"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| আমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ12 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ কি কি ফুল নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিলাম ও আমার ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে দেখে আসি।

বন্ধুরা এ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আমার আজকের ব্লগটি হলো শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে। গত সপ্তাহ হ্যাংআউট এ শুনেছিলাম ফুলের ফটোগ্রাফির প্রতিযোগিতা দিয়েছে। আমি তখনই ভেবেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করব । কারণ ফুলের প্রতি আমার একটু অন্য রকমের লোভ আছে। কিন্তু আমার মাথায় ছিল না এই প্রতিযোগিতাটির কথা। গতকাল হঠাৎ আমার আপু সকালের দিকে মনে করিয়ে দিল। বলল আপুও অংশগ্রহণ করবে। তাই ভেবে নিলাম আমরা দুজনে ফুলের ফটোগ্রাফি করতে যাব। কোথায় যাব ভাবছিলাম। হঠাৎ ভাইয়া বলল ভাইয়ার পরিচিত জায়গা আছে সেখানে নিয়ে যাবে। আমরা সিদ্ধান্ত নিলাম দুপুরে খাবার পরে রওনা দিব। যদিও যেতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল তারপরও গিয়ে যখন ফুলের ফটোগ্রাফি গুলো করছিলাম এবং ফুল গুলো দেখে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই মুগ্ধ হওয়া সব ফুলের ফটোগ্রাফি নিয়েই হাজির হয়ে গেলাম প্রতিযোগিতার জন্য।

image.png

📸 ফটোগ্রাফি- ১ :

প্রথমে আমি যে ফটোগ্রাফিটি দিয়ে শুরু করছি এটা হল ফুলের রানী গোলাপ। আর রানী ছাড়া কি ফুলের ফটোগ্রাফি চলে বলেন তো? কারণ পুরো রাজ্য চালানোর দায়ভার রাজার পাশাপাশি কিন্তু রানীরও থাকে। ফুলের কথা বর্ণনা দিতে গেলে প্রথমেই আসে গোলাপের কথা। গোলাপ একেকরকম নয় গোলাপের হাজারো জাতি হাজারো কালার ও হাজারো ডিজাইন রয়েছে। সকল ফুলের মধ্যে আমার কিন্তু গোলাপ ফুল ভীষণ পছন্দ। তাই লাল টুকটুক গোলাপটির সৌন্দর্য দেখে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। দৌড়ে গেলাম মনের মধ্যে ক্যাপচার করে রাখতে। আর গিয়ে দেখি গোলাপের মাঝে কুয়াশা ভেজা পানি রয়ে গেছে। এতে করে গোলাপটি দেখতে যেন আরো অফুরন্ত সুন্দর লাগছে।

1000027856.jpg

image.png

image.png

📸 ফটোগ্রাফি- ২ :

গোলাপ হলো গোলাপের পরিবারের এক প্রকারের বহুবর্ষজী উদ্ভিদ। আর গোলাপ অনেক প্রজাতি ও জাতির মধ্যে আমার আজকের এই গোলাপি 🌹 ফুলটি তার সৌন্দর্য্য দিয়ে আপনাদের মন কেড়ে নিবে। প্রতিটি গোলাপের সুবাস মানুষের মনকে শান্ত করে। আর এই গোলাপ ফুলটি দেখে আমার ভীষণ ভালো লেগেছ। তবে এই পিঙ্ক গোলাপটি কৃতজ্ঞতা ও স্নেহের প্রতীক। এই ফুলটি দিয়ে আপনি সবাইকে ধন্যবাদ জানিয়ে উপহার দিতে পারবেন। পাশাপাশি এটি সুন্দর কিছু মিষ্টি অনুভূতি ও ভালো বন্ধুত্বের পরিচয় ও দেবে। তাছাড়াও গোলাপ সব জায়গায় সব কাজেই সব অনুষ্ঠানে ব্যবহার করা যায়। বিয়ে বাড়ির জন্মদিন এবং যেকোন উৎসবে গোলাপের তোড়া করে সাজালে যেন সৌন্দর্য্য ভরে ওঠে। আরও বিভিন্ন রকমের গোলাপের গাছ লাগিয়ে একটি বাগানকে রঙিন ও আকর্ষণীয় করে তোলা যায়।

1000027855.jpg

image.png

📸 ফটোগ্রাফি- ৩ :

এবার আমি যে ফুলের ফটোগ্রাফিটি করেছি এই ফুলটিও আমাদের সবার অনেক পছন্দের ফুল। আর এই ফুলটি অনেক কালারও হয়ে থাকে। লাল হলুদ কমলা এমনকি সাদাও। আর এ ফুলটি শুনেছি ঔষধি হিসেবেও কাজ করে। যেমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি লাল জবা ফুল যদি আপনারা বেটে তেলের সাথে মিশিয়ে চুলে ব্যবহার করেন তাহলে আপনাদের চুল কিন্তু সিল্কিও ঝরঝরে থাকবে। এই জবা ফুল লাল কালারটা প্রথম আমি দেখেছি তবে এই কালারটিও কিন্তু জবা ফুলের সবগুলো কালারের চেয়ে কম সুন্দর নয়।

1000027825.jpg

image.png

📸 ফটোগ্রাফি - ৪ :

এবার যে ফুলটির ফটোগ্রাফি আপনাদের সামনে আমি হাজির করেছি এই ফুলটি আমাদের সবার অনেক পরিচিত। আর এই ফুলটি শীতকালে বেশি দেখা যায়। আর ফুলটি হচ্ছে গাঁদা ফুল। প্রতিটি গাছে গাছে এর হলুদ রঙ ছেয়ে শোভা ভরিয়ে দেয় চারিপাশ জনগণের মনে। প্রকৃতি চারিদিকে যেন হলুদে হলুদে হেসে ভোরে ওঠে। আবার দেখা যায় এই ফুলটি পুজো বিয়ের অনুষ্ঠান পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন এমনকি বিভিন্ন উৎসব আনন্দে যেন এর শোভা বয়ে যায়। পাশাপাশি বাসা বাড়ি অফিস আদালতে বা স্কুল কলেজে এই গাছটি যখন লাগানো হয় তখন চারিপাশ যেন দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়াও এই গাছটি একটি ঔষধি গাছ হিসেবেও কাজ করে। যেমন ত্বকের থেকে শুরু করে পেটের সমস্যায় দূর করতে এর অনেক ভূমিকা রয়েছে।

()

📸 ফটোগ্রাফি - ৫:

এবার এই ফুলটি দেখেও আমি মুগ্ধ হয়ে গেছি। এ ফুলটির অবশ্য আমি নাম জানতাম না। তবে আমার কাছে অনেক ভালো লাগতো যখন এই ফুলটি ফটোগ্রাফি করতে গেছি তখন সেখানকার দায়িত্বে থাকা ভাইয়াকে জিজ্ঞেস করলাম। ভাইয়া এই ফুলটির নাম কি? ভাইয়া বলল কি বলেন আপা এত পরিচিত নামটা আপনি জানেন না হিহিহি। তা আমি বললাম জানি হয়তো মামা মনে পড়ছে না😕। তখন মামা বলল এটি হচ্ছে চন্দ্রমল্লিকা। আর আমিও তখনই হেসে বলে ফেললাম হ্যাঁ হ্যাঁ এটা তো আমি চিনি মনে পড়েছে এতক্ষণ মাথায় আসছিল না। যাইহোক এই ফুলটিল কিন্তু অনেক কালার রয়েছে। আমার কাছে কিন্তু বেগুনি কালার ফুলগুলো অনেক ভালো লাগে। আর এই ফুলটি ও আমায় মনকে অনেক আকৃষ্ট করেছে।


1000027851.jpg

📸 ফটোগ্রাফি - ৬ :

এবার যে ফুলের ফটোগ্রাফিটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব চমৎকার একটি ফুল। আমি অবশ্যই ফুলগুলো এমনি চিনতাম কিন্তু নামে চিনতাম না। তবে আজ এই ফটোগ্রাফির প্রতিযোগিতার জন্য অনেক ফুল চিনি ও নিলাম পাশাপাশি নামও জেনে নিলাম। এই ফুলটির নামও চমৎকার। ফুলটি হল পিটুনিয়া ফুল। ফুলটির চমৎকার অনেকগুলো কালার রয়েছে কোনটা দেখে কোনটা ফটোগ্রাফি করব ভাবতে পারছিলাম না। আর ফুলটির কালারও চমৎকার এ ফুলটির পাশাপাশি বেগুনি খয়েরী ও লালের মধ্যে সাদা আরও বিভিন্ন কালার পিটুনিয়া ফুল রয়েছে। এ ফুল গুলোর মধ্যে ছোট ফুলের ডিজাইন রয়েছে। এ পিটুনিয়া ফুল শীত ও গ্রীষ্ম উভয় সিজনের ফোটে । তবে শীতকালে এই পিটুনিয়া ফুল প্রতিটি গাছে গাছে সুন্দর ফুটে থাকে।

1000027815.jpg


image.png

📸 ফটোগ্রাফি - ৭ :

এবার চমৎকার একটি ফুল ও ফুলের নাম নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। যেমন আমার কাছে অদ্ভুত লেগেছে ফুলের নামটি। আসলে কোন কিছু নিয়ে কোন কাজ করলে তার সম্বন্ধে অনেক কিছু জানা ও শেখা যায়। আজ যেমন এই ফুলটির নামটিও যেমন জেনেছি। তেমন করে ফুলটি চিনেও নিয়েছি। ফুলটির নাম শুনে তো আমি অবাক। আবার অনেকটা মুগ্ধ হয়ে গেছি। আর ফুলটির নাম হল ফার্স্ট লাভ। পাশাপাশি এটাকে আবার প্রথম প্রেমও বলা যায়। জানিনা এই ফুলটির এর নামটি রাখার কারণ কি ছিল। আর ফুলটিকে যখন ফটোগ্রাফি করতে গিয়েছি তখন আমার দারুন একটি গানের কথা মনে পড়ে গেল। আর গানটি হল "ভালবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.... আর তাই এই চমৎকার ফুলটিও আমি আমার মনের মাঝে রেখে দিয়েছি।

1000027814.jpg

📸 ফটোগ্রাফি - ৮ :

এবার যে ফুলটি ফটোগ্রাফি, আমার মোবাইলে ক্যাপচার করেছি এটিও হলো গাঁদা ফুল আসলে গাঁদা ফুলের অনেকগুলো ডিজাইন রয়েছে। আর গাধা ফুলগুলো ছোট থেকেই আমি অনেক পছন্দ করি। ছোটবেলায় ফুল নিয়ে কত খেলা করতাম। কোথাও দেখলে এনে শুকিয়ে রেখে দিতাম। সবাই বলতো শুকিয়ে গেলে এগুলো মাটিতে লাগিয়ে দিলে নাকি এ থেকে ফুলের চারা হয়। আমিও তাই করতাম। গাঁদা ফুলের গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের গাধা ফুল এনে মালা গেঁথে রেখে দিতাম। এখন আর সেই দিনগুলো ফিরে পাই না। তখন অবশ্য এত ফুলের চাহিদাও ছিল না। এত ফুল দেখাও যেত না। কিন্তু বর্তমানে অনেক ফুল ও ফুলের ডিজাইন রয়েছে যেগুলোর নামো বলতে গেলে দাঁত নরে যায়।

1000027864.jpg

📸 ফটোগ্রাফি - ৯ :

1000027810.jpg

এবার দারুণ একটি ফুলের ফটোগ্রাফি করেছি। ফুলটির নাম না জানলে কি হবে ফুলের সৌন্দর্য দেখে আগে ফটোগ্রাফি করে নিলাম। এরপর এর নাম জানতেই জেনেছি বাংলাদেশে এই ফুলটি এখন চোখে পড়ার মতো। আর ফুলটির নাম হল কসমস। এই ফুলটি এখন পৃথিবীর সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রোগ্রামগুলোতে এ ফুল গুলো দেখা যায়। দেখা যায় বিভিন্ন দোকানগুলোতে ফুলের তোড়ার মাঝে এই ফুলটি না দিলে ফুলের তোরা যেন অসম্পূর্ণ থেকে যায়। যেন ফুলের তোড়াগুলো সাজানো হয়ে ওঠে না। এই ফুলটি সে তার অপূর্ব রূপে সবাইকে মুগ্ধ করে তোলে। শীতকালে এই ফুলটি বেশি ফুটতে দেখা যায়। এই ফুলটিরও অনেক কালার রয়েছে আমি অবশ্য ফটোগ্রাফি করতে গিয়ে সাদা ও বেগুনিটি চোখে পড়েছে।

📸 ফটোগ্রাফি - ১০ :

এবার আরও একটি দারুন ফুলের ফটোগ্রাফি করলাম যদিও ফুলটার নাম জানিনা। তবে যেখানে ফটোগ্রাফিটি করেছি সেও ঠিক বলেছে কিনা জানি না। বলল এইটির নাম ডেইজি ফুল। এ ফুলটির নাম আমি আগেও জানি বা শুনেছি তবে ফুলটি চিনতাম না। আসলে এই ফুল প্রত্যেকটা ফটোগ্রাফি করতে গিয়ে আমি মুগ্ধ হয়ে প্রতিটি ফুলের দিকে চেয়েছিলাম। আর মনে মনে ভাবছিলাম কেন আমি ফুল হয়ে জন্মালাম না। ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে চারিপাশ দেখে আমি আকুল হয়ে চেয়েছিলাম ফুলবাগানের মাঝে। আর ফুল গুলো যেন তাদের এক একটা সুন্দর্য নিয়ে আমাকে মুগ্ধকরছিল।

1000027809.jpg

📸 ফটোগ্রাফি - ১১ :

এবার ফুলের কলি সহ আরো একটি চমৎকার ফুলের ফটোগ্রাফি নিয়ে এলাম।এ ফুলটি হল চন্দ্রমল্লিকা। ফুলের নামটি যেমন সুন্দর তার সৌন্দর্য ঠিক সেরকম চমৎকার। সবাইকে আকৃষ্ট করার মতো একটি ফুল। আর এই সুন্দর ফুলটি দেখে আমি লুকিয়ে লুকিয়ে ফটোগ্রাফি করে নিয়েছি। চমৎকার আমি আর আপু একসাথে ফটোগ্রাফি করেছি জানিনা আপু এই চমৎকার ফুলটির ফটোগ্রাফি করেছে কিনা। তবে ফুলগুলোর নাম সব ঠিক আছে কিনা জানিনা। ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। অবশ্য যেখান থেকে ফটোগ্রাফি করেছি সেখানে একটি খাতা আর কলমের মধ্যে কিছু ফুল গুলোর নাম লিখে নিয়েছিলাম। তাই আপনাদের সাথে নামগুলো বলছি যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন।

1000027866.jpg

📸 ফটোগ্রাফি - ১২ :

এবার আরও একটি গোলাপের ফটোগ্রাফি শেয়ার করছি আপনাদের মাঝে। আসলে গোলাপকে ফুলের রানী বলা হয়। আর রানী কিন্তু একটি দুটি নয় হাজার হাজার গোলাপের রানী রয়েছে সারা বিশ্বজুড়ে। এটা গোলাপ তার নিজস্ব সৌন্দর্য দিয়ে তৈরি পৃথিবীতে। যার সুবাস সৌন্দর্য প্রতিটা মানুষের মনকে আকৃষ্ট ও মুগ্ধ করে তোলে।

1000027865.jpg

📸 ফটোগ্রাফি - ১৩ :

এবার সবার পছন্দের আরো একটি ফুল নিয়ে হাজির হলাম আমি। আর এই ফুলটি হচ্ছে সূর্যমুখী ফুল আমি আগেই বলেছি আমি কিন্তু ফুলের নাম তেমন একটা জানিনা। তবে যা জেনেছি তাই বলছি। হয়তো দেখা যাবে আমার না জানার মধ্যে আপনারা সবাই ফুলগুলোর নাম বলে দিলেন।আর তাতে করে আমারও ফুলগুলোর নাম জানা ও শেখা হয়ে যাবে। এই ফুল আমার অনেক পছন্দের ফুল। আর শুনেছি সূর্যমুখী ফুল নাকি অনেক রোগের ওষুধ। ছোটবেলায় ফুলগুলো তেমন একটা চোখে পড়তো না । ফুলগুলো এখন সব জায়গায় কম বেশি দেখা যায়। শুনেছি, এ ফুলের চাষেও নাকি ব্যাপক সাড়া পেয়েছে।

1000027867.jpg

image.png

📸 ফটোগ্রাফি - ১৪ :

এবার আরো একটি দারুণ ও সবার পছন্দনীয় একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এলাম। আর ফুলটি হচ্ছে জিনিয়া ফুল। আর জিনিয়া ফুলগুলো অনেক কালার হয়ে থাকে সাদা, হলুদ, লাল, বেগুনি, সবুজ কমলা ও বাদামী তবে আমার সবগুলো ফুলের ফটোগ্রাফি করা সম্ভব হয়নি। কারণ সবগুলো ফুলের কালার আমি একসাথে এখনো দেখিনি। আর মৌসুমী ফুলের মধ্যে এ ফুলটি অনেক সুন্দর ও আকর্ষণীয় একটি ফুল। এই ফুলটি আমার কাছে অনেকটা চন্দ্রমল্লিকার মতো মনে হয়।

1000027808.jpg

📸 ফটোগ্রাফি - ১৫ :

এবার আবার আরেকটি গাঁদা ফুলের ফটোগ্রাফি নিয়ে এলাম। আসলে গাঁদা ফুলের ডিজাইন ও কালার গুলো দেখতে হরেক রকম হয়। কোনটার কালার হলুদ কোনটা কমলা আবার কোনটা কাঁচা হলুদ প্রতিটা কালারই অসাধারণ। এই ফুলটিও যখন ফটোগ্রাফি করেছি তখন এই ফুলটির মাঝে শীতের আভাসে ফুলটি যেন আরো সুন্দর রূপ নিয়ে প্রকৃতিতে সেজে আছে সকল ফুলের মাঝে।

1000027868.jpg

image.png

📸 ফটোগ্রাফি - ১৬ :

এবার আরেকটি চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে হাজির করলাম। তবে এই ফুলটির নাম জানি না। আসলে কিছু কিছু ফুলের সৌন্দর্য এতোটাই মনমুগ্ধকর হয় যা প্রতিটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই ফুটিও সেরকম একটি ফুল। আমার কাছে পৃথিবীর সবগুলো ফুলই ভালো লাগে। হয়তো নাম জানিনা বা চিনি না তারপরেও ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক সৌন্দর্যের প্রতীক। আর কিছু কিছু ফুলের আছে যার সৌন্দর্য একবার দেখলে বারবার দেখতে খুব ইচ্ছে করে।

1000027803.jpg

📸 ফটোগ্রাফি - ১৭ :

এবার যে ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এই ফুলটি হল জবা ফুল। আর জবা ফুলের তো অনেক কালার হয় লাল, সাদা এখন বর্তমানে আরো অনেক কালারের জবা ফুল দেখা যাচ্ছে। আমি মনে করি ফুল আমাদের প্রত্যেকের জীবনের সাথে কোন না কোনভাবে জড়িয়ে আছে। আর তা হচ্ছে আমাদের জীবনে অনেক আনন্দ উৎসব দুঃখ-বেদনা আরো অনেক প্রোগ্রাম গুলোতে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার ফুল আমরা ব্যবহার করে থাকি।

1000027804.jpg

📸ফটোগ্রাফি - ১৮ :

এখন যে ফুলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক পরিচিত ও সবার আকর্ষণীয় একটি ফুল। যাকে বলে সবার ক্রাশ। আর ফুলটির নাম হচ্ছে ডালিয়া। আর এই ফুল মানুষকে যেমন আকৃষ্ট ও মুগ্ধ করে তোলে। তার পাশাপাশি প্রতিটা মানুষের মনে ভালোবাসাও সৃষ্টি করে। আর এর কারণে প্রতিটা মানুষের হৃদয়ে ভালোবাসা ও আবেগ অনুভূতির প্রকাশ পায়। এই ফুলটির অনেক কালার রয়েছে। আমার কাছে এই ফুলটা অসম্ভব সুন্দর লাগে। আসলে ফুল তাদের প্রতিটি সৌন্দর্য প্রকৃতি রূপ নিয়ে সেজে আসে। তাইতো এই সিজনে প্রতিটা বাগান ফুলে ফুলে ভরে থাকে।

1000027802.jpg

📸 ফটোগ্রাফি - ১৯ :

দেখতে দেখতে কতগুলো ফুল আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। আরো কিছু ফুলের সৌন্দর্য দিয়ে আপনাদের মন আজ আমি রাঙিয়ে দেবো। এবার আরও একটি গোলাপ আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হলাম। গোলাপ আমার ভীষণ পছন্দ আর এটি হচ্ছে আমার আরো একটি পছন্দের হলুদ কালার গোলাপ। গোলাপ ফুল তার পাঁপড়ির গড়ন ও বিন্যাসের নান্দনিকতায় মানুষকে আকৃষ্ট করে তোলে। আর সুগন্ধী ভরা গোলাপের ঘ্রাণও প্রতিটা মানুষের ভালোবাসার কারণ। প্রত্যেকটা গোলাপ ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য সারা বিশ্বজুড়ে বিখ্যাত।

1000027800.jpg

📸 ফটোগ্রাফি - ২০ :

এবার দেখতে পাচ্ছেন আরো একটি সূর্যমুখী ফুল। এই ফুলটি মনে হয় সারাক্ষণ মুখের মাঝে হাসি দিয়ে ফুটে থাকে। চারদিকে হলুদ মাঝখানে কফি কালার ফুটিয়ে তুলেছে। প্রকৃতির সকল ফুলগুলো আমাদের সকল কাজে সাহায্য করে থাকে। বিভিন্ন ফুলের মাধ্যমে অভ্যর্থনা এবং বিদায় সংবর্ধনা জানানো হয়। হৃদয়ের গভীর সমবেদনা জানানোর জন্যও ফুল দেওয়া হয়ে থাকে। শুধু যে কোন উৎসব অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয় না বিভিন্ন পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে ফুলের ব্যাপক ব্যবহার রয়েছে।

1000027874.jpg

📸 ফটোগ্রাফি - ২১ :

প্রতিটা ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আমি কিন্তু ফুলকে ভীষণ ভালোবাসি। তাইতো এত ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে আমি হারিয়ে গিয়েছি, ফুলের মিষ্টি সুভাষের মাঝে মাঝে। ফুলটি হল সেরকম একটি ফুল নাম হচ্ছে পিটুনিয়া। এই ফুলটি গ্রীষ্ম এবং শরতের শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুটে থাকে। এই ফুলটির অনেক রং দেখা যায় বিভিন্ন রঙে সাজিয়ে তোলে এই ফুলের সৌন্দর্যতাকে। এই ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে আমি যে সকল কালার গুলো দেখেছি প্রতিটা কালারে সৌন্দর্যকে বৃদ্ধি করে তুলেছে। তার মাঝে আমার কাছে সবচেয়ে বেশি সাদা পিটুনিয়াই ভালো লেগেছে।

1000027875.jpg

📸ফটোগ্রাফি - ২২ :

আমি মনে করি মানুষকে ভালোবাসার চেয়ে ফুলকে বেশি বেশি ভালোবাসা দরকার। কারণ মানুষ ভালোবাসার সাথে বেইমানি করলেও ফুল কিন্তু মানুষের সাথে কোন বেইমানি করে না। ফুল তার সৌন্দর্যের মুগ্ধতা দিয়ে প্রতিটা মানুষকে আকৃষ্ট করে তোলে। আর মানুষও ফুলের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে অনেক আনন্দ পায়। আর ফুলের সুবাসে ও মুগ্ধতায় প্রতিটা মানুষ সুস্থ থাকে। আবার নতুন করে বাঁচতে শেখে।
এই ফুলও হচ্ছে সেরকম একটি ফুল। এই ফুলটি সবার জনপ্রিয় বলে সবাই এই ফুলটির বিভিন্ন রঙে ও আকারে ফুলের প্রেমে মুগ্ধ হয়ে যায়। এই চমৎকার জিনিয়া ফুলটির নামটি যেমন সুন্দর্য তেমনি তার প্রতিটি কালারি অনেক দেখতে মনমুগ্ধকর।

1000027798.jpg

📸ফটোগ্রাফি - ২৩ :

প্রতিটা ফুলের সৌন্দর্য এবং সৌরভ দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। কোন ফুলের নাম না জানলেও সবাই সৌন্দর্যতায় প্রেমে পড়ে যায়। এই ফুলটি হল সে রকম একটি ফুল। দেখতে খয়রি লাল টুকটুকে। ফুলের সৌন্দর্য দেখলে হৃদয়ের মাঝে এক অন্য রকম অনুভূতি দেখা যায়। এই ফুলটি দেখেও আমার মনে সেরকমই হয়েছে। এই ফুলের কালারটা অনেক সুন্দর। আমায় মুগ্ধ করে তুলেছে ফুলের কালার আর সৌন্দর্য দিয়ে। প্রতিটা মানুষ ফুলকে ভালবাসার প্রতীক হিসেবে বিবেচনা করে থাকে। এ ফুলটু এমন একটি ফুল এর কালার ও সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করে তুলতে পারে।

1000027877.jpg

📸ফটোগ্রাফি - ২৪ :

এই পৃথিবীতে প্রায় অনেক রকমের ফুল ও তার ডিজাইন আর কালার আছে তা আমরা আসলে কেউ বলতে পারব না। প্রতিনিয়ত অনেক রকমের ফুল আমরা দেখে থাকি। এ ফুলটিও হলো তেমন একটা আকর্ষণীয় ফুল। উপরের ছবিতে আমি এই ফুলটির আরো একটি কালার শেয়ার করেছি। এই জিনিয়া ফুটিরও অনেক রকমের কালার রয়েছে। তাই এটিকে বাহারি রংয়ের ফুল হিসেবে সবাই চেনে। জিনিয়া ফুলের অনেকগুলো কালারের মধ্যে সাদা, হলুদ, লাল বাদামী বেগুনি কমলা আরও হরেক রকমের কালারের এই ফুল হয়ে থাকে। তবে আমার চোখে যে কালারগুলো পড়েছে আমি শুধু সেগুলোর ফটোগ্রাফি করেছি।

1000027788.jpg

📸 ফটোগ্রাফি - ২৫ :

এবার আমি আরেকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম পিটুনিয়া ফুল আমরা সবাই অনেক পছন্দ করি। এর বিভিন্ন কালার দেখে মনে হচ্ছিল সবগুলো ফুল যেন আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি।ফুল ও প্রকৃতির প্রতি সৌন্দর্য এবং আল্লাহর সৃষ্টির প্রতি অনেক শ্রদ্ধা ও সম্মান জানাই। প্রাকৃতিক এই সৌন্দর্যের অন্যতম উৎস হলো ফুল।ফুলের সৌরভে সবাই আমরা বিভোর হয়ে থাকে। তেমনি করে সবাই এই ফুলটির দিকে বিভোর হয়ে থাকে। এই ফুলটির প্রতিটা কালারও আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। কোনটার চেয়ে কোনটার কালার কম নয়। যেন প্রতিটা কালার এই ফুলটি সৌন্দর্যতাকে আকর্ষণীয় করে ধরে রেখেছে।

image.png

📸 ফটোগ্রাফি - ২৬ :

আসলে ফুলের থেকে সুন্দর কিছু হয় না। ফুল শুধু মানুষের বাহিক কাজকর্ম গুলো ব্যবহৃত হয় না মানুষের মন মানসিকতা ও সুস্থতা বৃদ্ধিতেও ফুলে দারুন ভূমিকা রয়েছে। কারণ আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা কোন ফুলের কাছে গেলে ফুলের সৌন্দর্য দেখে যেন মনটা ভালো হয়ে যায়। এই ফুলটার যদিও নামটা আমার জানা নাই। না থাকলেও ফটোগ্রাফির সময় সেখানকার ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু তিনি সবার কাছে অফুরন্ত ফুল বিক্রি করায় এত ব্যস্ততা ছিল যে আমাকে এই ফুলের নামটি বলতে ভুলে গেছে। পাশাপাশি আমিও ফুলের ফটোগ্রাফি করায় এত বিভোর ছিলাম যে অনেক ফুলের নাম আমার অজানায় থেকে গেছে।

1000027786.jpg

📸ফটোগ্রাফি - ২৭ :

আমি উপরে ফটোগ্রাফির মাঝেও এর আগে আরও একটি ডালিয়া ফুলের কালারের ফটোগ্রাফি দিয়েছি। ডালিয়া ফুল অনেক কালার হয়ে থাকে। সবগুলোর পাশাপাশি এই কালারটিও আমার কাছে বেশ লেগেছে। আমরা উদ্ভিদ থেকে ছায়া ও অক্সিজেন গ্রহণ করে থাকি। উদ্ভিদের পাশাপাশি ফুলও তার সৌন্দর্যতা দিয়ে আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। এই ফুলটি হলো তেমন একটি ফুল। এই ফুলের নামের পাশাপাশি ফুলের সৌন্দর্য যেমন প্রতিটা মানুষকে মুগ্ধ করে তোলে।

1000027789.jpg

📸ফটোগ্রাফি - ২৮ :

এবার যেই ফুলটির ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। এটি ও তার সৌন্দর্যতা নিয়ে প্রকৃতির মাঝে ধরা দিয়েছে। আর এই ফুলের নাম হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুলটি শীতকালে বেশি ফোটে। আর এই ফুলটির বিভিন্ন রঙেরও হয়ে থাকে। এই ফুলটি বিভিন্ন বাগান গুলোতে যখন ফুটে থাকে তখন বিভিন্ন বাগান ও উদ্যানের সৌন্দর্য যেন বৃদ্ধি পায়। পাশাপাশি ঘরে এনে সাজিয়ে রাখলে ঘরের পরিবেশটা যেন এক অন্যরকম সৌন্দর্যতায় বৃদ্ধি বেড়ে যায়। এই ফুলের অনেক রকম কালার রয়েছে সাদা, হলুদ গোলাপি। এর সৌন্দর্য ও কালারের পাশাপাশি এ ফুলটি সুগন্ধও যেন মন মুগ্ধকর ও আকর্ষণীয়।

1000027793.jpg

📸ফটোগ্রাফি - ২৯ :

শীতকাল মানেই প্রচুর খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, আর সেই ঘোরাফেরা যদি গাছপালা আর ফুলের সাথে হয় তবে তো কথাই নেই। ফুল কার না ভালো লাগে! কবির ভাষায় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হল ফুল। এই চমৎকার ফুলটির নাম হল স্নোবল এই ফুলটি বেশি দেখতে পাওয়া যায় শীতের সময়। আমার মনে হয় ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য কিছু ফুল প্রাকৃতিক ভাবে জন্মে থাকে। এই ফটোগুলো সেরকম একটি ফুল এর সৌন্দর্য দিয়ে মানুষের ও প্রকৃতিকে আলো করে রাখে।

1000027878.jpg

এই হল আমার আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণের কিছু ফুলের আলোকচিত্র। শুরুতেই বলেছি অনেক ফুলের নাম আমি জানিনা। বেশিরভাগই ফুলের নাম আমি জানিনা। হয়তো এখানে আমার নামের কোন ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার 🙏দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুলগুলো আপনারা শুধরে দিবেন। আজ তাহলে এখানে প্রতিযোগিতার মাধ্যমে আমার ব্লগ শেষ করছি। আবারও অন্য কোন সময় আমার আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভাল থাকেন।

device : vivo y22s

লোকেশন

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 12 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো আপু।আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 9 days ago 

আমার প্রতিযোগিতার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 12 days ago 

1000028046.jpg

 12 days ago 

প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আজকে বেশ সুন্দর সুন্দর কিছু ভিন্ন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।আপনার তোলা এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 9 days ago 

ধন্যবাদ ভাইয়া। প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আমাকে অভিনন্দন জানানোর জন্য।

 12 days ago 

আপু আপনার জন্য শুভকামনা রইল। অনেক ভালো একটি কাজ করলেন আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। সবচেয়ে বেশি ভালো লাগলো আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাতে অনেক বেশি আনন্দিত হয়েছি।

 9 days ago 

আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আপনি আনন্দিত হয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 12 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভকামনা জানাই এবং অভিনন্দন ও। প্রতিটা ছবি খুব ভালো তুলেছেন। এবং শীতকালের যে বিশেষ বিশেষ ফুল গুলো ফোটে যা অন্য সময় ফোটে না সেই ফুলগুলো আপনি খুব সুন্দর করে ধারণ করেছেন। প্রতিটা ছবি বেশ উপভোগ করলাম।

 9 days ago 

এ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি বলে আমাকে অভিনন্দন শুভকামনা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 12 days ago 

ভিন্ন ভিন্ন ২৯ টি ফুলের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অভিনন্দন জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। সূর্যমুখী ,ডালিয়া, গোলাপ এবং চন্দ্রমল্লিকা ফুল এই কয়েকটি ফুল আমার চোখে ভীষণ ভালো লেগেছে। সেই সাথে বাকি ফটোগ্রাফি গুলি ও বলবো না খারাপ হয়েছে। মোট কথা আপনার শীতকালীন ফটোগ্রাফি পোস্ট এর প্রত্যেকটা ফটোগ্রাফি এ হৃদয় ছুঁয়ে যাওয়ার মত হয়েছে।

 9 days ago 

সব সময় পাশে থাকেন। এটা অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 12 days ago 

আপনার এতগুলো ফুল দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমি ফুলের বাগানের মধ্যে হারিয়ে গেলাম। প্রচুর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক অনেক সুন্দর হয়েছে।

 9 days ago 

আমার ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 12 days ago 

বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফুলের ফোটোগ্রাফির সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বৈচিত্র্যময় ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 9 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয় এই প্রতিযোগিতায় আমাকে শুভকামনা জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.21
JST 0.031
BTC 93261.23
ETH 2495.64
USDT 1.00
SBD 2.83