আমার বাংলা ব্লগ "পাওয়ার আপ কন্টেস্ট- ০১ এ আমার অংশগ্রহণ" - @mahir4221 || ৩০ স্টিম পাওয়ারআপ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম এবং নমস্কার

সবাই কেমন আছেন আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

আমরা সবাই জানি স্টিমিটে কাজ করার জন্য পাওয়ার আপ কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করতে পারি। যার একাউন্টে যত বেশি স্টিম পাওয়ার তার একাউন্টের ক্ষমতা ততই বেশি।



PicsArt_11-10-09.10.36.jpg

ছবিটি Picsart দিয়ে এডিট করা



আমি আজ ৩০ স্টিম পাওয়ার আপ করে আমার বাংলা ব্লগ পাওয়ার আপ কন্টেস্ট- ০১ এ অংশগ্রহণ করতে যাচ্ছি। এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।

image.png

পাওয়ার আপ এর পূর্বে আমার ওয়ালেট। আমার স্টিম পাওয়ার ছিল 63.181

IMG_20211110_212604.jpg

image.png

পাওয়ার আপ এর প্রথম ধাপ , আমি পাওয়ার বৃদ্ধি করি 30 স্টিম

IMG_20211110_212822.jpg

image.png

পাওয়ার আপ এর দ্বিতীয় ধাপ

IMG_20211110_212916.jpg

image.png

পাওয়ার আপ এর পর আমার ওয়ালেট। পাওয়ার আপ এর পর আমার স্টিম পাওয়ার হয় 93.181

IMG_20211110_212955.jpg

image.png

ধন্যবাদ

banner-abb3-1.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png


JOIN WITH US ON DISCORD SERVER


standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

শুভেচ্ছা রইল আপনার জন্য। এভাবে সামনে এগিয়ে যান। এবং নিজের মধ্যে একটি লক্ষ্য তৈরি করুন ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এভাবে আমাকে অনুপ্রাণিত করার জন্য। ইনশাআল্লাহ একদিন আপনাদের দোয়ায় অনেকদূর এগিয়ে যাব। আপনার জন্য শুভকামনা রইল প্রিয় ভাই।

 3 years ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা অর্জন। আপনার পাওয়ার আপ দেখে আমার খুবই ভাল লাগল এতে আপনার শক্তি অর্জন হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য। ভালো থাকবেন। আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

বেশি বেশি পাওয়ার আপ করি
সক্ষমতা বৃদ্ধি করে
শক্ত হাতে হাল ধরি♥♥

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

পাওয়ার আপ ভালোবাসি, আপনার পাওয়ার আপ করতে দেখে অনেক ভালো লাগলো। এভাবেই পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার নিজের সক্ষমতা বৃদ্ধি করুন আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অবশ্যই ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একাউন্টঃ @mahir4221
পাওয়ার বৃদ্ধিঃ =47.619%

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকবেন

ধন্যবাদ ভাইয়া, পাওয়ার আপ করতে থাকেন। এভাবে পাওয়া করলে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে।

 3 years ago 

জি ভাইয়া। সব সময়ই করবো। দোয়া করবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96532.56
ETH 3442.08
SBD 1.55