আমার বাংলা ব্লগ // মুচমুচে সুস্বাদু চিংড়ি বড়া রেসিপি।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোষ্টটি সাজিয়েছিলাম একটি রেসিপি দিয়ে। যদিও এই রেসিপিটা আমার বেশ কয়েকদিন আগেই করা ছিল। আমার বাবার অসুস্থতা এবং আমার বাবার ইন্তেকালের জন্য বিভিন্ন ব্যস্ততার মাঝে আর পোস্টি করা হয়নি। যাইহোক এই ছোট ছোট চিংড়ি মাছগুলো কিনেছিলাম আমি ঢাকা থেকে যা এসেছিল বেনাপোল থেকে। আমাদের ওদিকে এ ধরনের চিংড়ি কখনো দেখিনি বা পাওয়া যায় না। তাই কনো একদিন সকালে চিংড়ি মাছ গুলো দেখে আমার ওয়াইফকে ফোন দিয়েছিলাম আর আমার ওয়াইফ নিয়ে যেতে বলেছিলো। তাই অন্যান্য মাছের সাথে এই চিংড়ি মাছগুলো নিয়ে গিয়েছিলাম ককশিটে করে। প্রথম প্রথম আমার মনে হয়েছিল অতটা টেস্টি হবে না। কিন্তু তৈরি করতে করতে অর্ধেক শেষ করে দিয়েছিল আমার ছেলে মেয়ে। বাকি অর্ধেক দিয়ে আমি পরিবেশন করেছি। তবে এই মুচমুচে চিংড়ি বড়া গুলো খেতে আমার কাছেও খুবই ভালো লেগেছিল। আমি আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে মুচমুচে চিংড়ি বড়া রেসিপি তৈরি করেছিলাম।
🥗 মুচমুচে সুস্বাদু চিংড়ি বড়া রেসিপি।।
👇প্রয়োজনীয় উপকরণ
উপাদান | পরিমাণ |
---|---|
১) ছোট চিংড়ি মাছ | ৩০০ গ্রাম । |
২) মসুর ডাল | ২৫০ গ্রাম । |
৩) অন্য অন্য মসলা | পরিমাণমতো। |
৪) কাঁচা মরিচ | পরিমাণমতো। |
৫) পেঁয়াজ | পরিমাণমতো। |
৬) লবন | পরিমান মতো। |
৭) সোয়াবিন তেল | পরিমান মতো। |
৮) আদা বাটা | পরিমাণমতো। |
প্রথম ধাপ
প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধোলাই করে একটা প্লেটের ভিতর রেখে দিলাম। যেহেতু বেশ কিছু চিংড়ি নিয়েছিলাম সেহেতু তার ভেতর থেকে ৩০০ গ্রামের মত ব্যবহার করেছিলাম। এবং ২৫০ গ্রামের মতো মসুরের ডাল ভিজিয়ে রেখে ভেলেন্ডারে দিয়ে মিহি করে একটি ছটো প্লেটে রেখে দিলাম। সেই সাথে পেঁয়াজ মরিচগুলো কেটে অন্য আরেকটি প্লেটে রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
দ্বিতীয় ধাপ
এবার ছোট একটি বাটির ভিতর চিংড়ি মাছ এবং ব্যালেন্ডার করা মসুর ডালের ডো ও পেঁয়াজ মরিচগুলো একত্রিত করে নিলাম । যেমনটি আপনারা দেখতে পারছেন।
তৃতীয় ধাপ
তৃতীয় ধাপে এসে বাকি মসলা এবং চাউলের গুড়ো দিয়ে একসাথে ভালোভাবে মেখে ডো তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
চতুর্থ ধাপ
এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে একটি প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ডুবন্ত তেলেও বড়াগুলো ভাঝতে পারেন । তেল হালকা গরম হলে চার আঙ্গুলের সাহায্যে চিংড়ি বড়া তৈরি করে প্যানের ভিতরে দিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
শেষের-ধাপ👇
সর্বশেষ ধাপে এসে বড়াগুলোর এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিয়ে ব্রাউন কালার করে কিচেন টিস্যু মোড়ানো একটি প্লেটে রেখে দিলাম। যেন অতিরিক্ত তেলটা শুষে নেয়। আর এর মাধ্যমেই রেসিপিটা তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
পরিবেশন👇
অবশেষে একটু বিলম্ব করে সুস্বাদু চিংড়ি বড়া রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হবো। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রেসিপি । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
যখন ছোট চিংড়ি মাছের সিজন আসে তখন এই রেসিপি খেতে আমার খুব ভালো লাগে। আমিও এভাবে অনেকবার তৈরি করেছি বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। অনেক সুস্বাদু রেসিপি তৈরি করে শেয়ার করলেন। প্রতিটি ধাপ দেখে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মুচমুচে সুস্বাদু চিংড়ি বড়া রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।আপনার রেসিপির পরিবেশন আমার কাছে দারুন লেগেছে। এত সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এরকম মুচমুচে চিংড়ির বড়া হলে তো তৈরি করতে করতেই অর্ধেক সাবার হয়ে যাওয়ারই কথা। আপনি খুব চমৎকার একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছেন এটা ভীষন লোভনীয় রেসিপি। আমিও মাঝে মাঝে চিংড়ি মাছ এনে এভাবে বড়া তৈরি করে খেতে পছন্দ করি। আপনার ডেকোরেশন বেশ সুন্দর ছিল। অনেক ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।
চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটি মাছ।আজ ভাইয়া আপনি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের বড়া তৈরি করেছেন। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে ভাইয়া আপনি। মজাদার রেসিপিটি তৈরি করে
শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
https://x.com/mahfuzur888/status/1883220218769764406?t=zSfglKq87ek3vlGjvRWJaA&s=19
ছোট চিংড়ি মাছের সাথে মসুরের ডালের কম্বিনেশনে যদি মচমুচে বড়া তৈরি করা যায় তাহলে সেটা খেতে কতটা লোভনীয় তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। আপনি যদি রেসিপির ছবিগুলো দেখেন তাহলেই আপনার লোভ লেগে যাবে, অনেক লোভনীয় ছিল ভাই। মজাদার এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মুচমুচে সুস্বাদু চিংড়ি বড়া রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটি সত্যি অনেক লোভনীয় লাগছে। চিংড়ি মাছ আমার প্রিয় একটি খাবার। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপিটি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার রেসিপিটি লোভনীয় হয়েছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।
যেহেতু আপনার আগে এই চিংড়ি দেখা হয়নি তাহলে নিয়ে গিয়ে ভালো করেছেন নতুন। চিংড়ির স্বাদ পেয়েছেন। এই চিংড়িগুলো খেতে খুবই মজা লাগে। অবশ্য এভাবে কখনো বড়া তৈরি করে খাওয়া হয়নি। দেখেই মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছিল।