DIY-(এসো নিজে করি)// গ্লু স্টিক এবং জরির সাহায্যে সুন্দর একটি পাতা তৈরি।।
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট। যা তৈরি করেছিলাম গ্লু স্টিক এবং জরি দিয়ে। আজকে অফিস থেকে ফিরে আসার পর ভাবলাম একটি ডাই পোস্ট তৈরি করি। কিন্তুু আজ কয়েক দিন ধরে অসুস্থতার জন্য বেশি হার্ড লেভেলের ডাই পোস্ট তৈরি করতে ভয় পাচ্ছিলাম। কারণ আমার পায়ের আঙুলে প্রচন্ড ব্যথা ছিল এবং পা নিচ দিকে থাকলে ব্যথাটা বেড়ে যায়। তাই বাসার ছাদে গিয়ে একটি বেগুন গাছের পাতা উঠিয়ে নিয়ে আসলাম। আর সেই বেগুন গাছের পাতার আকৃতি করে আজকের এই ডাই পোস্টটি তৈরি করেছিলাম। এই পাতাটি সাধারণের মতো হলেও দেখতে কিন্তুু ভালই লেগেছিল । আমি আশা করি এই পাতাটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক গ্লু স্টিক এবং জরি দিয়ে কিভাবে আমি সুন্দর এই পাতাটি তৈরি করেছিলাম।
গ্লু স্টিক এবং জরি দিয়ে সুন্দর একটি পাতা কিভাবে তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। গ্লু গান।
২। জরি।
৩। গাম।
৪। বেগুন গাছের পাতা ।
প্রথমে আমি একটি বেগুন গাছের পাতা নিলাম এবং পাতার উপরে সুন্দর একটি কাচঁ দিয়ে দিলাম। যেমনটি আপনারে ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার সামান্য একটু পেট্রোলিয়াম জেলি নিয়ে বেগুন গাছের পাতার সমপরিমাণ কাচেঁর উপর লাগিয়ে দিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার গ্লু গানের সাহায্যে পাতার উপরের শিরা গুলো বরাবর গ্লু দিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার গ্লু গানের সাহায্যে তৈরি করা পাতাটি কাঁচের উপর থেকে উঠিয়ে একটি কেচিঁর সাহায্যে অতিরিক্ত গ্লুগুলো কেটে পরিষ্কার করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার কিছু গাম নিয়ে পাতাটির উভয় পাশে হাত দিয়ে লাগিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
***সর্বশেষ ধাপে এসে কিছু জরি নিয়ে গ্লাসের উপরে রেখে দিলাম এবং গাম দিয়ে মাখানো পাতাটি জরির উপরে দিয়ে দিলাম। তারপর জরিগুলো সরিয়ে পাতাটি পরিষ্কার করে নিলাম। আর এরই মাধ্যমে গ্লু স্টিক এবং জরির সাহায্যের তৈরি পাতাটির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে সিম্পল এর মধ্যে গ্লু স্টিক এবং জরির সাহায্যে সুন্দর এই পাতাটি তৈরি করে, আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই পাতাটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
গ্লু স্টিক এবং জরির সাহায্যে সুন্দর একটি পাতা তৈরি করেছেন যা ভীষণ চমৎকার সুন্দর হয়েছে দেখতে।বরাবরই আপনি সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে থাকেন ও আামাদের সাথে ভাগ করে নেন।আজকে সুন্দর একটি পাতা বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর গ্লু স্টিক এবং জরির সাহায্যে সুন্দর একটি পাতা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পা দ্রুত সেরে যাক এই প্রার্থনা করি। সহজ হলেও হে অসুস্থতা নিয়ে আপনি অপূর্ব সুন্দর আর বানিয়েছেন। একটি পাতার আকৃতিকে কেন্দ্র করে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি এত সুন্দর জিনিস বানিয়েছেন - আইডিয়াটা কিন্তু দারুন।
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার চমৎকার এই দক্ষতা দেখে। সুন্দর দক্ষতার পরিচয় তুলে ধরেছেন আমাদের মাঝে। আসলে আমরা চেষ্টা করলে এভাবে অনেক কিছুই তৈরি করতে পারি যদি সেই দক্ষতা থাকে।
আপনার সুস্থতা কামনা করি। গুলুএবং জরি দিয়ে দারুন একটি পাতা তৈরি করেছেন। পাতাটি দেখতে বেশ সুন্দর লাগলো। একটি সুন্দর পাতা সাহায্য কাজটি সম্পন্ন করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
গ্লু স্টিক এবং জরির সাহায্যে সুন্দর একটি পাতা তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনার ডাই পোস্ট অসাধারণ ছিলো। দেখে শিখে নিলাম।
অসুস্থতার কারণে খুব একটা হার্ড পোস্ট আপনি করতে পারছেন না। দোয়া করি খুব শীঘ্রই সুস্থ হয়ে যান ।আপনি অনেক সুন্দর ভাবে গ্লু স্টিক এবং জরির সাহায্যে সুন্দর একটি পাতা তৈরি করেছেন। যেটা দেখতে আসলেই অনেক অসাধারণ লাগছে। ধন্যবাদ শুভকামনা রইল।
https://x.com/mahfuzur888/status/1858920948797477252?t=6uZkAgyZ8JCUsHL7GmMokA&s=19
বাহ! একদম ভিন্ন ধরনের একটা ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করলেন। প্রথমে খুব সুন্দর ভাবে একটা পাতার স্ট্রাকচার তৈরি করে নিলেন। তারপর গ্লিটার বসিয়ে দিলেন। গ্লিটার বসিয়ে দেওয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ভালো লাগলো আপনার আজকের ডাই পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে।
বাহ আপনার কাছ থেকে তো দারুন আইডিয়া পেলাম। গ্লু স্টিক এবং জরির সাহায্যে সুন্দর একটি পাতা তৈরি করেছেন। আমার কাছে এই পাতা অনেক ভালো লেগেছে। জরি দেওয়াতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। এই ধরনের ইউনিক কাজগুলো দেখতে খুব ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।