🦢আমার বাংলা ব্লগ //🦆🍲সুস্বাদু হাঁসের মাংস ভুনা রেসিপি 🍲By @mahfuzur888🦢 [১০% লাজুক খ্যাঁকের জন্য]
আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি @mahfuzur888,বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমি রান্না করতে খুবই ভালোবাসি। চাকরির ক্ষেত্রে অনেক সময় নিজেকেই রান্না করে খেতে হয়। তাই রান্নাটা আমি আগে থেকেই খুবই ভাল করে শিখে নিয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি করা সুস্বাদু দেশি হাঁসের মাংসের ভুনা রেসিপি তৈরি করেছি।
🍲সুস্বাদু হাঁসের মাংস ভুনা রেসিপি
দেশি হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে। আমি হাঁসের মাংস অনেক পছন্দ করি। বিশেষ করে দেশি হাঁসের মাংস গুলো খেতে খুবই ভালো লাগে। তাই আমি মাঝেমধ্যেই দেশি হাঁসের মাংস রান্না করে খাই।
👇প্রয়োজনীয় উপকরণ🦆
উপাদান | পরিমাণ |
---|---|
১) দেশি হাঁসের মাংস | ১২০০ গ্রাম। |
২) পেঁয়াজ কুচি | ১০ টি। |
৩) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
৪) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
৫) জিরা বাটা | পরিমানমতো। |
৬) রসুন বাটা | পরিমানমতো। |
৭) আদা বাটা | পরিমানমতো। |
৮) মসলা বাটা | পরিমানমতো। |
৯) লবণ | পরিমানমতো। |
১০)সয়াবিন তেল | ২৫০ গ্রাম। |
১২)কাঁচা মরিচ | ১২টি। |
১৩)আলু | ২০০ গ্রাম। |
সকল উপকরণ গুলো নিয়ে আমি মজাদার সুস্বাদু দেশি হাঁসের মাংস ভুনা রেসিপি শুরু করে দিলাম।
ধাপ👇১
সুস্বাদু হাঁসের মাংস রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি হাঁসের মাংস গুলো সুন্দর করে ধুয়ে নিলাম।
ধাপ👇২
তার পরে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কুচি এবং কাঁচা মরিচ দিয়ে নিলাম।
ধাপ👇৩
পিঁয়াজ ভাজির মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে নিলাম।
ধাপ👇৪
পেঁয়াজ ভাজির মধ্যে পরিমাণমতো পানি দিয়ে একটু ঝল করে নিলাম।
ধাপ👇৫
হাঁসের মাংস ভুনা সুস্বাদু করতে আমি কিছু আলু সুন্দর করে কেটে ধুয়ে নিলাম।
ধাপ👇৬
পিঁয়াজ ভাজির ঝলের মধ্যে আলু পিস গুলো দিয়ে দিলাম।
ধাপ👇৭
মরিচের গুড়া হলুদের গুড়ার ঝলের মধ্যে আমি হাঁসির মাংসগুলো সুন্দর করে দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ👇৮
হাঁসের মাংস গুলো সুন্দর করে মাখিয়ে দিয়েনআমি ভালোভাবে জ্বাল দিতে লাগলাম।
🦆👇শেষের ধাপ👇🦆
অবশেষে আমার সুস্বাদু প্রিয় হাঁসের মাংস রেসিপি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের দিকে এসে পৌঁছাতে পারে আমার খুবই ভালো লাগছে। হাঁসের মাংস ভুনা খেতে আমার খুবই ভালো লাগে। তাই শেষের ধাপে এসে অনেক ভালো লাগছে।
🦢👇উপস্থাপন👇🦢
আমার প্রিয় সুস্বাদু হাঁসের মাংস ভুনা রেসিপি সাথে একটি ছবি উঠে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার এই হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের রেসিপি।
সুস্বাদু প্রিয় হাঁসের মাংসের ভুনা রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে।আমার হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে দেশি হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে। তাই আমি হাঁসের মাংস রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | 🦆🍲সুস্বাদু হাঁসের মাংস ভুনা রেসিপি। |
ক্যামেরা.মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
সত্যি ভাই অসাধারন একটি রেসিপি শেয়ার করেছেন। সত্যি দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। হাঁসের মাংস ভুনা দেখেই মুখে জল চলে আসলো। দেখে খুব খেতে ইচ্ছা করছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার হাঁসের মাংস ভুনা রেসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল শুভকামনা।
আমার সম্পুর্ন্য পোষ্ট ধর্য্যসহকারে পরে সুন্দর কমেন্টস এর জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার হাঁসের মাংস ভুনা রেসিপি টি খুবই সুস্বাদু হয়েছে ।দেখেই বোঝা যাচ্ছে তরকারির কালারটি চমৎকার হয়েছে ।দেখেই খেতে ইচ্ছে করছে ।আমার কাছে আপনার রেসিপিটি খুবই ভালো লেগেছে ।খুবই মজা করে রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার এত সুন্দর কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ।
আপনার রেসিপিটি আমার কাছে সুন্দর লেগেছে। সবকিছু খুব সুন্দর এবং গুছিয়ে লিখেছেন যা সত্যিই খুব ভাল লাগলো। আর আপনাকে ধন্যবাদ এতো সুন্দর করে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্যে।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হাঁসের মাংস খেতে আমার খুবই ভালো লাগে।আপনি চমৎকারভাবে এটি রান্না করেছেন এবন্দ দেখতেও লোভনীয় লাগছে।ধাপে ধাপে রান্না করার পদ্ধতিও খুবই সুন্দর ছিল।ধন্যবাদ ভাইয়া সুস্বাদু এই রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।শুভকামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হাঁসের মাংস আমার খুবই পছন্দের। আপনার রান্না করা হাঁসের মাংস টি খুবই লোভনীয় লাগছে। মন চাচ্ছে এখনি খেয়ে ফেলি।আপনি খুব যত্নসহকারে হাঁসের মাংস রান্না করেছেন দেখেই বুঝা যাচ্ছে।রান্না করার প্রতিটি ধাপ আপনি বর্ণনা সহকরে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
শীতের মৌসুমে হাঁসের মাংস প্রত্যেকেরই বেশি বেশি করে খাওয়া হয় ।আপনার হাঁসের মাংসের ভুনা রেসিপি সত্যিই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। যেটা বেশি ভালো লেগেছে হাঁসের মাংসের ভুনা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক ভাল কমেন্টস করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
বাহ কি দারুন চেহারা হয়েছে আপনার হাঁসের মাংসর। দেখেতো মনে হচ্ছে চালের রুটি দিয়ে খেতে খুব মজা লাগবে। মাংস ভুনা খেতে সবারই ভালো লাগে আপনার মাংস দেখে তো আমার জিভে পানি চলে আসলো। খুব সুন্দর ভাবে আপনি রেসিপিটা শেয়ার করেছেন আপনার রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে আর ঝাল খাবার আমার অনেক মজা লাগে।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দেশি হাঁসের মাংস মান--মজাদার খাবার। সুস্বাদু দেশি হাঁসের মাংসের ভুনা আমারও খুবই পছন্দ। আপনি খুবই সুন্দরভাবে হাঁসের মাংসের রেসিপি তৈরি করেছেন। এই রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে। আপনার উপস্থাপন খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হাঁসের মাংসের কথা শুনলেই জিভে জল চলে আসে। অনেকদিন হলো হাঁসের মাংস খাওয়া হয়না। আগে যখন বাড়িতে থাকা হতো তখন মাঝে মাঝেই আম্মু রান্না করতেন। আপনারই রেসিপি পোস্টটি দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।
অসাধারণ হয়েছে রেসিপিটি এবং আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর বর্ণনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শীতকাল আসলেই হাঁসের মাংস খাওয়ার একটি হিড়িক পড়ে যায় সবার মধ্যে। শীতকালে নাকি হাঁসের মাংস অনেক বেশি মজাদার হয়। আপনার আজকের হাঁসের মাংস দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। দেখেই লোভ লেগে যাচ্ছে। এত লোভনীয় হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে রান্নার পদ্ধতি গুলো উপস্থাপন করেছেন দেখেই বোঝা যাচ্ছে যে হাঁসের মাংস কতটা সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত মজাদার ভাবে হাঁসের মাংস তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।