আমার লেখা কবিতা //বাবা হারানো বেদনা
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের পোস্টটি সাজিয়েছিলাম একটি কবিতা দিয়ে। আসলে আজকের কবিতা লিখতে গিয়ে আমার যেন দুচোখ বয়ে শুধু অশ্রু ঝরছিল । কবিতাটা আমি লিখতে গিয়েও লিখতে পারছিলাম না। ভয়েস রেকর্ডিং করতে গিয়ে কণ্ঠস্বরটা বারবার কেঁপে উঠছিল। যাইহোক গত শনিবারে আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন। আসলে বাবা আমাকে খুবই ভালোবাসতেন। আমি বাবার বড় সন্তান ছিলাম। যার কারণে বাবার প্রথম সন্তান হওয়াতে অন্যরকম একটা ভালোবাসা এবং মায়া ছিল আমার প্রতি।বাবার সাথে সবসময় থাকতাম, আসলে একটি সন্তানের তার বাবার সাথে হাজারো স্মৃতি জড়িয়ে থাকে, আর একজন বাবা তার সন্তানের জন্য হাজারো কষ্ট সহ্য করে।বাবারা বুকের ভিতর হাজারো কষ্ট নিয়ে সন্তানের মুখে হাসি ফোটায়। আর এই বাবারা যখনই বেঁচে থাকে তখন আমরা বুঝতে পারিনা। বাবারা আমাদের জীবনে কত বড় সম্পদ। বাবা হারানোর বেদনা খুবোই কঠিন। আজ আমি বুঝতে পারছি বাবা হারানোর বেদনা কেমন। আমি আসলেই মেনে নিতে পারছি না। তবুও সৃষ্টিকর্তা আমার বাবাকে ওপারে নিয়ে গেছেন। তার কাছে দোয়া করি বাবা যেন ওপারে শান্তিতে ঘুমিয়ে থাকেন।বাবারা হাজারো কষ্ট সহ্য করে সারাটা জীবন পার করে।তাই বাবার আজকে আমার মনের অনুভূতি দিয়েই লেখা এই কবিতাটি।
বাবা তুমি দিয়েছো আমায়,
বটের মত ছায়া।
তাইতো তোমার ছায়া পেয়ে,
বড় হয়েছি আমি এই সমাজের মাঝে।
তোমার দোয়াতে আমি,
বড় হয়েছি সম্মান নিয়ে।
তোমার ভালবাসায় আমার জীবনে,
ভরিয়ে দিয়েছে রঙিন করে।
তুমি ছিলে আমার জীবনের,
সকল আশা ভরসা।
হাজারো কষ্ট নিয়ে তোমার কাছে আসলে,
সান্তনা পেতাম আমি দুহাত ভরে।
তুমি আমায় ভালোবাসা দিয়েছো,
তোমার জীবনের সবটা দিয়ে।
তোমার ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি,
আমার এই জীবন মাঝে।
তুমি ছিলে আমার বটের ছায়া,
তাইতো ছিল না আমার কোন দুঃখ বেদনা।
তোমার ভালোবাসা পেয়ে আমি,
সবসময় হাসতাম আনন্দের সাথে।
তুমি চলে গেলে বহু দূরে।
ফিরে আর আসবে না,
আমার এই জীবনে জুড়ে।
তাইতো দুচোখ বেয়ে আজ অশ্রু শুধুই ঝরে।
তোমার কথা ভেবে আমি,
নিরবে কাঁদতে থাকি একলা মনে।
তোমার কথা মনে হলেই,
দুচোখ বেয়ে তাই জল পরে।
তুমি ছিলে আমার জীবনের বড় সম্পদ,
এই সম্পদ হারিয়ে আমি,
নিঃস্ব হয়েছিল,
তাই গভীর ভাবে।
বাবা তোমার হারানোর বেদনা,,
আমি ভুলতে পারিনা।
কিভাবে চলে গেলে তুমি,
তোমার এই সোনা মানিককে ছেড়ে।
আছো তুমি নিঃসঙ্গ অন্ধকারে,
আমার কথা কি আর তোমার মনে পরে।
তোমার কথা ভেবে আমার,
অশ্রু শুধুই ঝরে।
তোমার কথা মনে হলেই বাবা,
কান্না আসে বুক ভরে।
তোমায় ছাড়া দিন গুলো,
কাটে না যে তাই কোন ভাবে।
তুমি ছিলে আমার খেলার সাথী,
হাঁটতে শিখিয়েছো আমায়,
তোমার হাতটি ধরে।
তোমার কথা মনে হলেই,
শরীরের লোম যে তাই আমার শিউরে ওঠে।
বাবা তুমি চির বিদায় নিয়ে,
চলে গেছো আমাদের মাঝ থেকে।
জানিনা তোমার এই বিদায়টা,
কিভাবে মেনে নেব আমি হাসিমুখে।
তবুও দোয়া করি আমি,
সুখে থাকো ওপারে শান্তিতে।
ঘুমিয়ে থাকো তুমি বাবা,
দোয়া করবে তোমার এই খোকনটাকে।
আমার জীবনের সকল আশা,
তোমাকে হারিয়ে আজ,
নিঃসঙ্গ হয়েছি আমি,
কাঁদতে থাকি তাই আমি নিরবে একা।
বাবা তোমায় খুব ভালোবাসি,
কথাটি বলতে পারিনি তোমার সামনে আমি,
তাইতো তোমার কথা ভাবতে,
আজ দুচোখ বয়ে অশ্রু ঝরে।
তুমি আছো শান্তিতে ঘুমে,
তোমার কথা ভাবি আমি নিরবে।
তোমার ঘুম যে ভাঙবে না আর,
তাইতো দুচোখ বয়ে আজ আমরা অশ্রু ঝরে।
বাবা তুমি আসবেনা আর,
আমাদের মাঝে।
ভালোবেসে ডাকবে না আর,
আয় খোকা খাবো এক সাথে।
বাবা তুমি ঘুমিয়ে আছো,
শান্তিতে নতুন যুগে।
ওখান থেকেই দোয়া করো,
তোমার খোকা যেন থাকে হাসিমুখে।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
এ পৃথিবীতে যার বাবা মা নেই সেই একমাত্র বাবা মা হারানোর যন্ত্রণা বোঝে। আপনারা আজ এই বাবাকে নিয়ে কবিতাটি পড়ে আমি হারিয়ে গিয়েছিলাম বাবার সাথে আমার কাটানো স্মৃতিগুলোতে। প্রতিটি বাবা-মার জন্য দোয়া করি। তারা যেখানেই থাকে যেন ভালো থাকে শান্তিতে থাকে। বাবাকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahfuzur888/status/1882858129324654882?t=n2O-Kqg4VtXIGAJJCT-0Yg&s=19
বাবা হারানোর বেদনা সত্যিই অনেক কঠিন। এই বেদনা কখনোই ভোলা যায় না। আপনার কবিতাটি পড়ে যেন চোখ দিয়ে আমারও অশ্রু ঝরছে। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার মনের অনুভূতিগুলো যেন প্রকাশ করবে।
আপনার বাবার জন্য পরকালীন সফলতা কামনা করছি ভাই। আপনি ঠিকই বলেছেন বাবারা বেঁচে থাকতে আমরা তাদের মূল্য দিতে জানি না। কিন্তু হারিয়ে গেলে তখন ঠিকই বুঝতে পারি। আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যাইহোক বাবা হারানোর বেদনা , কবিতার মাধ্যমে আপনার অনুভূতিগুলিকে ব্যক্ত করার চেষ্টা করেছেন। পুরো কবিতা জুড়ে বাবার প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছে। সর্বশেষ এটাই বলব আপনার বাবা পরকালে সুখে থাকুক ভালো থাকুক।
আপনার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করি, যেন তিনি পরকালে ভালো থাকেন। অনেক খারাপ লেগেছে আপনার আব্বুর মৃত্যুর কথাটা শুনে। আপনার লেখা বাবা হারানো বেদনা কবিতাটা পড়ে আমার সত্যি অন্যরকম লাগলো। দুই চোখে জল চলে এসেছে। খুব সুন্দর করে লিখেছেন এই কবিতাটা।
আসলে বাবা হারানোর যে বেদনা এক মাত্র যার বাবা নেই সেই বুঝে।আসলে আপনার পুরো কবিতা টি পড়ে খুবই ভালো লাগলো। আর পড়তে পড়তে যেনো সেই বাবার কাছে হারিয়ে গেছিলাম। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
প্রথমে আপনার বাবার জন্য দোয়া করি যেন পরকালে ভালো থাকে। আসলে বাবা এমন ছেলে মেয়ের জন্য বড় একটি বৃক্ষ। আর বাবার সাথে ছেলে-মেয়ের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আপনি বাবাকে নিয়ে কবিতা লিখেছেন।বাবা হারানো বেদনা কবিতাটির মধ্যে আপনার হাজার কষ্টের বেদনা তুলে ধরেছেন। বাবাকে নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
বাবা হারানো বেদনা অশেষ, এক অমোঘ শূন্যতা, যা কখনো পূর্ণ হয় না। তার ছায়া, তার হাসি, তার শিক্ষা সব কিছু এক সাথে হারিয়ে যায়। কিন্তু স্মৃতির মণিমুক্তোগুলো প্রতিটি দিন জীবনে রোদ এর মতো ছড়িয়ে থাকে,যা কিছুটা হলেও বেদনাকে সয়ে যাওয়ার শক্তি দেয়। আপনার বাবা কে নিয়ে কবিতা টি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।