ভ্রমণ পোস্ট- সুবর্ণগ্রাম ঘুরতে যাওয়ার দশম পর্ব
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। অতি সপ্তাহের মত আজও আমি একটি ভ্রমণ পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ভ্রমণ পোস্ট দেখে আসি কেমন হয়েছে। আজ আমার ভ্রমণ পোস্টের বিষয় হলো সুবর্ণগ্রাম ঘুরতে যাওয়ার দশম পর্ব।

হ্যাঁ আমার প্রিয় সহযাত্রী এপার ওপার বাংলার সকল বন্ধুগন। আজ আবার ও আমার ভ্রমণ পোস্টের আরো একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নতুন কোন ভ্রমণের পোস্ট নিয়ে নয় পুরনো জায়গায় ভ্রমণের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আগে পুরনো জায়গাগুলো এক এক করে পর্ব শেষ করব। তাই সুবর্ণগ্রামে ঘুরতে যাওয়ার আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। তবে এই পর্বটি আর বেশি বাড়াবো না। আরো দুয়েক পর্ব করে এবং পোস্টের ইতি টানবো। কারণ এত সুন্দর সুন্দর ফটো আর ভিডিও মোবাইলে জমা হয়ে গেছে তা কখন ডিলিট হয়ে যায় বা মোবাইল হ্যাং হয়ে যায় তাই ভাবছি। যাইহোক এরপর থেকে আপনাদের মাঝে সব পোস্টগুলো আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। গত পর্বে আমরা সুবর্ণগ্রামের সাফারিপার্ক প্রবেশ করতে পেরেছিলাম। আর এ বিষয়ে অষ্টম পর্বটি শেষ করেছিলাম আজ হচ্ছে এর দশম পর্ব।
আসলে সুবর্ণগ্রাম ঘুরতে গিয়ে এতটাই ভাল লেগেছিল যে আপনারা কেউ না গেলে শুধু আমার এই ভ্রমণ পোস্টটি দেখে বুঝতে পারবেন না। পুরোটা সুবর্ণগ্রাম জুড়ে অনেক কিছু দেখার রয়েছে। যা প্রতিটা মানুষের হৃদয়কে অনেক আকৃষ্ট করে তুলবে। এখানে যেমন সুন্দর সুবর্ণগ্রাম জুড়ে পুরোটা লেখ সেরকম সুন্দর চারিদিকের প্রকৃতি। ছোটরা যেরকম এখানে ঘুরে অনেক আনন্দ পাবে। ঠিক সেইভাবে বড়োরাও সবাই এখানে অনেক কিছু উপভোগ করতে পারবে। আমি কিন্তু এখানে ঘুরে অনেক আনন্দ উপভোগ করতে পেরেছি। এখানে সাফারিপার্কে একদম একটি প্রকৃত গ্রামের বা চিড়িয়াখানার মত অনেক কিছু রয়েছে। এখানে চিড়িয়াখানার মত অনেক প্রাণী রয়েছে যা শিশুরা দেখে অনেক পছন্দ করে আবার পাশাপাশি দেখা যাচ্ছে গ্রাম গঞ্জের মত এখানে বাড়ি ঘর দুয়ারও কিছু রয়েছে যা দর্শনার্থীরা দেখে ভালো উপভোগ করতে পারে তার পাশাপাশি কিছু হরিণ কিছু হাঁস ও গবাদি পশুও রয়েছে যা দেখে পুরো বুঝা যাবে যে আমরা একটি প্রকৃতির ঘেরা গ্রামে ঘুরতে এসেছি।




এরপর আমরা গাড়ি দিয়ে পুরো সুবর্ণগ্রাম এর ভেতরে সাফারি পার্কে ঘুরছি আর তার পাশাপাশি সাফারি পার্কের পশুপাখির সৌন্দর্য দেখছিলাম আর ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করছিলাম। আমি একসাথে দুটোই কিছুক্ষণ ভিডিওগ্রাফি ও কিছুক্ষণ ফটোগ্রাফি করছিলাম। আমি যখন ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করছিলাম তখন সাফারি পার্কের চারিদিকে প্রকৃতির সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম পাশাপাশি অসাধারণ কিছু পশুপাখি সেখানে এমন ভাবে রাখা আছে যেন মনে হচ্ছে যেন সত্যি আমরা কোন গ্রামে ঘুরতে গেছি আর এই গ্রামে হাঁস গরু বিভিন্ন পশু পাখি পালন করে। আসলে মাঝে মাঝে আমাদের এরকম গ্রামের প্রকৃতি মাঝে ঘুরে আসা প্রয়োজন এতে করে আমাদের সাথে গ্রামের প্রকৃতির ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। এরপর কতগুলো হাঁস🦆 দেখে ভীষণ ভালো লাগলো। দেখে মনে হচ্ছিল যেন সত্যি কোন গ্রামে কোন বাড়িতে এ হাঁস গুলো দেখছি হয়তোবা সাফারি পার্কের ভেতরে কোন মানুষজন বসবাস করে আর আর এ পশুপাখি গুলো খামার করে।


এরপর যখন আরো সামনের দিকে যেতে থাকলাম তখন আরো পশু পাখি দেখতে পেলাম। আর পশুপাখি ও সাফারি পার্কের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ একটি আওয়াজ হল ভয় পেয়ে গিয়েছিলাম তাই ফটোগ্রাফার ভিডিওগ্রাফি করা বন্ধ করে দিলাম হঠাৎ দেখতে পেলাম আমাদের সাথে গাড়িতে থাকা দর্শনার্থী ছবি বা ভিডিও করতে করতে একজন ঠাস করে গাড়ির মধ্যে পড়ে গেছে। জাক তাকে সবাই ধরাধরি করে টেনে উঠালাম। আসলে এমন আনন্দের মুহূর্তে কেউ হঠাৎ করে একটু ব্যথা পেল তখন সবার মনটা খারাপ হয়ে গেল। যদিও বলেছে সে ব্যথা পায়নি তারপরেও যেভাবে পড়েছে বুঝা গিয়েছে কিছুটা হলেও ব্যথা পেয়েছে। মাঝে মাঝে এমন দুর্ঘটনা আমাদের সবার সাথে ঘুরতে পারে অবশ্য গাড়িটাও অনেক স্পিডে চালাচ্ছিল কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই। আর ওই মানুষটিও হয়তো ব্যালেন্স ঠিক রাখতে পারেনি। যাইহোক এরপর গাড়িতে একটু স্লো চালাচ্ছিল। তখন আমরা সামনের দিকে যেতে থাকলাম যেতে যেতে দেখলাম সাফারি পার্কের পথ অনেকটা শেষ হয়ে আসছে।



আর যখন সাফারি পার্ক শেষ হয়ে আমাদের গন্তব্যে থেকে যাচ্ছিল তখন সাফারি পার্কের শেষের দিকে আরো কিছু প্রাণী দেখতে পেলাম আর এই প্রাণী সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমি কিন্তু অনেক পছন্দ করি সেই ছোটবেলা থেকে হরিণের অনেক নাম শুনতে শুনতে ও বইয়ের মধ্যে দেখতে দেখতে অনেক পছন্দ করতাম কিন্তু কখনো দেখিনি চিড়িয়াখানায় নাকি হরিণ দেখতে পাওয়া যায় কিন্তু চিড়িয়াখানায় কখনো যাওয়া হয়নি। তাই সাফারি পার্কে হরিণ দেখতে পেয়ে অনেক ভালো লেগেছিল মনে হচ্ছিল গাড়িটা যদি একটু থামাতো আর হরিণগুলো যদি আরো একটু স্পষ্ট দেখা যেত তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণগুলো দেখতাম। আসলে গাড়ি দিয়ে সাফারি পার্ক ভ্রমণ করতে করতে যেভাবে পেরেছি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেছি। কিন্তু আমার মনে হয় যদি সাফাই পার্ক হেঁটে হেঁটে ভ্রমন করতে পারতাম তাহলে আরো ভালো কিছু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে নিতে পারতাম।


যাইহোক এরপর আমাদের সাফারি পার্ক পূরণ করার শেষ হলে দেখতে পেলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার অন্ধকার নেমে আসছে এরপর হেঁটে হেঁটে বাড়িতে আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম মাঝে দেখলাম কিছু সন্ধ্যার আলোতে সুবর্ণগ্রাম দেখতে অনেকটা দারুন লাগছে তাই দাঁড়িয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম যা পরবর্তী পড়বে আপনাদের মাঝে শেয়ার করব আজ তাহলে আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার সুবর্ণ গ্রামের ভ্রমণ পোস্ট এর পর্বটি এখানে শেষ করছি।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।



https://x.com/mahfuzanila94/status/1894447128854024619
গাড়ি দিয়ে সাফারি পার্কে ঘুরে ঘুরে বেশ ভালোই ফটোগ্রাফি করেছেন। সুবর্ণগ্রাম রিসোর্টে ঘুরতে গেলেও,সাফারি পার্কের অংশে প্রবেশ করা হয়নি আমার। তবে ইচ্ছে আছে আবারও সেখানে যাবো এবং সাফারি পার্কেও ঢুকবো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দেখতে দেখতে আপনার ভ্রমণ করার দশটি পর্ব শেষ হয়ে গেল। সুবর্ণ গ্রামের সৌন্দর্য প্রতিটা পর্বের মাধ্যমে খুব সুন্দরভাবে শেয়ার করছেন। আজকে দশম পর্বটা পড়ে ভালো লেগেছে। এভাবে আশা করি সবগুলো পর্ব শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করে নেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি সবসময়ই এই সুবর্ণগ্রাম ভ্রমনের পর্বগুলো আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও এর দশম পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো৷ এর মধ্য দিয়ে আপনার কাছ থেকে আরো সুন্দর কিছু বিষয় সম্পর্কে দেখতে পারলাম৷ এখানে আরো অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারলাম৷ ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷