আমার বাংলা ব্লগ // খাসির মাংস রান্নার রেসিপি।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোষ্টটি সাজিয়েছিলাম একটি রেসিপি দিয়ে। যে রেসিপিটা তৈরি করেছিলাম খাসির মাংস দিয়ে। যদিও রেসিপিটা বেশ কয়েকদিন আগেই করা ছিল। আমার বাবা যখন প্রথম অসুস্থ হয়েছিলেন। তখন আমার বাবাকে দেখার জন্য আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন।যেহেতু আমার শ্বশুর একজন হার্টের রোগী তার হার্টে রিং পরানো আছে তাই তার জন্য অন্যান্য মাংসের পরিবর্তে খাসির মাংসই নিয়ে এসেছিলাম। যদিও তখন ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছিল তারপরেও ভাবলাম যেহেতু খাসির মাংস নিয়ে এসেছি রেসিপিটা করেই রাখি। যেই ভাবা সেই কাজ তখন রেসিপিটা করে রেখেছিলাম আজ আপনাদের মাঝে শেয়ার করছি। তবে রান্না করার পরে রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল। আমি আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি খাসির মাংসগুলো রান্না করেছিলাম।
🥗 খাসির মাংস রান্নার রেসিপি।।
👇প্রয়োজনীয় উপকরণ
উপাদান | পরিমাণ |
---|---|
১) খাসির মাংস | ১০০০ গ্রাম । |
২) আলু | ৩০০ গ্রাম । |
৩) অন্য অন্য মসলা | পরিমাণমতো। |
৪) কাঁচা মরিচ | পরিমাণমতো। |
৫) পেঁয়াজ | পরিমাণমতো। |
৬) লবন | পরিমান মতো। |
৭) সোয়াবিন তেল | পরিমান মতো। |
৮) আদা বাটা | পরিমাণমতো। |
প্রথম ধাপ
প্রথমে খাসির মাংসগুলো ধুয়ে একটি প্লেটে রেখে দিলাম। সেই সাথে পেঁয়াজ মরিচ আলু গুলো কেটে ভিন্ন ভিন্ন প্লেটে রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
দ্বিতীয় ধাপ
এবার চুলা লো আচেঁ রেখে একটি প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে তেল হালকা গরম হলে তার ভিতরে পেঁয়াজ মরিচ এবং মসলা দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। । যেমনটি আপনারা দেখতে পারছেন।
তৃতীয় ধাপ
এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে কষানো মসলার ভিতর মাংসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট জ্বাল করে নিলাম। এবং মাংস থেকে পানিগুলো বের হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম।
চতুর্থ ধাপ
এবার কষানো মাংসের ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং আগে থেকে করে রাখা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম।
শেষের-ধাপ👇
সর্বশেষ ধাপে এসে ঢাকনা উঠিয়ে মাংসের টেস্ট চেক করে সামান্য জিরার গুড়া ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এর মাধ্যমেই রেসিপিটা তৈরীর শেষের ধাপে এসে পৌছাইলাম।
পরিবেশন👇
অবশেষে একটু দেরিতে হলেও এই মধ্যরাতে খাসির মাংস রান্নার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রেসিপি । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahfuzur888/status/1885408500047896634?t=lkNLh6OioI8PteWKru97Jw&s=19
আপনার শ্বশুর হার্টের রোগী সেজন্য আপনি খাসির মাংস নিয়ে নিয়েছেন আলোতে অনেক সুন্দর ভাবে খাসির মাংস রান্না করেছেন দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে খেতে ।ধন্যবাদ লোভনীয় খাবার আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খাসির মাংস রান্নার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। খাসির মাংসের রেসিপি সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সকাল সকাল এত লোভনীয় রেসিপি দেখে যেন কোনভাবেই লোভ সামলাতে পারছি না।
খাসির মাংস রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে একদম সহজ পদ্ধতি অবলম্বন করে খাসির মাংস রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
খাসির মাংস কিন্তু খুব সহজে খাওয়া হয় না। তবে আজকে আপনার করা রেসিপি দেখে আমার তো বেশ খাসির মাংস রান্না করে খেতে মনে চাইছে। আপনি কিন্তু দারুন সুন্দর করে রেসিপির পুরো বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।