DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240905_100505~2.jpg

প্রিয় বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সবার মাঝে আবারো নতুন আরো একটি ডাইপোস্ট নিয়ে হাজির হলাম। আজকের এই পোস্টটিও তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আসলে এই গ্লিটার ফোম সিট দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে কিন্তুু কাজের ব্যস্ততার জন্য বেশ কয়দিন আমি এই ফোম সিট দিয়ে কাজ করতে পারিনি। এমনকি আপনাদের মাঝ থেকে বেশ কয় দিনের জন্য হারিয়ে গিয়েছিলাম। আর এই হারিয়ে যাওয়ার সাথে সাথে অনেক কিছুই কিপ্টো মার্কেট থেকে হারিয়ে ফেলেছি বিশেষ করে আমাদের দাদর $puss কয়েন থেজে অনেক কিছুই পাওয়ার ছিল। কিন্তুু এই হতভাগার কপালে কিছুই জোটেনি। তবে যারা প্রথমেই এই $puss কয়েন কিনেছিলেন তাদের জন্য অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে ফুলটি তৈরি করেছিলাম ।

গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি

20240905_100003~3.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে ঘর সাজানোর জন্য সুন্দর ফুলটি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ

20240905_081551~2.jpg

20240905_081806~2.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৭ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার তিন টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম।এবং এক কোনা থেকে আরেক কোনা বরাবর ঠিক মাঝখান দিয়ে কেটে নিলাম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ

20240905_083942~2.jpg

20240905_090223~2.jpg

এবার গ্লিটার ফোম এর প্রত্যেক টুকরোকেলম্বা কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম । তারপর লম্বা করে ০.৭৫ সেন্টিমিটার করে চার ভাগে ভাগ করে কেচি দিয়ে কেটে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ

20240905_090527~2.jpg

20240905_090717~2.jpg

এবার মাঝের অংশকে নিচ থেকে উপরের দিকে মুড়িয়ে দুই অংশের মাথাকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20240905_090805~2.jpg

20240905_090900~2.jpg

এখানে প্রথম অংশ এবং শেষের অংশে দুই মাথা গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20240905_091035~2.jpg

20240905_091201~2.jpg

এবার তিন জোড়া অংশের মাথা একসাথে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ

20240905_085818~2.jpg

20240905_090159~2.jpg

এখানে চতুর্থ অংশকে মাঝখান দিয়ে ভাজ করে এক কোনা থেকে অতিরিক্ত অংশ কেটে নিলাম।যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20240905_092828~2.jpg

20240905_093109~2.jpg

এবার যে পাশ থেকে অতিরিক্ত অংশ কেটে নিয়েছি সেই পাশে গ্লু গানের সাহায্যে লাগিয়ে ছোট্ট পাপড়ি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ

20240905_094003~2.jpg

20240905_094600~2.jpg

এবার ছয়টি ছোট পাপড়ি এবং ছয়টি বড় পাপড়ি একটির সাথে আরেকটি গ্লু গানের সাহায্যে লাগিয়ে ফুলটি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-

20240905_094829~2.jpg

20240905_094936~2.jpg

এখানে তিন সেন্টিমিটার ব্যাসার্ধের দুই টুকরো গ্লিটার ফোম সিট কেটে আয়রনের সাহায্যে তাপ দিয়ে বাকিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20240905_095041~2.jpg

20240905_095945~2.jpg

সর্বশেষে বাঁকিয়ে নেওয়া গ্লিটার ফোমের টুকরোটি ফুলের উপরে লাগিয়ে দিলাম। এবং সৌন্দর্য্য বৃদ্ধির জন্য কয়েকটি সাদা পুঁথি লাগিয়ে ঘর সাজানো ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240905_100255~2.jpg20240905_100455~3.jpg

20240905_100505~2.jpg

অবশেষে গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর সুন্দর এই ফুলটি তৈরি করে আমার খুবই ভালো লাগছে। আমার আরো বেশি ভালো লাগছে এটা ভেবে যে আমি অনেক ব্যস্ততা কাটিয়ে আপনাদের সাথে আবার কাজ করতে পেরেছি। । যাইহোক আমি আশা করি আপনাদের এই ফুলটি দেখার পরে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন , আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 months ago 

আপনি কিন্তু অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আজকে। বেশ ভালো লাগলো আপনার এই অসাধারণ ফুল তৈরি করতে দেখে। আপনার দারুণ দক্ষতা রয়েছে এই বিষয়ে যা পূর্ব অবগত রয়েছি আমি। অনেক অনেক ভালো লাগলো আপনার আজকের এই ফুল তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত কার্যক্রম দেখে।

 2 months ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

ভাই নিজেকে হতভাগা ভাববার আপাতত দরকার নেই। সৃষ্টিকর্তা চাইলে হয়তো আপনিও প্রথম দিনেই $PUSS কয়েনটি কিনতেন। যাইহোক পরবর্তীতে অবশ্য দাদা আরো কয়েন আনবে সেই অপেক্ষায় থাকেন। গ্লিটার ফোম দিয়ে অনেক চমৎকার ফুল তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 months ago 

জি ভাই আমার সেটাই সান্তনা পরবর্তীতে দেখা যাক দাদা কি কয়েন নিয়ে আসে। যাইহোক অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

গ্লিটার ফোম দিয়ে যে এত সুন্দর কাজ করা যায় তা আপনার কাজ না দেখলে যেন বিশ্বাসই হতো না। অসাধারণ করেছেন ফুলের পাপড়িগুলি। ফোমকে যত্ন করে মুড়ে যেভাবে প্রত্যেকটি পাপড়ি সম হারে তৈরি করেছেন তা সত্যিই এক প্রশংসার দাবি রাখে। আপনার শিল্পকর্ম আমাকে এককথায় মুগ্ধ করে দিল।

 2 months ago 

আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি গ্লিটার ফোম এর সাহায্যে ফুলটি তৈরি করে আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 months ago 

গ্লীটার ফোম ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি বেশ দারুন হয়েছে। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, বেশ ভালো লাগলো ভাইয়া।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা। যাইহোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 months ago 

আসলেই আপনি কিছুদিন গ্যাপ দিয়ে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছেন। @puss টোকেন কেনার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। যদিও এখনো সুযোগ রয়েছে। যাই হোক অনেকদিন পর ফিরে এসে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার গ্লিটার আর্ট পেপারের ফুল গুলো সবসময় সুন্দর হয়। আজকের ফুলটিও খুব ভালো লাগছে দেখতে।

 2 months ago 

জি আপু আপনি একদম ঠিক বলেছেন আমার এই গ্যাপের মাঝখানে অনেক কিছু হারিয়ে ফেলেছি। আসলে সত্যি কথা বলতে কানার কপালে কখনো ধন জুটে না। যাইহোক আপু অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুল দেখতে সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আপনার তৈরি পোস্ট দেখে আমি মুগ্ধ হয়ে অনেক সময় তাকিয়ে ছিলাম। এই ধরনের পোস্টগুলো তৈরি করে যদি ঘরের দেওয়ালে লাগিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

গ্লিটার ফোম সিট ব্যবহার করে ঘর সাজানো ফুলটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো আর এটাই আমার ভুল তৈরি করার সার্থকতা। যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনি এই গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করেন। আজকে তৈরি করা এই ফুল টা দেখে খুবই ভালো লাগলো। এগুলো তৈরি করা অনেকটা ধৈর্যের ব্যাপার। আপনি নিশ্চয়ই অনেক সময় ধরে এই ফুল তৈরি করেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুলটি তৈরি করার সার্থকতা। যাইহোক আপু অনেক সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য চমৎকার ফুল তৈরি করেছেন। এই ধরনের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। এই ধরনের কাজগুলো আমি কখনো করিনি। তবে আপনার পোস্ট দেখে খুবই ভালো লেগেছে। ফুল তৈরির পদ্ধতি ধাপে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

অনেক সুন্দর একটি গোছালো মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69432.76
ETH 2492.61
USDT 1.00
SBD 2.53