ফটোগ্রাফি //আমের স্টলে ভ্রমণ ও কিছু সুন্দর আমের ফটোগ্রাফি।।

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবারো নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। গতকালকে বিকেলে আমি ঢাকা নীলক্ষেতে গিয়েছিলাম আমার মেয়ের কিছু বই ক্রয়ের জন্য। তো আমি বই ক্রয় করে নিয়ে আসার সময় কলাবাগানে রাস্তার পাশে অনেক বড় আমের একটি স্টল দেখতে পেলাম। সাথে সাথে আমি স্কুটি থামিয়ে আমের স্টলটি ঘুরে ঘুরে দেখলাম এবং কিছু ফটোগ্রাফি করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই স্টলে সামান্য কিছু আম সাজিয়ে রেখেছে এবং পিছনে রয়েছে এদের অনেক বড় আমের আরত। আম সিজোনাল ফল হিসেবে আমার পছন্দনীয় একটি ফল। এই স্টলে অনেক সুন্দর সুন্দর আম দেখতে পেলাম তবে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চাইতে এই জায়গায় দামটা একটু বেশি। তারপরেও যেহেতু আম আমার পছন্দনীয় একটি ফল। সেজন্য ১ কেজি ক্ষীরসাবাত ২ কেজি আমরুপালি আম কিনে নিলাম। যাইহোক আমের এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আশা করি ফটোগ্রাফিগুলো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেয়া যাক আমের ফটোগ্রাফিগুলো।

ফটোগ্রাফি -১

20240629_163456~2.jpg

20240629_163501~2.jpg

আমের স্টলে ঢুকে প্রথমেই আমি এই ব্যানানা ম্যাংগো আম গুলো দেখতে পেলাম। যদিও আমরা বাঙালি তারপরেও এই আমের নাম রেখেছে ইংরেজি নামের সাথে মিল রেখে। এই আমগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। এবং আকৃতিটা অনেকটাই কলার মত লম্বা। আর এই আমগুলো বাকি সবার মতই আমার কাছেও অনেক সুন্দর লেগেছিল।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -২

20240629_163243~2.jpg

20240629_163205~2.jpg

এখন যে আমের ফটোগ্রাফি গুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে বউ সুন্দরী আম। এই আমগুলো আমিও প্রথম দেখলাম। তবে আমগুলো দেখতে আসলে অনেক সুন্দর একদম লাল টকটকে। এই বউ সুন্দরী আমগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। তবে এই আমের স্বাদটা আমার জানা নেই কাজেই পছন্দ হওয়া শর্তেও এই আমটি আমি ক্রয় করিনি। এই আমের স্বাদটা যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৩

20240629_163322~2.jpg

20240629_163327~2.jpg

এখন যে আমের ফটোগ্রাফি গুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে ল্যাংড়া আম। এই আমগুলোর ঘ্রাণ অনেক সুন্দর ছিল। আকার টা ছিল মাঝারি আকৃতির গোলাকার।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৪

20240629_163340~2.jpg

20240629_163353~2.jpg

এখন যে আমের ফটোগ্রাফি গুলো দেখতে পারছেন এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। এই হাড়িভাঙ্গা আম রাজশাহীতে অনেক প্রচলিত একটি আম। এই আমগুলো আকৃতিতে অনেক বড় সাইজের হয় আর এজন্যই এই আমটি হাড়িভাঙ্গা নাম রাখা হয়েছিল।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৫

20240629_163418~2.jpg

20240629_163424~2.jpg

তারপর আমি দেখতে পেলাম আমার খুবই পছন্দনীয় একটি আম ক্ষীরসাবাত। এই আমটি খেতে অনেক সুস্বাদু হয়।আমের ভিতরের আটিটাও হয় অনেক চিকন। এবং কোন প্রকারের আঁশ ছাড়া । যাইহোক এই আমটি আমি এক কেজি নিয়েছিলাম খাওয়ার জন্য।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৬

20240629_163219~2.jpg

20240629_163225~2.jpg

তারপরেই আমি দেখতে পেলাম রাজশাহীর আরেকটি বিখ্যাত আম চোসা আম। এই আম টি যদিও আমি খাইনি তারপরেও আমি শুনেছি অনেকের মুখে যে এই আমটি অনেক ভালো। তবে আম গুলো দেখতে অনেক সুন্দর ছিল।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি -৭

20240629_163041~2.jpg

20240629_163046~2.jpg

এখন যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো হচ্ছে আমরুপালি আম।এই আমটি আমার পছন্দনীয় একটি আম। এই আমগুলো আমি চুষে খেতে খুব পছন্দ করি।এবং প্রচুর পরিমাণে মিষ্টি এই আমগুলো। তাই দামটা একটু বেশি হওয়া সত্ত্বেও এই আমগুলো ২ কেজি নিয়েছিলাম খাওয়ার জন্য। আশা করি এই আমটিও আপনাদের সবার পছন্দনীয় একটি আম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
স্যামসাং গ্যালাক্সি এম ৬২

কলাবাগানের আমের স্টলের আমগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে।এত সুন্দর সুন্দর আম একসাথে দেখতে পেয়ে অনেক সুন্দর ভালো একটা সময় পার করেছি। তাই গত কাল আমের স্টলের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। আর সেই ফটোগ্রাফি গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আমের কালার গুলো দেখেই তো লোভ লেগে গেলো।এত সুন্দর সুন্দর আমের ফটোগ্রাফি করছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি মনোমুগ্ধকর হয়েছে। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 20 hours ago 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন ওরা এত সুন্দর ভাবে আমগুলো সাজিয়ে রেখেছে যা আমি অনেক সময় নিয়ে দেখেছি এবং কালার গুলো ছিল অনেক সুন্দর দেখার মত। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 days ago 

আজ আমের স্টলে ঘুরে অনেকগুলো সুন্দর সুন্দর আমের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন। আমার ফটোগ্রাফির আমের কালার গুলো দেখে অনেক ভালো লাগছে। সাথে সাথে লোভ ও হচ্ছে খেতে। তবে আমের ছবিগুলো দেখছিলাম। আর আমার পছন্দের আম খুঁজছিলাম। অবশেষে দেখতে পেলাম আম রুপালি। আমি এগুলোর মধ্যে সবথেকে আম রুপালিটা অনেক পছন্দ করি।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 20 hours ago 

আমের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আপনার পছন্দের সাথে আমার পছন্দের অনেকটাই মিল রয়েছে। এই সবগুলো আমের মধ্যে আমার কাছে আমরুপালি আম সবচাইতে মিষ্টি এবং সুস্বাদু লাগে। যাইহোক সবশেষে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 days ago 

এই দারুণ আমের দোকান দেখে আপনি সেখানে দাঁড়িয়ে ছিলেন আর এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। এই ধরনের দোকানগুলো থেকে বেশ ভালো ফল কিনতে পাওয়া যায়। আর আম গুলো খেতেও অনেক ভালো লাগে। দারুন হয়েছে আপনার রেসিপি।

 20 hours ago 

জি আপু আপনি একদম ঠিক বলেছেন এই দোকানগুলোর আম অনেক ফ্রেশ এবং ফরমালিনমুক্ত ছিল। যার কারনে এদের কেনাবেচা হয় অনেক ভালো। যাই হোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 days ago 

ব্যানানা ম্যাংগো এবং বউ সুন্দরী এই আমের নাম গুলো আগে কখনো শুনিনি। তবে নামের সাথে আমগুলোর চেহারার মিল রয়েছে। বউ সুন্দরী আমগুলো দেখতে খুবই সুন্দর। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি আমের স্টোল থেকে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 20 hours ago 

জি আপু আপনার মত আমিও বউ সুন্দরী আম আগে কখনো দেখিনি এবং নামও শুনিনি। এই আমের স্টলে যাওয়ার জন্যই এই বউ সুন্দরী আমটা দেখতে পেলাম। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎস দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমি বিভিন্ন আমের দাম জানতে পারলাম এবং বিভিন্ন আমের সাথে পরিচিত হতে পেরে বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল।কিন্তু দাম যেমনই হোক ন্যাংড়া আম খেতে কিন্তু বেশ ভালই লাগে আমার কাছে।ধন্যবাদ অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাইজান।

 19 hours ago 

জি ভাই ন্যাংড়া আম আমি আগে আর কখনো খাইনি এজন্য ওটার স্বাদটাও বুঝিনি তবে আপনি যখন এর স্বাদ ভালো বলেছেন । সেই জন্য ন্যাংড়া আমটি খাব এবং এর স্বাদ উপভোগ করবো। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 days ago 

আপনি আমের স্টলে ঘুরে ঘুরে খুব সুন্দর ভাবে আমগুলোর ফটোগ্রাফি করেছেন। আপনার আমের ফটোগ্রাফি দেখে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর আম দেখে একটু লোভ হচ্ছে। আপনার ফটোগ্রাফির মধ্যে সবগুলো আম আমার পরিচিত। তবে বউ সুন্দরী আম এর নাম কখনো শুনিনি। আপনার পোষ্টের মাধ্যমে শুনলাম এবং দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর আমের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 19 hours ago 

আমার তোলা আমের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আপনার মত আমিও আগে বউ সুন্দরী আমের নাম শুনিনি এবং আমও দেখিনি। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 days ago 

আমের স্টলে ভ্রমণ ও কিছু সুন্দর আমের ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর একটি জায়গায় ভ্রমণ করেছেন এবং বিভিন্ন রকমের আমের ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে বিভিন্ন রকমের আম সম্পর্কে জানতে পারলাম।

 6 hours ago (edited)

আপনি একদম ঠিক বলেছেন ভাই আমের স্টলে ঘুরে আমার খুব ভালো লেগেছিল। এখানে এসে নতুন নতুন কিছু আমের সাথে পরিচিত হয়েছে। এবং এই অপরিচিত আমগুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে আমার অনেক ভালো লেগেছে। যাই হোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 yesterday 

আম খেতে আমার ভীষণ ভালো লাগে। আম আমার খুবই পছন্দের একটি ফল। আপনি আমের স্টলে ভ্রমণ করেছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি আমের স্টলে গিয়ে বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছিলেন। আমের দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন।যা দেখে বেশ লোভ লেগে গেল।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 hours ago (edited)

জি আপু আপনি একদম ঠিক বলেছেন আমি আমের স্টলে গিয়ে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। এবং নতুন নতুন কিছু আমের সাথে পরিচিত হয়েছি। আর নতুন আমের সাথে আপনাদেরকে পরিচিত করানোর জন্যই আমি ফটোগ্রাফি গুলো করেছিলাম। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59965.71
ETH 3286.33
USDT 1.00
SBD 2.36