অন্যের কাছ থেকে ট্রিট পেতে সবারি ভালো লাগে আপু। তবে আমাকে কেউ ট্রিট দেয় না আপু। আজ আপনার ট্রিট পাওয়ার অনুভূতিটা দেখে খুব আফসোস হচ্ছে হিহিহি। তবে আমি মনে করি হঠাৎ এমন ট্রিট পেলে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। রাস্তায় বের হলে এই রকম দূরঘটানা দেখলে আমার খুব ভয় লাগে। যাইহোক গরমে রাস্তায় বসে থাকার চেষে রেস্টুডেন্টে ভালোই ছিলেন। অনেক ভালো থাকবেন আপু।
রাস্তাঘাটে দুর্ঘটনা দেখলে সত্যিই অনেক খারাপ লাগে আপু। আপনি আমাদের এলাকায় চলে আসুন আপনাকে ট্রিট আমিই দিবো।😅 ধন্যবাদ আপু।