DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি।।

আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


20240628_213209~2.jpg

প্রিয় বন্ধুরা, মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ হয়ে আবারো নতুন একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। বেশ কয়দিন যাবত অসুস্থতার কারনে আমি, আমার বাংলা ব্লগ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। ইচ্ছাশক্তি এবং সময় দুটোই ছিল কিন্তু মাথা ব্যথার কারণে আর ডাই পোস্ট রেডি করতে পারিনি । ইনশাল্লাহ এখুন পুরোপুরি সুস্থ, আর সুস্থ হয়ে উঠেই একটা ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য তৈরি করলাম। আর ডাই পোস্টটা হচ্ছে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি। আর কলমদানিটা তৈরি করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। আশাকরি কলমদানিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেয়া যাক আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর এ কলমদানিটা তৈরি করেছিলাম।

।। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি।।

20240628_213311~3.jpg

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি কলমদানি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

20240628_212541~2.jpg

১। রঙিন কাগজ ।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। ঘাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240628_193013.jpg20240628_193043.jpg

20240628_193135.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের রঙিন কাগজ কেটে ২০ সেন্টিমিটার বাই ২০ সেন্টিমিটার করে নিলাম। তারপর এই কাগজের টুকরোকে মাঝ বরাবর ভাঁজ করলাম। এবং পরের ধাপে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য কাগজটির অর্ধেক অংশের মাঝ বরাবর আর একটা ভাজ করে নিলাম।যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240628_193247~2.jpg20240628_193449~2.jpg

20240628_193548~2.jpg

এবার কাগজের টুকরোকে প্রথমে লম্বালম্বি ভাবে চার ভাগ পরে পাশাপাশি ভাবে চার ভাগে ভাগ করে, চার কোনা ভাজ করে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240628_193650~2.jpg20240628_193750~2.jpg

20240628_193946~2.jpg

এবার কাগজের টুকরো কোণাগুলো ভাজ হয়ে গেলে দুই পাশ থেকে দুই ভাগ ভাজ করে নিলাম। পরে লম্বালম্বি আবার তিনটা ভাজ দিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240628_194113~2.jpg20240628_194223~2.jpg

20240628_194314~2.jpg

রঙিন কাগজ তিন ভাগে ভাগ করার পর একভাগ এর সমান করে এক টুকরো কাগজ কেটে নিলাম। এবং যে পাশের কোনা ভাজ ছিল সেই পাশের পকেটে, কেটে রাখা কাগজের টুকরো লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ

20240628_194428~2.jpg

20240628_201956~2.jpg

যে পাশে রঙিন কাগজ লাগানো ছিল সেই পাশ, অন্যপাশের ভিতর লাগিয়ে দিলাম। এবং এভাবে মোট ছয়টি তিন কোনা বক্স তৈরি করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240628_202129~2.jpg20240628_202354~2.jpg
20240628_202651~2.jpg20240628_202742~2.jpg

20240628_203038~2.jpg

এবার তিনকোনা আকৃতির বক্সগুলো ঘাম দিয়ে একটি সাথে আরেকটি লাগিয়ে দিলাম। এবং শেষের বক্সটি দুই পাশে ঘাম দিয়ে কলমদানির দুইপাশ একসাথে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সপ্তম ধাপ
20240628_203514~2.jpg20240628_203649~2.jpg

20240628_203758~2.jpg

এবার দুই টুকরা রঙিন কাগজ ঘাম দিয়ে একটির সাথে আরেকটি জোড়া দিয়ে দিলাম। এবং কলমদানিটির নিচের অংশে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240628_205504~2.jpg20240628_205530~2.jpg

20240628_205541~2.jpg

সর্বশেষ ধাপে এসে কলমদানির নিচের অংশের অতিরিক্ত কাগজগুলো কেচিঁ দিয়ে কেটে দিলাম। এবং কলমদানির সৌন্দর্য বৃদ্ধির জন্য ছোট এক টুকরো গ্লিটার ফোম লাগিয়ে দিলাম। আর এরই মাধ্যমে রঙিন কাগজ দিয়ে সুন্দর কলমদানি তৈরির শেষের ধাপে এসে পৌছাইলাম ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240628_213209.jpg20240628_213319.jpg

20240628_213038.jpg

অনেকদিন পর রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। কলমদানিটি তৈরি করার পর যখন এর ভিতরে কলম রেখেছিলাম তখন কলমদানিটি আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। আশা করি রঙিন কাগজ দিয়ে সুন্দর কলমদানিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হবো যেকোনো একটা পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 3 days ago 

মাথা ব্যাথা এমন এক সমস্যা যা শুরু হলে কোন কিছু করতেই ভালো লাগেনা। তার জন্য তো আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও ডাই তৈরি করতে পারলে না। যাইহোক মাথাব্যথা ভালো হওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। কলমদানিটি বানানো বেশ সময় সাপেক্ষ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বানানোর পর খুব সুন্দর লাগছে দেখতে।

 2 days ago 

জ্বী আপু আপনি একদম ঠিক বলেছেন মাথাব্যথা আসলে এমন একটা সমস্যা যে মাথা ব্যথা নিয়ে আমি মোবাইলের দিকে তাকাতেই পারতাম না। যাইহোক আমার বানানো কলমদানিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কলম জানি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার কাগজের কলমদানি টা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে উপস্থাপন করাটা। আশা করব এভাবে সুন্দর সুন্দর অনেক কিছু তৈরি করে দেখাবেন।

 2 days ago 

আমার বানানো কলমদানিটি আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন ভাল ভাল কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবশেষ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 4 days ago 

অনেক দিন আগে এই রকম একটা কলমদানি আমিও বানিয়েছিলাম।অনেক ভালো লাগে দেখতে।খুব সুন্দর হয়েছে আপনার বানানক কলমদানি টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 days ago 

আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে অনেক সুন্দর লাগে। আমার বানানো কলমদানিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজের কলমদানি দেখতে খুবই সুন্দর লাগছে। কলমদানি তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে চমৎকারভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনি খুবই চমৎকার কলমদানি তৈরি করেছেন । এতো অসাধারণ ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 days ago 

রঙিন কাগজ দিয়ে আমার বানানো কলমদানিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 days ago 

ভাইয়া আপনার আজকের পোস্টটি অনেক ইউনিক হয়েছে। আমি এর আগে এরকম কোন কলমদানীর অরিগ্যামি দেখি নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি কলমদানিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 4 days ago 

বাহ্ আপনি তো দেখছি খুব ইউনিক একটি ডাই বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন। কলম আর কলম দানি দুটোই আমার অনেক পছন্দের। আর রঙিন কাগজ দিয়ে আপনার কলমদানিটা দেখে ভীষণ ভালো লাগছে। খুবই সুন্দর করে যেভাবে গুছিয়ে কলমদানিটি তৈরি করেছেন। সেভাবে সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।

 2 days ago 

জি আপু আমার মত আপনারও কলম এবং কলমদানি পছন্দ জেনে ভালো লাগলো। আমার বানানো কলমদানিটা আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 days ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে ভাই। রঙিন কাগজগুলো ভাঁজ করে একসাথে লাগিয়ে কিভাবে কলমদানি তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

জি ভাই রঙিন কাগজ দিয়ে আমার বানানো কলমদানিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আজ আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি কলমদানি তৈরি করেছেন। আপনার কলমদানি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি এত সুন্দর করে ভাঁজ করে কলমদানি তৈরি করেছেন মনে হচ্ছে দেখে যে কেউ সহজেই তৈরি করতে পারবে। আমিও চেষ্টা করব এরপর আপনার মত করে কলমদানি তৈরি করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কলমদানি তৈরি করে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 days ago 

জি আপু আমার বানানো, রঙিন কাগজ দিয়ে কলমদানিটা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন আরো সুন্দর সুন্দর ভালো কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবশেষে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42