স্ব-রচিত কবিতা-বাবা

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

Growth (1).png

মাঝে মাঝে মানুষের মনে এমন কিছু দুঃখ বাসা বাধেঁ যে দুঃখের কথা কাউকে বুঝিয়ে বলা যায় না। সে দঃখ শুধু নিজের মাঝে রয়ে যায়। আর জমাট বাধাঁ কষ্টগুলো হৃদয়টাকে কুঁড়ে কুঁড়ে খায়। তবুও মানুষ বেচেঁ থাকে অভিনয় করে। আর মানুষের ভিতরের সেই হাহাকার এক সময় বিষাদ আকার ধারন করে। এমন কিছু দুঃখ ভ্রাক্রান্ত ভরা মানুষের কথা যখন আজ মনে হলো তখন কেন জানি এই কবিতার লাইন গুলো বার বার মনে বেজে উঠলো। তাই তো ভাবলাম ভাবনার কথা গুলো কে কবিতায় রূপ দিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার ভাবনার কথা গুলো কে রূপ দেওয়া কবিতাটি বেশ ভালো লাগবে।

বাবা এক ভালোবাসার নাম। যার বাবা নেই সেই কেবল বুঝে বাবা হারানোর কষ্ট। বাবার মত করে এমন ভালো বাসা দেওয়ার মত পৃথিব’তে কাউকেউ পাওয়া যায় না। বাবা নিজের না খেয়ে আমাদের জন্য খাবার এনে দেয়। আমাদের অনেক চাহিদাই বাবা পূরণে করে দেয় অকপটে। বাবা ছাড়া পৃথিবী অন্ধকার। বাবার মত করে পৃথিবীতে কেউ ভালোবাসা দিতে পারে না। নিজের যত চাহিদা কেবল মন খুলে বাবার কাছেই প্রকাশ করা যায়। তাই তো আমরা সবাই বাবা কে এত এত ভালোবাসি। আর সে কারনেই আজ চেষ্টা করলাম বাবা কে নিয়ে একটি কবিতা শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
বাবা

লেখা- মাহফুজা নীলা

বাবা ছিল মাথার ছায়া,
বাবা ছিল রাজা
বাবার জন্য মনের মাঝে
আমার অনেক মায়া।।

কতশত আদর দিয়ে,
বাবা আমার গেছে চলে,
মনের মাঝে হাজার ব্যথা,
বাবার জন্য চোখে কান্না।।

বাবা যখন আদর করে,
বুকের মাঝে নিতো টেনে,
বাবার আদর পেয়ে তখন,
বুকটা আমার যেত ভরে।।

বাবার মত হয় না কেহ
বাবাই হলো সেরা
বাবার ছায়া সারাটিক্ষন
বাড়ায় যেন মায়া।।

যখন ভাবী বাবা তো নেই
হারিয়ে গেছে দূরে
তখন যে বুকের মাঝে
রক্ত হাজার ঝড়ে।।

বাবা ছিল বাবার মত,
কেউ হবে না তারই মত,
দোয়া করি ঐ পারেতে,
বাবা তুমি থেকো সুখে।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 3 days ago (edited)

image.png

 3 days ago 

আরে বাবা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে যেনে আমারও অনেক ভালো লাগলো।

 3 days ago 

কাল রাতে আব্বুকে স্বপ্নে দেখলাম।সকাল থেকে মনটা বিষন্ন ছিল।এরপর আপনার বাবা নিয়ে কবিতা পড়ে মনটা ব্যথায় ভরে উঠলো।সত্যি বাবার মতো আপন কেউ নেই।আপনি খুব সুন্দরভাবে কবিতাটি লিখে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 days ago 

কবিতার মাধ্যমে আপনার মনে কষ্ট দিয়েছি বলে দুঃখ প্রকাশ করছি। আপনার বাবাও যেখানেই থাকুক ভালো থাকুক এই দোয়া করি।

 3 days ago 

কবিতার উপরে বাবাকে নিয়ে লেখা কথা গুলি একদম যথেষ্ট সঠিক বলেছেন। আসলে যার বাবা নেই কেবলমাত্র সেই জানে বাবা না থাকার বেদনা। যাইহোক বাবাকে কেন্দ্র করে চমৎকার একটি কবিতা লিখেছেন। যেখানে একজন সন্তানের মনের অনুভূতি ফুটে উঠেছে। চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

আপনাকেও অনেক ধন্যবাদ। আমার কবিতা নিয়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 days ago 

আমার কাছে মনে হয় যে বাবা হল আমাদের জীবনে বট বৃক্ষের মতো। আপনি দারুন ভাবে বাবাকে নিয়ে ছন্দ আকারে একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। বাবাকে নিয়ে প্রত্যেকটি কথা একদম সত্য কথা। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

আসলে বাবা আমাদের বটবৃক্ষ। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 days ago 

আসলে বাবার মতোন এই পৃথিবীতে আর কেউ হয় না। বাবা হচ্ছে আমাদের মরুভূমিতে একমাত্র বট বৃক্ষের ছায়া । বাবা হচ্ছে ভালোবাসার শেষ ঠিকানা নির্ভরতার শেষ আশ্রয়স্থল। বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন কবিতার ছন্দে বাবাকে নিয়ে। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে আপু।

 2 days ago 

হ্যাঁ ভাইয়া বাবা হচ্ছে আমাদের মাথার ছায়া আর আশ্রয়স্থল। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 days ago 

আজকে আপনি বাবাকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার বাবা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে বাবা এমন একজন মানুষ যার কথা বলে শেষ করা যাবে না। তবে এটি ঠিক বাবা একটি ভালবাসার নাম। যে ভালোবাসা আদর কখনো শেষ হয় না। ধন্যবাদ সুন্দর বাসা দিয়ে বাবাকে নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 yesterday 

ভাবনার কথাগুলো কবিতার রূপ দিয়ে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। যে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ।ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 23 hours ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.035
BTC 96831.27
ETH 2633.73
USDT 1.00
SBD 3.02