লকডাউন পরিস্থিতি || ২৮-০৫-২১
আসসালামুআলাইকুম
দেশে করোনা পরিস্থিতির কথা আমরা সকলেই জানি। ভারতের ডেল্টা ভেরিয়েন্টের করোনা ভাইরাসটি খুবই শক্তিশালী ভাবে বাংলাদেশর উপর হাবি হয়েছে। তাই এই পরিস্থিতি আওতায় আনার জন্য সরকার লোকডাউন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।।। আজ থেকে পুরো বাংলাদেশে সীমিত আকারে লকডাউন পালন করা হচ্ছে। এতেও পরিস্থিতি আওতায় না আসলে বৃহসপতিবার থেকে দেয়া হবে শাটডাউন। আসা করা যায় শাটডাউন দিলে পরিস্থিতি অনেকটা আওতায় আসবে।।।
কুড়িগ্রামের করোনা পরিস্থিতিঃ
কুড়িগ্রাম জেলায় লকডাউন অনেকটা ভালো ভাবেই পালন করা হচ্ছে। রাস্তার প্রত্যেকটি মোড়ে পুলিশ দেখতে পাওয়া যাচ্ছে। তারা অনেক সুন্দর ভাবে পরিস্থিতি আওতায় এনেছে। প্রায় সবাই মাক্স পরিধান করছে। এই ভাবে চললে আশা করা যায় ৭ দিনের ভেতরেই সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
করোনা ভাইরাসের সাথে লড়াই করার উপায়ঃ
করোনা ভাইরাস খুবই শক্তিশালী একটি ভাইরাস। তবুও একে হারানো খুবই সহজ। আমরা সঠিক নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে করোনাভাইরাস কে হারাতে পারি।
নিচে সেই নিয়ম কানুন গুলো উল্লেখ করা হলোঃ
১. অবশ্যই সব সময় মাক্স পরিধান করবো।
২. বাহিরে গেলে কিছুক্ষণ পর পর নিজের হাত হ্যান্ড ছ্যানিটাইজার দিয়ে পরিস্কার করবো।
৩. অবশ্যই জনসমাগম থেকে দূরে থাকবো।
৪. অবশ্যই বাহিরে থেকে বাসায় ফিরে হাত মুখ ধুয়ে ফেলবো। পারলে গোসল করবো।
৫. বাহিরে থেকে ফিরে সব কাপড় চোপড়া ধুয়ে ফেলবো।
৬. বাহিরে গিয়ে অযথা চোখে, মুখে, নাকে হাত দিবো না।
এই নিয়ম কানুন গুলো মেনে চললে আমরা করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারবো। এর ফলে আমাদেরও পরিবার সুরক্ষিত থাকবে।
CC:
@rme
@blacks
@photoman
@winkles
@royalmacro
@amarbanglablog