DIY- এসো নিজে করি : রঙিন কাগজ ব্যবহার করে দেয়ালে লাগানো ফুল তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
ঘর সাজানো অথবা ঘরের ডেকোরেশন করতে ভালবাসেনা এমন কোনো মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। শুধু ঘর ডেকোরেশন করার জন্যই আজকাল মানুষ হাজার হাজার টাকা বাজারে ঢেলে আসছে। বিভিন্ন ধরনের জিনিস সামগ্রী দিয়ে আজকাল মানুষ ঘর, ঘরের ওয়াল সহ বাসার বাকি জায়গা গুলোর ডেকোরেশন করে থাকে।
আর ঘর ডেকোরেশন করার জন্য বাজারে যে সকল জিনিস পাওয়া যায় সেগুলোর দাম যেন আকাশ ছোঁয়া। মনের মত করে ঘর সাজাতে চাইলে আপনাকে মোটা অংকের টাকা গুনতে হবে। তা না হলে ঘর সাজানোর চিন্তা মাথায়ও আনা যাবে না।
তবে আমরা চাইলেই আমাদের ঘর এবং বাসা সুন্দর করে সাজিয়ে ফেলতে পারি খুব কম খরচেই। সেটা শুধুমাত্র সম্ভব রঙ্গিন কাগজ সহ আর কিছু সামগ্রীর দ্বারা। আমরা তো সকলেই জানি রঙ্গিন কাগজ দিয়ে কত কি বানানো যায়। সেগুলো বানাতেও খুব একটা খরচা লাগেনা। তাই
আমরা সবাই চাইলেই খুব কম খরচেই রঙিন কাগজ ব্যবহার করে বাসা বাড়ি ডেকোরেশন করে ফেলতে পারেন।
আমি আজ রঙিন কাগজ ব্যবহার করে তেমনই একটি জিনিস তৈরি করব যা আপনারা চাইলে আপনাদের ঘরের দেয়াল ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন। আমি আজ রঙ্গিন কাগজ দিয়ে ঘরের দেয়াল ডেকোরেশন করার একটি ফুল তৈরি করব। এরকম অনেকগুলো ফুল আপনারা তৈরি করে চাইলে ঘরের দেয়াল ডেকোরেশন করতে পারেন। দেখতে সত্যিই খুবই সুন্দর লাগবে। তাহলে চলুন ফুল তৈরি ধাপগুলো দেখে আসা যাক।
⇨ | উপকরণ |
---|---|
১ | রঙ্গীন কাগজ |
২ | আঠা |
৩ | কচি |
৪ | স্কেল |
৫ | পুথি |
৬ | গ্লু গান |
𒆜 ধাপ-১ 𒆜
প্রথমে আমরা A4 মাপের একটি রঙিন কাগজ নেব।
তারপর কাগজটিকে ২০×২০ সেন্টিমিটার মাপে কেটে নেব
তারপর কাগজটিকে চিত্রের মত করে ৪ ভাগে কেটে নেব।
𒆜 ধাপ-২ 𒆜
এবার প্রথমে আমরা চার ভাগে কেটে নেয়া কাগজের একটি অংশ নেব।
তারপর কাগজটিকে চিত্রের মতো করে আমরা পরপর দুবার ভাজ করব।
এবার কাগজটিকে আমরা চিত্রের মত করে কেটে নেই।
তারপর কাগজটির ভাঁজগুলোকে খুললেই আমরা এরকম একটি অংশ পাবো।
একইভাবে আমরা দুটি অংশ বানিয়ে নেব।
𒆜 ধাপ-৩ 𒆜
কাগজটিকে কেটে নেয়ার পর কাগজটির উপর আমরা যে দার গুলো দেখতে পাচ্ছি সেই দারগুলোর মাঝের দারটিকে চিত্রের মত করে আঠা দিয়ে আটকে দেই।
তারপর দুটি কাগজকে একসাথে জুড়ে দেই।
এবার নিচের কাগজটির দারগুলোকে উপরের কাগজের অংশটির সাথে চিত্রের মত করে আটকে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দেয়ালে লাগানোর ফুলটি ।
কন্টেন্ট | DIY- এসো নিজে করি |
---|---|
ছবি তোলার মাধ্যম | Redmi 9 |
প্রজেক্ট | রঙ্গিন কাগজ ব্যবহার করে দেয়ালে লাগানোর ফুল তৈরি |
কারিগর | মাহির শাহরিয়ার ইভান (@mahir4221) |
লোকেশন | w3w location |
YouTube |
---|
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ক্রাফট সম্পন্ন করেছেন ভাই। আপনার সম্পন্ন করা ফুলের ক্রাফটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার ফুলের ক্রাফটির উপর পুঁতি ব্যবহার করায় দেখতে বেশি ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার ক্রাফটটি আপনার কাছে ভাল লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই।
রঙিন কাগজ ব্যবহার করে দেয়ালে লাগানো ফুল তৈরি করেছেন ভাই। বাহ চমৎকার লাগল আপনার এই কাগজের ফুল গুলা। বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 🥰💞💞
আমার তৈরি করা ফুলটি আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম ভাই অসংখ্য ধন্যবাদ।
দেয়ালে লাগানোর জন্য খুব অসাধারণ একটি ফুল তৈরি করেছেন আপনি রঙিন কাগজ দিয়ে। বেশ ভাল লেগেছে আপনার আইডিয়া। খুব চমৎকারভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
দারুন একটি ফুল তৈরি করেছেন ভাইয়া । এটি দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। বিশেষ করে এর কালার এবং আপনি মাঝখানে যে পুঁতি ব্যবহার করেছেন এর কারণ অনেক বেশী সুন্দর লাগছে ।আর দেয়ালের এটি লাগালে অনেক বেশী ভালো লাগবে আশা করি।
আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার দিয়ে এটা তৈরি করে আপনার ঘরের ডেকোরেশন করতে পারেন। ধন্যবাদ আপু।
একদম ঠিক কথা দ্রব্যমূল্যের এই বাজারে ঘর ডেকোরেশন করার জন্য বাজার থেকে পণ্য কিনে আনলে নিমিষেই পকেট ফাঁকা হয়ে যাবে। আর সব সময় বাইরের কেনা জিনিস দিয়ে ঘর সাজাতে ভালো লাগে না
কেমন যেন একটা কৃত্রিম কৃত্রিম লাগে। রঙিন কাগজ দিয়ে খুব অল্প খরচে এভাবে বাড়িতে তৈরি করে ঘর ডেকোরেশন করতে পারলে মন্দ হয় না। তোমার রঙিন কাগজের তৈরি ফুল টি আমার কাছে খুব ভালো লেগেছে। আর তোমার উপস্থাপনাটা বেশ ভালো ছিল
আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন মামা রঙ্গিন কাগজের তৈরি তৈরি করা যেকোনো জিনিস দিয়ে খুব সহজে এবং খুব কম খরচে ঘর সাজিয়ে ফেলা যায়। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সৌখিন মানুষ ভাই আপনি দেখছি 🙂। আমি একটু ব্যতিক্রম আমার কোনরকম থাকার মতো একটি জায়গা হলেই হল হাহা😁, তবে কেউ যদি সাজিয়ে দেয় তাহলে অন্য কথা হাহা। আর ফরটি কিন্তু খুব চমৎকার ছিল, আর কতটা দক্ষতা নিয়ে তৈরি করেছেন সেটা বোঝাই যাচ্ছে। অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য। 🖤
হা হা ঠিক বলেছেন ভাইয়া আমি আসলেই ঘর সাজাতে খুবই পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি এরকম ফুল ঘরের দেওয়ালে লাগালে সৌন্দর্য বৃদ্ধি পায়। তাছাড়া ফুলটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। মাঝখানের পুঁতি দিয়েছেন বলে আরেকটু বেশি আকর্ষণীয় হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে দেয়ালে লাগানো ফুলটি সত্যিই অসাধারণ হয়েছে। এতটাই সুন্দর হয়েছে যে, যার কোন তুলনা হয় না। মাঝে মাঝে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখলে সত্যিই অবাক হয়ে যাই। আজও আমি আপনার তৈরি রঙিন কাগজের ফুল টি দেখে খুবই অবাক হয়ে গেলাম। এতটাই নিখুঁত করে ফুলটি তৈরি করেছেন যা দেখতে খুবই ভালো লাগছে। আর এই ভালোলাগার ফুলটি রঙিন কাগজ দিয়ে কিভাবে তৈরি করেছেন, তার প্রত্যেকটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ মামা এত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। কালার কম্বিনেশন এর কারণে ফুলটি দেখতে অনেক চমৎকার লাগছে। এই ফুলটি ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে আরো সুন্দর লাগবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর ফুল বানিয়ে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।