DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি।।

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


20240703_065305~2.jpg

বন্ধুরা গতদিনের ন্যায় আজকেও নতুন আরো একটা ডাই পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই ডাই পোস্টটা তৈরি করেছি গ্লিটার ফোম দিয়ে।গতকাল সন্ধ্যার দিকে ঢাকায় যখন বৃষ্টি হচ্ছিল তখন রুম থেকে বাহির হতে পারছিলাম না। যখন রুম থেকে বাহির হতে পারছিলাম না তখন চিন্তা করলাম একটা ডাই পোস্ট রেডি করি। আর এই চিন্তাধারা থেকেই গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি লাল গোলাপ ফুল তৈরি করলাম । যা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। গ্লিটার ফোম দিয়ে সুন্দর এই গোলাপ ফুলটি তৈরি করার পর, ফুলটি অনেক সুন্দর দেখাচ্ছিল। আশা করি এই ফুলটি দেখার পর আপনাদেরও অনেক ভালো লাগবে। বন্ধুরা চলুন তাহলে দেখে নেয়া যাক আমি কিভাবে গ্লিটার ফোম দিয়ে সুন্দর এই লাল গোলাপ ফুলটি তৈরি করেছিলাম।

।। গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি লাল গোলাপ ফুল তৈরি।।

Photoroom-20240703_080044.png

আমি গ্লিটার ফোম দিয়ে কিভাবে সুন্দর একটি লাল গোলাপ ফুল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

20240703_054856~2.jpg

১। গ্লিটার ফোম ।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ

20240703_055719~2.jpg

20240702_223028~2.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের গ্লিটার ফোম থেকে ৫ সেন্টিমিটার বাই ৬.৫ সেন্টিমিটার করে ২১ টুকরো গ্লিটার ফোম কেটে নিলাম । যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ

20240702_225030~2.jpg

20240702_225017~2.jpg

এবার এই গ্লিটার ফোম এর টুকরোগুলোকে গোলাপ ফুলের পাপড়ির ন্যায় গোল করে কেটে নিলাম । যেরকম ফটোগ্রাফিতে আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240702_225849~2.jpg20240702_230049~2.jpg

20240703_063830~2.jpg

এবার এই পাপড়িগুলোকে গ্লু গানের সাহায্যে একটির সাথে আরেকটি সমান ভাবে জোড়া লাগিয়ে দিলাম। এবং একটি গোলাপ ফুলের ন্যায় তৈরি করে নিলাম। ফটোগ্রাফিতে যেভাবে আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240703_060637~2.jpg20240703_061054~2.jpg

20240703_062332~2.jpg

এবার অন্য আরো একটি গ্লিটার ফোম থেকে ৫ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার দুটি গোলাপের পাতা কেটে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240703_063846~2.jpg20240703_062332~2.jpg

20240703_064201~2.jpg

এবার লাল গোলাপ ফুলের সাথে গোলাপের পাতা দুটো গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240703_065101~2.jpg20240703_065216.jpg

20240703_064053~2.jpg

এই ধাপে এসে দুই সেন্টিমিটার ব্যাসার্ধের আরো একটি গ্লিটার ফোম এর টুকরোকে গোল করে কেটে নিলাম। এবং গোলাপ ফুলের নিচের অংশে লাগিয়ে দিলাম। আর এরই মাধ্যমে গ্লিটার ফোম দিয়ে একটি লাল গোলাপ তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
Photoroom-20240703_121129 (1).pngPhotoroom-20240703_121023.png

Photoroom-20240703_121305~2.png

গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি লাল গোলাপ ফুল তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। সাথে, সাথে গ্লিটার ফোম দিয়ে বিভিন্ন জিনিস তৈরির আগ্রহ আগের চাইতে অনেক বেড়ে গিয়েছে। গ্লিটার ফোম দিয়ে বানানো লাল এই গোলাপ ফুলটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। আমি আশা করি গ্লিটার ফোম দিয়ে বানানো এই লাল গোলাপ ফুলটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হবো যেকোনো একটা ডাই পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

গ্লিটার দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আর এগুলো তৈরি করতে যেমন ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি আজকে গ্লিটার দিয়ে খুবই চমৎকার একটি গোলাপ ফুল তৈরি করেছেন। ফুল তৈরি করার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

ভাই আপনি একদম ঠিক বলেছেন গ্লিটার ফোম দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস যেমন তৈরি করা যায় তেমনি জিনিসগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ফুলটির ধাপগুলো সহজ এবং সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 months ago 

বাহ্ দারুন তো ভাইয়া। আপনি তো দেখছি গ্লিটার পেপার দিয়ে খুবই সুন্দর একটি গোলাপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গোলাপটি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে গোলাপের প্রতিটি ধাপ তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সু্ন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

গ্লিটার ফোম দিয়ে আমার বানানো লাল গোলাপ ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ফুল তৈরির ধাপগুলো আপনাদের মাঝে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। পরিশেষে এত সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের ফুল টা দেখে। ফুলের পাপড়ি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। পুরো জিনিসটাই খুব সুন্দর করে তৈরি করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

গ্লিটার ফোম দিয়ে আমার বানানো গোলাপ ফুলটি আপনার কাছে ভালো লেগেছে যেনে আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু ডাই প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবশেষে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

আমি যখন এখানে প্রথম নতুন নতুন কাজ করতাম তখন এভাবে একটি গোলাপ ফুল তৈরি করেছিলাম। আপনার আজকের গোলাপ ফুল টি দেখে মনে পড়ে গেল। খুবই সুন্দর ভাবে আপনি গোলাপ ফুলটি তৈরি করেছেন। ফুলটি দেখতে একদম বাস্তবের মত লাগছে পাতা দুটো।এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

গ্লিটার ফোম দিয়ে গোলাপ ফুলটি বানানো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। যদিও আপনিও এরকম একটি ফুল বানিয়ে ছিলেন। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবশেষে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

বৃষ্টির সময় টা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন ভাইয়া। বাহিরে যেতে না পারলেও সময়টা অনেক সুন্দর করে কাজে লাগিয়েছেন। আর খুব সুন্দর ভাবে গোলাপ ফুল তৈরি করেছেন। গ্লিটার ফোম দিয়ে গোলাপ ফুল তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

জি আপু আমি সময়ের সদ্যব্যবহার করেছিলাম মাত্র। আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আপু ফুলটি ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

গ্লিটার পেপার ব্যবহার করে কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর হয়ে থাকে। আর ঠিক তেমনি আপনার তৈরি করা এই গোলাপ ফুলটা অনেক বেশি দারুন হয়েছে। সত্যি কথা বলতে আপনার তৈরি করা গোলাপ ফুল দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সত্যিকারের গোলাপ ফুল হবে। আর আপনি মনে হয় ফটোগ্রাফি করেছেন। কিন্তু পরবর্তীতে দেখি আপনি এটা তৈরি করেছেন। এটা সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে গিয়েছে সুন্দর করে ফটোগ্রাফি করার পর। কেউ চাইলে এই গোলাপ ফুল তৈরি করতে পারবে উপস্থাপনা দেখে।

 3 months ago 

জ্বী আপু আপনি একদম ঠিক বলেছেন গ্লিটার ফোম দিয়ে কোন কিছু বানালে অনেক সুন্দর দেখায়।আমার বানানো গোলাপ ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 months ago 

আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুল তৈরি দেখতে অরিজিনাল গোলাপ ফুলের মতোই লাগতেছে। এধরনের কাজ গুলো সৃজনশীলতা বৃদ্ধি করে। আপনার মাধ্যমে নতুন একটি পোস্ট দেখতে পেলাম ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 3 months ago 

কি দারুণ বানিয়েছেন আপু।গ্লিটার ফোম দিয়ে চমৎকার সুন্দর করে গোলাপ টি।লাল টসটসে গোলাপ ফুলটি দেখতে অরিজিনাল গোলাপের মতোই লাগছে।মনে হচ্ছে গাছ থেকে তুলে আনা হয়েছে মাত্র। ধাপে ধাপে গোলাপ তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

গ্লিটার ফোম দিয়ে আমার বানানো গোলাপ ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো।আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আপু ফুল বানানোর ধাপ গুলো সহজ এবং সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য । পরিশেষে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62151.48
ETH 2421.34
USDT 1.00
SBD 2.57