DIY-🍇এসো নিজে করি//🏵️ হস্তশিল্প☀️🍓🍇 পুঁতি ও সুতা দিয়ে আঙ্গুর ফল তৈরি🍇🍓@mahfuzur888//♥[১০% @shy-fox]💝

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম/আদাব 🤝

আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি @mahfuzur888,বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

পুঁতি ও সুতা দিয়ে নানা রকমের হস্তশিল্প তৈরি করা যায়। আমি এই পুঁতি ও সুতার সাহায্যে হস্তশিল্প বানানো শিখিয়ে ছিলাম ক্যান্টনমেন্টে আমার বন্ধুদের কাছে থেকে। আমি বাংলাদেশের সেনাবাহিনীর একজন সৈনিক।সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে অনেকেই নানা কাজের দক্ষতা রয়েছে। আমার বন্ধুদের এই হস্তশিল্প কাজের দক্ষতা ছিল। তাই আমি অবসর সময়ে এই হস্তশিল্প বানানো বন্ধুদের কাছে শিখেছি।

  • আজকে আমি আপনাদের মাঝে পুঁতি ও সুতা দিয়ে আঙ্গুর ফল তৈরির হস্ত শিল্পটি উপস্থাপন করছি, আশা করিছি আপনাদের ভালো লেগবে।

পুঁতি ও সুতা দিয়ে হস্তশিল্প তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি প্রতিদিনই চেষ্টা করি অবসর সময় পেলেই এই পুঁতি ও সুতা দিয়ে নানা রকমের হস্তশিল্প তৈরি করতে। এই হস্তশিল্প তৈরি করা একদম সোজা, প্রথমে একটু কঠিন মনে হয়, কিন্তু যখন তৈরি করা শেখা হয়ে যায়। তখন এটি খুবই সহজ লাগে।

পুঁতি ও সুতা দিয়ে আঙ্গুর ফল তৈরি🍇👇

GridArt_20220105_230347640.jpg

পুঁতি ও সুতা দিয়ে আমি নানা রকমের হস্তশিল্প তৈরি করতে ভালোবাসি, আমি অবসর সময়ে পেলে হস্তশিল্প তৈরি করি। তাই আজকে আমি আপনাদের মাঝে পুঁতি ও সুতা দিয়ে আঙ্গুর ফল তৈরি হস্তশিল্পটি উপস্থাপন করছি।

এই আঙ্গুর ফল তৈরি করা একদম সহজ, এটি তৈরি করতে আমার দুই ঘন্টা সময় লেগেছে।

প্রয়োজনীয় উপকরণ🍇👇

GridArt_20220105_230442586.jpg

প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে আমি আঙ্গুর ফল তৈরি করা শুরু করে দিলাম।

১)লাল পুঁতি।
২)সাদা সুতা।
৩)কাপড়ে ফুলের পাতা।
৪)পুঁতি রাখার পাত্র।
৫)সবুজ পুঁতি।

তো চলুন শুরু করা যাক👇

ধাপ ১👇🍇

IMG_20220105_223721.jpg

আঙ্গুর ফল তৈরি করার জন্য প্রথমে প্রয়োজনীয় উপকরণ এই পুঁতি গুলো একটি পাত্রে নিয়ে নিলাম।

ধাপ ২👇🍇

IMG_20220105_223953.jpg

তারপরে প্লাস্টিকের সুতার এর মধ্যে আমি আঙ্গুর ফল তৈরি করার জন্য তিনটি বড় বড় পুঁতি দিয়ে শক্ত করে গেরো দিয়ে নিলাম।

ধাপ ৩👇🍇

IMG_20220105_223848.jpg

এভাবে আঙ্গুর ফল তৈরি করার জন্য, তিনটি করে পুঁতি দিয়ে একটি করে গেরো দিয়ে নিলাম।

ধাপ ৪👇🍇

IMG_20220105_223909.jpg

তারপরে পুঁতিগুলো আমি নিচের দিকে নামিয়ে দিলাম।

ধাপ ৫👇🍇

IMG_20220105_223900.jpg

তারপরে আস্তে আস্তে আমি পুঁতিগুলো দিয়ে শক্ত করে গেরো দিয়ে আঙ্গুর ফলটি বড় করে নিলাম।

ধাপ ৬👇🍇

IMG_20220105_223840.jpg

এভাবে আমি পুঁতিগুলো সুতার মধ্যে জোড়া দিয়ে দিয়ে আঙ্গুর ফলটি বড় করে নিয়েছি।

ধাপ ৭👇🍇

IMG_20220105_223830.jpg

পুঁতিগুলো জোড়া দিয়ে দিয়ে এটি আমি আরো বড় করে নিয়েছি।

ধাপ ৮👇🍇

IMG_20220105_230156.jpg

অবশেষে আঙ্গুর ফল দিয়ে তৈরি করা হয়ে গেছে। এখন আমি আঙ্গুর ফলের উপরে পাতা লাগাবো।

শেষের ধাপ👇🍇

SAVE_20220105_193607.jpg

আঙ্গুর ফল তৈরির শেষের ধাপে এসে পৌঁছেছি, শেষের ধাপে এসে পৌঁছাতে পারে আমার খুবই ভালো লাগছে।তারপরে আমি আঙ্গুর ফলের উপরে কাপড়ের পাতাটি সুন্দর করে লাগিয়ে নিলাম।

উপস্থাপন 👇🍇

GridArt_20220105_230635575.jpg

পুঁতি ও সুতা দিয়ে সুন্দর এই হস্তশিল্পটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি এর আগেও অনেকগুলো ফল তৈরি করেছি, আজকে এই আঙ্গুর ফল তৈরি করতে আমার বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে সুন্দর এই আঙ্গুর ফল তৈরি করতে পেরেছি,এজন্য আমার খুবই ভালো লাগছে, তাই এই আঙ্গুর ফলের সাথে একটি ছবি ওঠে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই হস্তশিল্পটি আপনাদের ভালো লেগেছে।আমি পরবর্তীতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর হস্তশিল্প নিয়ে হাজির হবো। সবাই সুস্থ এবং ভাল থাকবেন।

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণহস্তশিল্প☀️🍇 পুঁতি ও সুতা দিয়ে আঙ্গুর ফল তৈরি🍇
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖🌹

Sort:  
 3 years ago (edited)

আপনার পুঁতি দিয়ে আঙ্গুর ফল তৈরি চমৎকার হয়েছে। একেবারে সত্যিকারের আঙ্গুরের মত লাগছে দেখতে। আপনি একটি ইউনিক ডাই আমাদের সামনে হাজির করেছেন। ধন্যবাদ আপনাকে পুঁতি দিয়ে এত সুন্দর একটি আঙ্গুর তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু দোয়া করবেন যেন আর ভাল কিছু আপনাদের উপহার দিতে পারি।আপনার সুন্দর পরামর্শ এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি সেনাবাহিনীর একজন সৈনিক হয়ে এত সময় কোথায় পান। এতো সুন্দর সুন্দর জিনিস আপনি বানান আমার কাছে খুবই ভালো লাগে ।পুঁতি দিয়ে আপনার বানানো জিনিসগুলো সত্যিই অসাধারণ হয়। আজকের বানানো আঙ্গুর ফল গুলো দেখে মনে হচ্ছে সত্যিই আঙ্গুর।আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

জি আপু এখুন সময়টা কষ্ট করার এখুন কস্ট করলে বেশি বয়সে একটু সস্তিতে থাকতে পারব। আর এই আশায় শত ব্যাস্ততার মাঝেও একটু একটু সময় বাহির করতে হয়। আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে ভাইয়া। পুতি দিয়ে আঙ্গুর ফল তৈরি করেছেন কিন্তু মনে হচ্ছে সত্যিই আঙ্গুর ফল। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

জি ভাইয়া আমি যেন সুন্দর ভাবে আর হস্ত শিল্প আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি।আপনার সুন্দর কমেন্টস এর জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনিতো দেখছি পুতি দিয়ে হস্তশিল্প তৈরিতে একজন এক্সপার্ট মানুষ। আপনার পোষ্টের উপস্থাপনাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এভাবেই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের সাথে শেয়ার করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া দোয়া করবেন আমি যেন এইভাবে আর সুন্দর সুন্দর পোস্ট তৈরি করতে পারি।এত সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53699.14
ETH 2213.00
USDT 1.00
SBD 2.28