এ কথা আমিও বলি এখন তো চারদিকে নিরাপদ সবজির বেশ অভাব। সব সবজির মধ্যেই বেশ ভেজালে ভরা। আপনি এমন দারুন একটি পোস্ট করেছেন যে যেখান থেকে আমরা সবাই টুকটাক কিছু শিখতে পারবো। যাই হোক জানিনা আদৌ কখনও টাটকা আর ভেজাল মুক্ত সবজি আর খাওয়া হবে কিনা। ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।