এ যেন ১৯৭১ এর ভয়াবহ দিনগুলো

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের প্রিয় সকল ভাই ও বোনেরা আশা করি সবাই দেশের এই পরিস্থিতে বেচেঁ ও সুস্থ আছেন। কিন্তু আমার মতো মানসিক ভাবে ভেঙ্গে পড়ার মত জীবন যাপন হয়তো বা আপনারা সবাই পার করছেন। গেল বেশ কিছুদিন এদেশের মানুষ অনেক সমস্যার মধ্য দিয়ে পার করেছে। দেশে পুরো মনে হয়েছিল একটি যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আর এই সমস্যায় বাংলাদেশের অনেকেই মানুসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। এখন দেশ কিছুটা শান্ত আছে। আমিও অনেকটাই অসুস্থ ও ভেঙ্গে পরেছিলাম। এই রকম ঘটনা এর আগে বাংলাদেশে আর কথনও দেখিনি। এই ঘটনায় দেশের নেইট বন্ধছিল যার কারনে ইউটিউব,ফেইবুক, এমন কি আমার প্রিয় কমিউনিটি থেকেও আমরা শরে ছিলাম। না পাচ্ছিলাম দেশের কোন খরব জানতে। না আপনাদের সাথে যোগাযোগ করতে।আমি অনেকটাই মানুসিকভাবে অসুস্থ হয়ে পরেছিলাম। এখনও প্রতিনিয়ত আমার চোখে দৃশ্যগুলো ভেসে ওঠে। আর তাই এই মানুসিকভাবে ভেঙ্গে পড়েও আজ আবার আপনাদের মাঝে আমার আরও একটি পোস্ট লেখার চেষ্টা করলাম। এখনও যেন হাতে আমার চাপছেনা ক্রিবোর্ড। উঠছে না কোন লেখা। তারপরও আমি লিখতে বসলাম এটাই নিয়তির খেলা। হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে যতকিছুই ঘটুক না কেন আমরা যতই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি বা ভেঙ্গে পড়ি না কেন আমাদের কিন্তু বেচেঁ থাকার জন্য নিজের সাথে যুদ্ধ করে যেতে হবে। তবে এই অবস্থায় কে কতটুকু যুদ্ধ করে সুস্থ আছেন জানিনা। আমি কিন্তু একেবারেই মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। কোনভাবেই যেন এই ট্রমা থেকে নিজেকে সামলে নিতে পারছি না। তারপরও আপনাদের মাঝে উপস্থিত হলাম ধীরে ধীরে। আমার আরও একটি পোস্ট লিখার জন্য। আজ আমি লিখবো ২০২৪ জুলাই মাসের যুদ্ধের কিছু অংশ নিয়ে।

Add a heading (1).png

হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা ছোট বেলা থেকে পরিবারের মুখে শুনে এসেছি ১৯৭১ এর যুদ্ধের কথা ।কত মানুষ এই দেশকে তাদের রক্তের বিনিময়ে পাকহানাদার বাহিনীর হাত থেকে স্বাধীন করেছে। তখন এই যুদ্ধে ছিল না কোন স্বার্থ। সবাই মিলে কাঁধে কাঁধ রেখে ও বুকে বুক মিলিয়ে এই দেশকে রক্ষা করাই ছিল একমাত্র উদ্দেশ্য। নিজের অধিকার ছিনিয়ে নেয়া আর মায়ের ভাষায় কথা বলার জন্য কত মানুষ শহীদ হয়েছেন। কিন্তু আজ এই ৫০ বছর পর নিজ পরিবারের সাথে নিজ পরিবারের এ কিসের যুদ্ধ চলছে? নিজের দেশের মানুষ নিজের দেশের ছেলেমেয়েদের বুকে নড়পিচাশদের মত গুলি চালাচ্ছে। এ কেমন দেশ? স্বাধীন দেশে নিজের ভাই ও সন্তানদের বুকে নিজেরাই গুলি চালাচ্ছে। দেশে চলছে কারফিউ। রাস্তায় রাস্তায় বিডিআর দাঁড়িয়ে। রাস্তার অবস্থা দেখলে মনে হয় আমরা মনে হয় এতদিন সুন্দর একটি দেশের স্বপ্নের মধ্যে ছিলাম। আমার মনে হয় এখনও সেই ১৯৭১ এর সেই ভয়ংকর যুদ্ধের মধ্যে পড়ে আছি।

হ্যাঁ আমার প্রিয় দেশের ভাই বোনেরা। শুধু ১৯৭১ এর যুদ্ধে সেই ভয়াবহ দিনগুলোর কথা শুনেছি। শুনেছি সেই কালরাত্রি ২৫শে মার্চ কালরাত্রির কথা। কিন্তু গত বুধবার রাতে দেশের যাত্রাবাড়ী,কাজলা ও আরও অন্যান্য জায়গায়। রাতভর যেই মর্মান্তিক গুলাগুলি ও রাস্তায় রাস্তায় আগুন। বুক পেতে দেয়া মানুষের বুকে পুলিশের গুলি দেখে বোঝা যাচ্ছিল যে ৭১ রে মানুষের অবস্থা কেমন হয়ে ছিল। সেই দিন ও রাতের কথা শুধু শুনেছি যে ২৫শে মার্চ রাত ছিল অনেক ভয়ংকর রাত। আজ ৫০ বছর পর আবারও যেন সেই একই রূপ দেখলাম এদেশে। এর আগে বাংলাদেশে কখনও এমন পরিস্থিতি দেখিনি। আসলে এখন এ দেশে আমরা জীবনের প্রতিটি দিন যেন আতংকের মধ্য দিয়ে কাটাচ্ছি। স্কুল কলেজ কোচিং অফিস আদালত সবকিছুই বন্ধ। এমনকি ঘরে বসে যে একটু নেইট দেখবে তাও বন্ধ করে দেয়া হয়েছে।

এই কয়েকদিনে বাংলাদেশের মানুষের জীবন হয়ে পড়েছিল অসহনীয়। কারফিউতে কোথাও বের হওয়া যেত না। সারাক্ষন ভংঙ্কর একটা পরিস্থিতিতে ছিলাম। বাহিরে বের হলে দেখা যেত বন্দুকে গুলি ভরে বিডিয়াররা গাড়ি ভরে ভরে যাচ্ছে। আর রাস্তার অবস্থা দেখলে ভয় লাগতো। একেবারে খালি যেই মেইন রাস্তা দিয়ে গাড়ী বা মানুষের জন্য রাস্তা পাড় হওয়া যেত না। আজ সেই রাস্তাগুলো শসান হয়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন দেশে আরও একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু এটা কিসের যুদ্ধ? কেন দেশের মানুষের হাতে দেশের মানুষের মৃত্যু। এমন মৃত্যুতো আমাদের কারোই কাম্য না। এমন দৃশ্য দেখার জন্য কি এদেশ স্বাধীন হয়েছিল। আর এমন অশান্তি আমরা চাইও না। আমরা চাই দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে। আর পরিবার পরিজন নিয়ে এ দেশের নাগরিকের অধিকার নিয়ে সম্মানের সাথে থাকতে। চাই না কোন অরাজকতা। চাইনা কোন বড় বড় নেতা কর্মীদের দাপট। চাইনা দেশের মানুষের সাথে দেশের মানুষের কোন যুদ্ধ।

পরিশেষে আর কি লিখবো।জানি এ দেশে আর কখনও ভালোভাবে থাকা যাবে না। কারন লোভে মানুষকে গ্রাস করে ফেলেছে। আর এটি দেশের একটি বড় ভাইরাসে পরিনত হয়েছে। যা কখনও সারবে না । বরং আরও বাড়বে। তাই যতদিন পৃথিবীতে বেচেঁ আছি যেন পরিবার পরিজন ও সবাইকে নিয়ে ভালো থাকতে পাড়ি। তাই আসুন আমরা দেশের জন্য সবাই দোয়া করি। যেন এই দেশে শান্তি আসে। আর দেশে যারা অশান্তি করে তাদের সবাইকে যেন হেদায়েত দান করে। আর দেশের এই পরিস্থিতিতে দেশের আর দেশের সকল মানুষের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই আমার ব্লগটি শেষ করলাম। আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো সুস্থ থাকবেন। আর নিরাপদে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 
 last month 

ঘুরেফিরে আমাদের সামনে দিনগুলো ভেসে আসবে। যদিও গল্পে শুনেছি নাটকে সিনেমায় দেখেছি একাত্তরের গল্প গুলো। এ যেন বাস্তব চিত্র আমাদের সামনে উঠে এলো আবার। বেশি খারাপ লাগল বুক পেতে দেওয়া মানুষের বুকে গুলি করা এ যেন অসহায় মানুষের বুকে গুলি করা। সত্যি সেই ভিডিওগুলো যখন দেখলাম খুবই খারাপ লাগছিল। তবে সরাসরি তো দেখিনি আপনারা হয়তো অনেক কিছু দেখতে পেরেছেন। খুব ভয়ংকর কিছুদিন আমাদের সামনে চলে গেল।

 last month 

সত্যি আপু খুব ভয়ংকর কিছুদিন আমাদের সামনে চলে গেছে। আর এমন দিন আশা করি ন। ধন্যবাদ।

 last month 

দেশের মাঝে আবারও শান্তি ফিরে আসুক সেই দোয়া করি। হঠাৎ করে দেশের পরিস্থিতি এমন অবস্থা হয়ে যাবে কেউ ভাবেনি। যাই হোক দোয়া করি আগের মত শান্ত সৃষ্ট পরিবেশ চলে আসুক আমাদের মাঝে।

 last month 

হ্যাঁ ভাইয়া দেশের মাঝে শান্তি ফিরে আসুক এই দোয়াই করি।

 last month 

এই সময় এসে যে আমাদেরকে এই দিনগুলো দেখতে হবে কোন দিন আশা করিনি। এদেশের নাগরিক হিসাবে পরিচয় দেওয়াটা নিজের কাছে লজ্জার ব্যাপার। কারন এদেশের মানুষ বেশি কিছুই চাই না শুধু দুইবেলা পেট পুরে খেতে আর শান্তিতে একটু ঘুমাতে চাই। কিন্তু সেটা হয়তো আর এই দেশের জন্য সম্ভব নয়। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

ঠিক ভাইয়া স্বাধীন দেশে এই অবস্থা আমরা কখনও আশা করিনি। ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।

 last month 

না জানি এর থেকে আর কত খারাপের দিকে যাবে। তবে খুব দ্রুত সব কিছুই ঠিক হয়ে যাক এটাই আমাদের কাম্য। সু স্বাগতম আপু।

 last month 

দেশের প্রতিটি মানুষ খুব ভয়ংকর দিন পার করেছে আপু।একে অপরকে কিভাবে মারছে মনে করলে গা শিউরে ওঠে।দেশটা আরো কোনদিকে চলে যাবে আর আমাদের অবস্থা কি হবে তা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে মনের কথা গুলো প্রকাশ করে পোস্ট করার জন্য।

 last month 

ঠিক বলেছেন আপু আমিও এইগুলো দেখলে অসুস্থ হয়ে পড়ি। ধন্যবাদ আপু আপনাকে।

 last month 

সত্যি কিন্তু কয়েকটি দিন আমার কাছেও সেই ৭১ এর প্রতিচ্ছবি মনে হয়েছে। চারদিকে কি যে এক অবস্থা ছিল। যতই দেখছিলাম ততই ভয় পাচ্ছিলাম। বেশ সুন্দর করে আপনি গুছিয়ে আপনার অনুভূতিগুলো শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ আমারও তাই মনে হয়েছে। মূল্যবান মন্তব্যে জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 53921.46
ETH 2250.39
USDT 1.00
SBD 2.30