অবশেষে উপহার পেলাম মনের মত পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আমার খুব আনন্দের একটি পোস্ট নিয়ে হাজির হলাম । আজ আমি মন থেকে অনেক খুশি ও আনন্দে আছি। আর এত খুশি ও আনন্দ পেয়েছি তা আপনাদের মাঝে লেখে তার অনুভূতিগুলো বুঝাতে পারবো না। আজ অনেক কাল্পনিক একটি ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। যেটা কল্পনা করেছি কিন্তু ভাবতে পারিনি যে বাস্তবে পরিপূর্ণ হবে। আর তা হল আমার অনেক দিনের ইচ্ছে যে এ কমিউনিটির সবাই আমাদের বাড়িতে আসবে। আমি এই কমিউনিটির সবাইকে অনেক আপন মনে করি। মনে হয় যুগ যুগ এ কমিউনিটির সবার সাথে আমার একটি আত্মীয়তার বন্ধন আছে।

image.png

কমিউনিটিতে কারো সাথে কথা বললে মনে হতো বাস্তবে যেন সবার সাথে কথা বলছি। কিন্তু আজ সে কল্পনা আমার সত্যি হয়েছে। এই কমিউনিটির এতগুলো পরিবারের মধ্যে আমার একটি প্রিয় পরিবার রকি ভাই ও সোনিয়া আপু। আমাদের বাসায় আসছে। যা সত্যি আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে শুধু স্বপ্নে দেখছি। ভাইয়াকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আরো ভালো লেগেছে আপু ভাইয়ার কিউট মেয়ে নাসিয়াকে দেখে।


তবে দুঃখের বিষয় হল আমি এক অভাগা। কোন আনন্দ খুশি আমাকে সহ্য করেনা। আমাকে হিংসা করে। কারন আপু আর ভাইয়ার সাথে যে কিছু সুন্দর ও আনন্দের সময় কাটাবো তা হয়ে উঠলো না। কত প্ল্যান করেছি আপু ভাইয়া আসলে অনেক কিছু করব। কিন্তু আর হলো না । হঠাৎ করে দুদিন ধরে আমি বেশি অসুস্থ্য হয়ে পড়েছি। যার জন্য তাদের সময় দিতে পারলাম না। যাইহোক ভাইয়া নাকি আবার আমাদের বাড়িতে আসবে। তখন আশা করি ভালো কিছু সময় কাটাতে পারব।

image.png

সোনিয়া আপু আসার সময় আমাদের জন্য অনেক বড় গিফট নিয়ে এসেছেন। যা দেখে আমি অনেক চমকে গিয়েছিলাম। বলুনতো গিফট টা কি হতে পারে থাক আমি বলে দিচ্ছি। সেই সাথে তার একটি ছবিও দিয়ে দিচ্ছি । আপনাদের সবার কাছেও আমার মত অবশ্যই ভালো লাগবে। আমরা সবাই সনিয়া আপুর পেইন্টিং এর দক্ষতার কথা জানি। আর সেই অসাধারণ দক্ষতা দিয়ে আপু অনেকগুলো পেইন্টিং করেছে। যা আপু তার প্রিয় মানুষদেরকে গিফট দিচ্ছে। কি বলবো আমি অনেক ভাগ্যবতী যে আপুর হাতের করা একটি পে্ইন্টিং আমি গিফট পেয়েছি। শুধু আমি না আমি আর আমার আপু মাকসুদা কাওসার দুজনেই পেয়েছি। তবে আমি পাওয়ার সাথে সাথে আমার এই খুশি আজ আপনাদের মাঝে শেয়ার করে দিলাম।

অসাধারণ হয়েছে আমার আর আমার আপুর পেইন্টিং দুটি। ভাইয়া আর আপু বললো যে চোখ বুঝে যে কোন একটা হাতে তুলে নিতে হবে। আমি কোনটা নিবো ভাবতে পারছিলাম না তাই দশ বিশ ত্রিশ চল্লিশ গনছিলাম। যেটা গোনায় আসবে সেইটাই নিব। আমিতো প্রথমে জানি এই ১২টা পেইন্টিং সবগুলোই অনেক সুন্দর হয়েছে। শুধু আমাদের গুলো না।যাই হোক আমি যেটা তুলেছি দেখে আমি অবাক হয়ে গেছি সত্যি আপুর অনেক প্রতিভা রয়েছে পেইন্টিং এর উপর। আর এই প্রতিভাকে যদি আপু কাজে লাগাতে পারে তবে আমার বিশ্বাস যে আপু অনেক বড় কিছু করতে পারবে। যাই হোক পোস্টি লিখেছি ,কি লিখেছি জানিনা আজ আমি দুদিন ধরে অনেক অসুস্থ্য। আশা করি ভুল হলে ক্ষমা করে দিবেন।

আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ আর নয়। আল্লাহ্ হাফেজ। ভালো থাকবেন সবাই।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 2 months ago 

আপু আপনি আজকে সোনিয়া আপুর কাছ থেকে বেশ দারুণ একটি পেন্টিং উপহার পেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। আসলে আমাদের এই কমিউনিটি একটা আত্মীয়তার বন্ধন যেখানে কখনোই ভোলার নয়। আপনি এবং মাকসুদা কাউসার আপন দুজনেই সোনিয়া আপুর কাছ থেকে গিফট পেয়েছেন জেনে সত্যি বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

সোনিয়া আপুর কাছ থেকে আপনি চমৎকার পেইন্টিং উপহার পেয়েছেন। আসলে এমনটাই হয় ভার্চুয়াল ফ্রেন্ডরা যে কখন কিভাবে পারিবারিক বন্ধ হয়ে যায় তা আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। কথা বলতে বলতে তারা মনের আপন বন্ধু হয়ে যায়। আপনাদের এই সুসম্পর্ক দীর্ঘ দিন স্থায়ী হোক আজীবন কাল ভালো থাকুন আপনারা এই কামনাই করি।

 2 months ago (edited)

হ্যাঁ আপু দোয়া করবেন আমাদের সবার এই সম্পর্ক যেন অনন্তকাল চিরস্থায়ী থাকে।ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

সনিয়া আপুর কাছ থেকে অনেক দারুন একটি উপহার পেয়েছেন আপনি ও মাকসুদা কাউসার আপু। আপনার পোষ্টের মাধ্যমে বুঝতে পারছি যে উপহারটি পেয়ে আপনি কতটা খুশি হয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

উপহারটি সত্যি কিন্তু দারুন ছিল। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করে আনন্দটুকু শেয়ার করার জন্য। আশা করি এমন আনন্দ আপনার জীবনে আরও ফিরে আসুক।

 2 months ago 

সোনিয়া আপুর কাছ থেকে অনেক সুন্দর একটি উপহার পেয়েছেন আপু। পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। আসলে এরকম সুন্দর মুহূর্তগুলো কখনো জীবনে আসবে কিনা জানিনা। সবার সাথে দেখা হলে সত্যি অনেক ভালো লাগতো।

 2 months ago 

ইনশাল্লা আপু আমাদের সবার সাথে সবার দেখা হবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

এগুলো অনেক টা আপেক্ষিক আপু। সবকিছুই সময়ের উপর নির্ভর করে। আর এক্ষেত্রে দেখতে গেলে আমরা দূর্ভাগ‍্যবান। পেইন্টিং টা বেশ সুন্দর। এককথায় একেবারে অসাধারণ। ধন্যবাদ আপনাকে।।

 last month 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

সোনিয়া আপুর পেইন্টিং করার দক্ষতা খুবই ভালো। সোনিয়া আপু আপনাকে এতো সুন্দর একটি উপহার দিয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। পেইন্টিংটা আসলেই খুব সুন্দর। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 104312.36
ETH 3293.18
SBD 4.52