ফটোগ্রাফি // ৭ টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম ।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই ব্লগটি সাজিয়েছিলাম কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আজকে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে সেই সাথে পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়েছে। তাই ঝটপট একটি ব্লগ তৈরি করার জন্য ফোনের গ্যালারি খুঁজতে থাকলাম। এবং খুঁজে খুঁজে এই সাতটি ফটোগ্রাফি বের করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করতে বসলাম। এই ফটোগ্রাফিগুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আমার মোবাইলের ক্যামেরা বন্দী করে নিয়েছিলাম। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদানের আগে ফটোগ্রাফির প্রতি এতটা ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তুু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদানের পরে এখন কোথাও কোন কিছু ভালো জিনিস দেখলেই ফটোগ্রাফি করতে মন চায়। তবে আজকে আমার বিশ্বাস এই ফটোগ্রাফি গুলো দেখার পরে আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক আমার মোবাইলে ক্যাপচার করা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এই ফুলটা হচ্ছে কাটা মুকুট ফুল। এই ফুলের ফটোগ্রাফিটা ছাদ বাগান থেকে নেওয়া হয়েছিল বেশ কয়েক দিন আগে। তবে এইবার এই কাটামুকুট গাছের ফুলগুলো সবচাইতে বেশি ফুটেছিল। এবং এর রংটা ছিল খুবই লাল টকটকে। যে কেউ এই ফুলটিকে দেখলে এর আকর্ষণে আকর্ষিত হয়ে যাবে। আমিও এর ব্যতিক্রম হইনি তাই সাথে সাথে ফটোগ্রাফি করে রেখেছিলাম।
আপনারা এখন যে ফলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটি হচ্ছে ডালিম ফলের ফটোগ্রাফি। অনেকে এই ফলটিকে আবার বেদানাও বলে থাকে। এই ফলটির ফটোগ্রাফি করে রেখেছিলাম অনেক দিন আগে। যখন আমি আমার এক চাচার পায়ের অপারেশন করার পরে দেখতে গিয়েছিলাম হাইটেক হসপিটালে। তখন অন্যান্য ফলের সাথে এই ডালিম ফলও নিয়েছিলাম। সেই সাথে এই ফলের ফটোগ্রাফি করে রেখেছিলাম। ।
আপনারা এখন যে ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটি একটি বার্থডে কেকের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটাও বেশ কদিন আগে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল। আমার স্যারের মেয়ের বার্থডেতে আমরা চার বন্ধু মিলে এই ৬ পাউন্ডের কেকটি নিয়েছিলাম সুমিস হট কেক থেকে। তো আমার স্যারের মেয়ের বার্থডের কিছু স্মৃতি ধরে রাখার জন্য কেকের ফটোগ্রাফিটাও করে রেখেছিলাম। যা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
আপনারা এখন যে ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটি হচ্ছে লুপিন ফুল। এই ফুলের ফটোগ্রাফিটা আমি গতকালকে উঠিয়েছিলাম ছাদ বাগান থেকে। এই ফুলটার ঘ্রাণ নেই কিন্তুু দেখতে অসাধারণ। তাই তো দেখতে এই সুন্দর ফুলটাকে ক্যামেরাবন্দি করে নিলাম নীল আকাশকে ব্যাকগ্রাউন্ড করে।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটি হচ্ছে কক্সকম্ব ফুল। তবে এটাকে আমরা মোরগ জবা ফুলও বলে থাকি। দূর থেকে দেখতে এই ফুলগুলো খুবই সুন্দর দেখায় তবে ফুলগুলোর কোন প্রকারের ঘ্রাণ পাওয়া যায় না। তাইতো এই সুন্দর ফুলের ফটোগ্রাফিটা করতেও দেরি করিনি।
আপনারা এখন যে ফলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটি হচ্ছে সাম্মাম ফল। এই ফলটি দেখতে অনেকটা বাঙ্গি ফলের মত। এই ফলের ফটোগ্রাফিটা করেছিলাম আমি ঢাকা মিরপুর ১০ থেকে। তবে এই ফলটি আমি কখনো খাইনি শুধু যে বিক্রি করতে এসেছিলেন উনি বললেন এইটা নাকি অনেকটাই বাঙ্গি ফলের মত তবে অনেক মিষ্টি। যেহেতু ফলটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে সেহেতু ক্যামেরাবন্দি করতে আর দেরি করিনি।
আপনারা এখন যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটাও হচ্ছে একটি কাঠামোকুট ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলের রংটা একটু ভিন্ন। এই ফুলের কালারটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল। যার জন্য এই ফুলেরও ফটোগ্রাফি করে রেখেছিলাম আর সেই ফটোগ্রাফি এখন আপনাদের মাঝে শেয়ার করলাম।
আমার প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ
স্যামসাং গ্যালাক্সি এম ৬২
অবশেষে এই মধ্যরাতে আমার মোবাইলে ক্যাপচার করা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই রেনডম ফটোগ্রাফিগুলো দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই, পরবর্তীতে যে কোন একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1859296429942206893?t=xm_8jgHPM_5OmSBA29Nm1g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে আমি দুটোই খুব পছন্দ করি। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির থেকে ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে দেখতে। চমৎকার সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আপনা ধারণ করা ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। আপনি প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই চমৎকারভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কক্সকম্ব ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ চমৎকার ভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এখন হতে নিয়মিতভাবে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং কমেন্টে স্ক্রিনশট শেয়ার করতে হবে।
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
কাটা মুকুট ফুল যে এরকম লাল টকটকে রংয়ের হয় এটা আমার জানা ছিল না। আমি সাদা এবং গোলাপি রঙের ফুল দেখেছিলাম তবে টকটকে লাল রঙের কাটা মুকুট দেখা হয়নি। ফুল গুলো অনেক সুন্দর। কক্সকম্ব ফুল,লুপিন ফুল এগুলো আগে কখনো দেখিনি। ফুলগুলো খুবই সুন্দর। বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন ফটোগ্রাফি। সাম্মাম ফলও কখনো খাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফিতে নতুন জিনিস গুলো দেখে ভালো লাগলো।
খুবই খুবই সুন্দর সুন্দর সাতটি ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ বর্ণনা করেছেন।
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালো লাগলো। সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। কাঠামোকূট ফুলের ফটোগ্রাফিটি বেশ ভালো লাগলো। এই ফুল আমাদের ছাদে আছে অনেকবার দেখেছি তবে নামটা আপনার পোষ্টের মাধ্যমে জেনে নিলাম। সুন্দর বর্ণনা সহকারে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।।