ফটোগ্রাফি // শীতকালীন সাতটি ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।

in আমার বাংলা ব্লগ4 days ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

Picsart_24-12-18_20-56-09-993.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম শীতকালীন ৭টি ফুল নিয়ে। এখন আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর তারোই ধারাবাহিকতায় আজকে ফটোগ্রাফি পোস্টটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আজকে সকাল থেকেই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। সকল ব্যস্ততা কাটিয়ে দুপুর ২ টায় অফিস ছুটি করে আমি চলে এসেছি সিরাজগঞ্জ নিজ বাসাতে। যদিও আমি সকাল থেকে চেষ্টা করছিলাম ফটোগ্রাফি পোস্টটি আগেই করার জন্য। কিন্তু সময় স্বল্পতার জন্য তা আর হয়ে ওঠেনি। পোস্টটা লিখতে লিখতে সেই রাতই হয়ে গেল। যাইহোক এই ফটোগ্রাফি পোস্টটি সাজানোর পরে আমার কাছে কিন্তুু অনেক ভালো লেগেছিল। আশা করি এই ফটোগ্রাফিগুলো দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক শীতকালীন ৭ টি ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -১

20241208_110344~2.jpg

আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল ডালিয়া ফুলের ফটোগ্রাফি। আর এই ফটোগ্রাফিটা উঠেয়ে ছিলাম ঢাকা ধানমন্ডি নার্সারি থেকে। এমনিতেই ডালিয়া ফুল আমার কাছে খুবই ভালো লাগে। তবে লাল ডালিয়া ফুলগুলো সবচাইতে বেশি ভালো লাগে। আর এই ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফিটা করে রেখেছিলাম। যা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -২

20241218_075704~2.jpg

আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল গাঁদা ফুলের ফটোগ্রাফি। আমি আজকে অফিসে যাওয়ার সময় মিরপুর ১০ এ নার্সারি পাস দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই ফুলটি দেখতে পেয়ে আমার খুব ভালো লেগেছিল। আর সেই ভালোলাগা থেকেই ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৩

20241208_110257~2.jpg

আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। তবে এই সূর্যমুখী ফুলের গাছটা একটু ভিন্ন প্রজাতির। এই গাছগুলো ছোট থাকতেই ফুল ধরে। তো অনেকগুলো গাছের মধ্যে একটি ফুল ফুটেছিল বিধায় আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই ভালোলাগাটা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই ফটোগ্রাফি করে রেখেছিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৪

20241208_110312~2.jpg

আপনার এখন যে ফুলের ফটোকপিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি।এই ফটোগ্রাফিটাও করেছিলাম ধানমন্ডি নার্সারি থেকে । একসাথে বেশ কয়টি চন্দ্রমল্লিকা ফুল থাকার জন্য গাছটি অনেক সুন্দর দেখাচ্ছিল। তাই আর দেরি না করে এই সৌন্দর্যটি ধরে রাখার জন্য চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটাও করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৫

20241208_110402~2.jpg

আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাতসুমোটো ব্লু। আর মাতসুমোটো ব্লু নামটি হচ্ছে একটি বৈজ্ঞানিক নাম। তবে এই ফুলের কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল যার ফলে ফটোগ্রাফি করে রেখেছিলাম। আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৬

20241208_153746~2.jpg

আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জবা ফুলের ফটোগ্রাফি। একটি গাছে মাত্র একটি ফুল ধরেছিল।এর কালার টা এতটাই আকর্ষণীয় হয়ে গিয়েছিল যে আমি ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। তাইতো সাথে সাথে ফটোগ্রাফি করে রেখেছিলাম। যা এখন আপনাদের মাঝে শেয়ার করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৭

20241208_110512~2.jpg

আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটি হচ্ছে একটি ডেইজি ফুলের ফটোগ্রাফি। কিছুদিন আগে আমি ক্লে দিয়ে ডেইজি ফুল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে সত্যি কারের ডেইজি ফুলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
স্যামসাং গ্যালাক্সি এম ৬২

অবশেষে তিন দিনের ছুটিতে বাড়িতে এসে এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা নয় বিশ্বাস করি এই ফুলের ফটোগ্রাফিগুলো দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই, পরবর্তীতে যে কোন একটা নতুন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 3 days ago 

বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম ৷ খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ শীতকালীন ফুলের সৌন্দর্য বেশ চমৎকার ভাবে ফটোগ্রাফিতে ফুটিয়ে তুলেছেন ৷ অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 4 days ago 

শীতকালীন সাতটি ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। শীতকালে ধারণ করা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফির সাথে সুন্দর করে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার মোবাইলে ক্যাপচার করা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফটোগ্রাফি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 4 days ago 

শীতকাল আসলে আমাদের দেশে বিভিন্ন রকম ফুলের দেখা মেলে। অনেকেই নিজের বাসা বাড়িসহ বিভিন্ন স্থান সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে তাকে ফুল দিয়ে। আর এভাবেই দেশটা মুখরিত হয়ে ওঠে ফুলে ফুলে। এ সময়ের ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে ভাইয়া। অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে নিয়ে এসেছেন দেখে আরো ভালো লাগলো।

 4 days ago 

অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন।বিশেষ করে সূর্য মূখি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে শীতকালীন সাতটি ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। সত্যি বলতে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

আপনি শীতকালীন সাতটি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফির মাধ্যমে, একটা সুন্দর অ্যালবাম তৈরি করেছেন এটা দেখে খুব ভালো লাগলো। প্রতিটা ফুলের সৌন্দর্য দেখে আমি একেবারে মুগ্ধ হয়েছি। আমার কাছে আপনার তিন এবং চার নাম্বার ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

 3 days ago 

আসলে শীতকালীন ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। বরাবরের মতো আজকেও চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। ডালিয়া ফুল এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

শীতকালীন বিভিন্ন ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি ভাইয়া। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আর বিভিন্ন রকমের ফুল গুলো দেখেও আরো ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.038
BTC 96590.30
ETH 3333.92
USDT 1.00
SBD 3.16