এত চমৎকার এই ডাই টি করতে আমার হলে সাথে আরও পাচঁ+পাঁচ ঘণ্টার মতো সময় লাগতো। যাইহোক খুবই সুন্দর হয়েছে আপনার ফুলসহ খাঁচা তৈরি।আমি আপনার সাথে একমত বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোরে। তাই পাখিগুলো আকাশেই মানায় খাঁচায় নয়। আপনার খাঁচাটি এমনিতেই অনেক অপূর্ব লাগছে।ফুল আর পাতাগুলো কিন্তু খুবই অসাধারণ হয়েছে।
আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।