান্ডা পানীয় কিনি। আমার অন্যতম পছন্দের একটি পানীয় হলো মাউন্টেইন ডিউ। দোকানটিতে এটি পাওয়ায় ৩৫ টাকা দিয়ে এটি কিনে ফেলি এবং বাসায় ফিরে আসি। বাসায় ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ অনলাইনে কাজ করি এবং ১০.৩০ এর দিকে রাতের খাবার খাই।

54TLbcUcnRm42j8GnpdnmmbBwy8ezgJG9sn6BKTkFjLZTgXfPv3moHevaSphQB6HdZ1HbieXS2v5datfM3KJPGZMJAPE72VGSZeCSdJzHZskJHveR6JmoTNMrFc5vvScSi4TveLAS.png

এই ছিলো আমার আজকের দিনলিপি। করোনার কারণে সাপ্তাহে ২/১ দিনের বেশি বাইরে যাওয়া হয় না, তাই আজকের দিনটি অন্যান্য দিনের থেকে তুলনামূলক বেশ ভালো কেটেছে। মাঝেমধ্যে বাইরের পরিবেশে কিছুটা সময় কাটাতে পারলে ভিন্নরকম প্রশান্তি পাওয়া যায়। যারা সময় নিয়ে পোস্টটি পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

54TLbcUcnRm42j8GnpdnmmbBwy8ezgJG9sn6BKTkFjLZTgXfPv3moHevaSphQB6HdZ1HbieXS2v5datfM3KJPGZMJAPE72VGSZeCSdJzHZskJHveR6JmoTNMrFc5vvScSi4TveLAS.png


ধন্যবাদান্তেঃ @mahirabdullah


Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই।ছবি গুলো চমৎকার হয়েছে।দিনলিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ছবি গুলো চমৎকার হয়েছে

প্রশংসার জন্য ধন্যবাদ 😇

 3 years ago 

আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগে প্রতিদিনের কাজের তালিকার সাথে দারুন ভাবে সমস্ত টা তুলে ধরেন। ধন্যবাদ ভাই।

সময় নিয়ে পোস্টটি পড়েছেন দেখে খুব ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আপনার দিনলিপি উপস্থাপন করেছেন।আপনার প্রতিদিনের কাজ ধারাবাহিক ভাবে বনর্ণা করেছেন।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সময় নিয়ে আমার দিনলিপিটি পড়া ও এবং প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পোস্ট পড়ে মনে হচ্ছে আপনার সাথে আমিও সারাদিন কাটিয়েছি😅

 3 years ago 

খুব সুন্দর দিন অতিবাহিত করেছেন ভাই। আমার অনলাইন ক্লাস শুরু হয়েছে প্রায় তিন সপ্তাহ কিন্তু আমারও কিছুতেই পড়াই মন বসছেনা। এবং আমার কাছেও মাউন্টেন ডিউই ডিংকস টা খুব পছন্দ।

করোনার সময়টাতে সবকিছুই ওলট-পালট হয়ে গিয়েছে। শুধু আমি-আপনি না, দেশের অধিকাংশ শিক্ষার্থীদেরই লেখাপড়ার মারাত্মক ক্ষতি হচ্ছে

 3 years ago 

ঠিকই বলেছেন ভাই😔

 3 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।আর খুব সুন্দর ভাবে তা বর্ণনা করেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডিউ ময় এবং কর্মব্যস্ত একটি দিন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94090.69
ETH 3092.78
USDT 1.00
SBD 2.99