স্ব-রচিত কবিতা-প্রেমে নাকি ভারী মজা

in আমার বাংলা ব্লগ22 hours ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

Growth (4).png

প্রেম এক একজনের কাছে এক এক রকমের । কেউ বলে প্রেমে মজা, আবার কেউ বলে প্রেমে কষ্ট। সতি বলেতে প্রেম যে কি সেটা বুঝে উঠা কারও পক্ষেই সম্ভব নয়। আর আমি বা প্রেমের স্বাদ বুঝবো কি করে। জীবনে তো ভাই প্রেম কি চোখেই দেখিনি। তবে আশে পাশে হাজারও প্রেমিক পুরুষ নাকি দেখেছি যাদের হৃদয় জুড়ে রয়েছে প্রেমের সুবাস। আর প্রেমের বেদনা। আর চারদিকের এমন সব প্রেম দেখে কেন জানি আজ আপনাদের জন্য একটি কবিতা শেয়ার করে মনে চাইলো। তাই শেয়ার করে দিলাম একটি প্রেমের কবিতা।

স্ব-রচিত কবিতা
প্রেমে নাকি ভারী মজা

লেখা- মাহফুজা নীলা

সবাই বলে প্রেমে মজা,
মনের নাকি লাগে দোলা,
আমি বলি প্রেম কিরে ভাই,
প্রেম তো আমি আজও দেখিনি।।

প্রেমে নাকি পরে যারা,
নতুন ভবন দেখে তারা,
প্রেমে পড়ে সবাই এখন,
নতুন নতুন কবি বনে।।

প্রেমের মজা তারাই বুঝে,
যারা একবার প্রেমে পরে,
সকাল বিকাল ডেটিং করে,
ক্লান্ত দেহে বাড়ী ফিরে।।

আসলো নাতো কেউ জীবনে,
সময় গেল প্রেম বিহনে,
প্রেমের মিষ্টি সুবাস পেতে,
হৃদয় মাঝে কোকিল ডাকে।।

প্রেমের সুবাস পেতাম যেদিন,
হতাম আমি রানী সেদিন,
উড়ে উড়ে যেতাম তখন,
মেলে দিতাম হৃদয়ের পেখম।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 22 hours ago 

image.png

 21 hours ago 

প্রেমে পড়া এবং তার অনুভূতি নিয়ে বেশ সুন্দর মজার একটি কবিতা লিখে ফেলেছেন তো। আসলে প্রেম জিনিসটাই বড় অদ্ভুত। যে যেভাবে নেয় সে সেই ভাবে তার অনুভূতি ব্যক্ত করে। তবে আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনে একবার করে প্রেম আসা উচিত। না হলে কোথাও যেন সবকিছু অসম্পূর্ণ থেকে যায়। তবে আপনার কবিতাটি পড়ে বেশ মজা পেয়েছি। কারণ সেখানে অনেক রকম মজার অনুভূতি আপনি কবিতার মাধ্যমে শেয়ার করেছেন।

 19 hours ago 

বেশ মজার একটি কবিতা শেয়ার করেছেন। সত্যি প্রেমের অনুভূতি সেটার বর্ণনা কেউ সঠিকভাবে দিতে পারেনা। কারো কাছে প্রেম মানে যন্ত্রনা কারো কাছে প্রেম মানে সুখের যাতনা।প্রেম সবার জীবনেই আসে। কারোর জীবনে একটু তাড়াতাড়ি আবার কারো জীবনে একটু দেরি করে আসে। জীবনে সবারই প্রেমের স্বাদ গ্রহণ করার আবশ্যকতা রয়েছে। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আপু। প্রেম নিয়ে লেখা মজার কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 18 hours ago 

আসলে ভাই প্রেমের মজা যে কতটা মজা তা যারা প্রেম করে তারাই বুঝতে পারে। কেননা যারা প্রেম করে তারাই বুঝতে পারে প্রেমের সাজা কতটা বেশি। যাইহোক প্রেম নিয়ে আপনি খুব সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। আর কথায় আছে, দিল্লিকা লাড্ডু খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন।

 9 hours ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। প্রেমে নাকি ভারী মজা কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96469.68
ETH 2711.99
SBD 0.65