টার্গেট ডিসেম্বর সিজন -৫ // নিজের আইডির শক্তি বৃদ্ধিতে আজকের পাওয়ার আপ।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের পোস্টটি সাজিয়েছিলাম পাওয়ার আপ নিয়ে। গত বেশ কিছুদিন ধরেই মাঝে মাঝে একটিভ থাকি মাঝে মাঝে ইনঅ্যাক্টিভ থাকি কারণ বেশ কিছুদিন ধরেই মনের ভিতর অস্থিরতা কাজ করছিল। তাই সমস্ত অস্থিরতা এক পাশে রেখে আবার নিয়মিতভাবে একটিভ থাকতে মনস্থির করে ফেললাম। আর তারোই ধারাবাহিকতায় আজকে মাত্র ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে সিজন ৫ এ অংশগ্রহণ করলাম। গত সিজন ৪ এ লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার স্টিম পাওয়ার আপ করা । আর সেই লক্ষমাত্রা অর্জন করতে পেরেছিলাম সিজন ৫ এ এসে দ্বিতীয় সপ্তাহে। তবে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে আমি সদা সচেষ্ট থাকছি। তবে এবার সিজন ৫ এ টার্গেট ফিক্সড করেছি ৩০ হাজার স্টিম পাওয়ার আপ নিয়ে। আর পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখে যেভাবেই হোক আমি আমার লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ।
টার্গেট ডিসেম্বর সিজন -৫ এ যে ভাবে পাওয়ার আপ করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ২৮.৭১৮, পাওয়ার আপ স্টিম ছিল ২০,৩৮৮.৩০০ এখুন আমি যেভাবে স্টিমকে পাওয়ার আপ করবো।
এরপর আমি স্টিমিটের ড্রপডাউন বাটনে চাপ দিবো।তারপর পাওয়ার আপ বাটনটি নির্বাচন করবো।
এখানে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট ১০ স্টিম বসিয়ে দিবো। এবং পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।
কনফার্মেশন আরেকটি মেসেজ আসবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি ওকে বাটনে ক্লিক করে প্রাইভেট একটিভ কি দিয়ে সাইন ইন করে নিবো। এবং পাওয়ার আপ এর কার্যক্রম সম্পন্ন করে নিবো।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিকুইড স্টিম কমে গিয়েছে এবং এস পি বৃদ্ধি পেয়েছে। আর এভাবেই আমি পাওয়ার আপ এর ধাপ গুলো সম্পূর্ণ্য করে নিলাম।
পাওয়ার আপ এর পরিমান
পূর্বে এসপি ছিল | ২০.৩৮৮.৩০০ স্টিম |
---|---|
পাওয়ার আপ | ১০ স্টিম |
বর্তমান এসপি | ২০,৩৯৮.৩০১ স্টিম |
অবশেষে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি এবং সিজন ৫ এ ৩০ হাজার স্টিম পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়ে, পাওয়ার আপ পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি দ্রুতই আমার পরবর্তী লক্ষে পৌঁছাতে পারি। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটা নতুন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।🙏 💪🙏
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1892970605789466626?t=gFHpv-o7c5fhSQmtZNBhNw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ত্রিশ হাজার স্টিম পাওয়ার টার্গেট নিয়ে আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। আজ আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আর আপের এই ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
পাওয়ার আপ করার মাধ্যমে আপনার একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা বৃদ্ধি। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল।
টার্গেট ডিসেম্বর সিজন - ৫ এ ভাইয়া আপনি ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে ২০,৩৯৮.৩০১ এসপি তে পৌঁছে গেছেন দেখে বেশ ভালো লাগলো। ক্রমাগত নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ করেছেন ভাইয়া আপনি। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে ইনশাআল্লাহ দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমার কাছে আপনার আজকের করা ১০ স্টিম পাওয়ার আপ দেখেই তো অনেক ভালো লেগেছে। আমাদের সবার উচিত প্রতিনিয়ত এভাবে পাওয়ার আপ করা। আপনি আপনার সক্ষমতা আরো অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন পাওয়ার আপ করার ফলে।
আজকে আপনি আমাদের মাঝে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের সকলের উচিত পাওয়ার আপ করা। যে যত বেশি পাওয়ার আপ করবে তত বেশি বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।
আমরা প্রত্যেকেই জানি পাওয়ার আপ আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদী কাজ করার জন্য পাওয়া আপ আমাদের জন্য জরুরী। আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন তার জন্য আপনাকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। এভাবে পাওয়ার আপ অব্যাহত রেখে আপনার শক্তি বৃদ্ধি করতে থাকুন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান।