সুপার ক্লে দিয়ে জুয়েলারী ট্রে তৈরির ডাই পোস্ট
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা এবং পরিবার বর্গ সবাই? আশা করি যে যেখানে যেভাবে আছেন ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ আবারও আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো ডাই। আসলে বিভিন্ন ধরনের ডাই গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ইদানিং এগুলো আমায় জাদু করেছে দেখা যাচ্ছে। এই ধরনের কাজগুলো নিজের হাতে করতে যেমন আনন্দ লাগে। ঠিক সেই ভাবে এই কমিউনিটিতে সবার পোস্টগুলো দেখতেও অনেক ভালো লাগে।এখন দেখি সবাই কি সুন্দর সুন্দর ক্রিয়েটিভ বিভিন্ন জিনিস দিয়ে ডাই হোমমেড তৈরী করে। যা আমি দেখলে সবসময় মুগ্ধ হয়ে যাই। আমারও আর এত সুন্দর জিনিসগুলো দেখে আমারও সুন্দর ও ইউনিক সব ডাই প্রজেক্ট বানাতে খুব ইচ্ছে করে আর এগুলো বানিয়ে ভালো ভালো পোস্ট শেয়ার করতেও ইচ্ছে হয়। এখানে সবার মত কোন দক্ষতাই আমার যে নেই। তবুও সবসময় চেষ্টা করি নিজেকে একজন দক্ষ ব্লগার করে গড়ে তুলতে। আর সেই চেষ্টয় আর দক্ষতায় সাথে আজকেও নতুন আরও একটি ডাই পোস্ট তৈরী করতে বসে গেলাম।
হ্যাঁ বন্ধুরা আজও আবার আমার আরও নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নেই। এই যে আমিও সব সময় বলি আমি এটা পারবো না। বা আমার ধারা সম্ভব নয়।কিন্তু যখন কোন কিছু বানানোর জন্য চেষ্টা করতে বসি তখন জিনিসটি বানানোর পর আমিও অবাক হয়ে যায়। অবশ্য এত সুন্দর হয়তো হবে না। তারপরও নিজের বানানো প্রতিটা জিনিস নিজের কাছে ভালো লাগে। যেমন একজন সন্তান যতই অসুন্দর হোক সেই সন্তান তার মার কাছে রাজকন্যা বা রাজপুত্রের মত। ঠিক সেইভাবে আমরা আমাদের চেষ্টা দিয়ে যেগুলো বানাই আমাদের কাছে মনে হয় শ্রেষ্ঠ জিনিস বানিয়েছি। আজ কিন্তু আমি পোস্ট করার জন্য একটি ক্লে দিয়ে জুয়েলারী ট্রে বানিয়েছি। আশা করি আপনাদের সবার আমার আজকের ক্লে দিয়ে জুয়েলারী ট্রেটি অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে আজ আমি সুপার ক্লে দিয়ে চমৎকার একটি জুয়েলারী ট্রে বানালাম দেখে আসি।
প্রয়োজনীয় উপকরণ সমূহ
প্রয়োজনীয় উপকরণ সমূহ
সুপার ক্লে | পরিমান মত |
---|---|
ওয়াটার কালার | পরিমান মত |
মোটা কাগজ | পরিমান মত |
তুলি | ১টি |
প্রস্তুত প্রণালী
ধাপ-১
প্রথমে পরিমান মত ক্লে নিয়ে সেটাকে ভালো করে আটার মত মতে গোল করে নিলাম।
ধাপ-২
এবার সেই গোল ক্লেটিকে একটি রুটির মত বানিয়ে নিলাম এবং মোটা কাগজ দিয়ে আগেই একটি লাভের সেপে একটি কাগজ কেটে রেখেছিলাম। সেই কাগজটি রুটির মধ্যে বসিয়ে নিলাম। ও চারিদিকের ক্লেগুলো সেপ মত কেটে নিলাম।
ধাপ-৩
এবার আবারো পরিমান মত ক্লে নিয়ে হাত দিয়ে লম্বা করে ট্রের সাইট বর্ডারের জন্য বানিয়ে নিলাম।
ধাপ-৪
এবার সেই বর্ডারটিকে একটু চেপ্টা করে নিলাম। এবং একে একে দু সাইট সুন্দর করে লাগিয়ে নিলাম।
ধাপ-৫
এবার আবারও পাতা বানানোর জন্য টিয়া কালার ক্লে নিয়ে রুটির মত বানিয়ে নিলাম।
ধাপ-৬
এবার সেই ক্লে রুটি থেকে পাতা কেটে নিলাম এবং এক এক করে তিনটি পাতা কেটে পাতাগুলো ক্লে ছুরির সাহায্যে পাতাগুলোর ডিজাইন করে নিলাম ও তিনটি পাতা একটির উপরে একটি করে দিয়ে সুন্দর তিনটি একসাথে করে নিলাম।
ধাপ-৭
এবার সেই বানানো তিনটি পাতাকে ট্রের মধ্যে এক সাইটে মনের মত বসিয়ে দিলাম।
ধাপ-৮
এবার সেই একই প্রসেসে আরও তিনটি পাতা বানিয়ে নিলাম ও আবারও সেই তিনটি পাতা তার উপরে আবার বসিয়ে আরও একটি লেয়ার দিয়ে মনের মত ডিজাইন করে নিলাম।
ধাপ-৯
এবার ভাবলাম যে একদম সাদা লাগছে কি করা যায় আর ভেবে দেখলাম একটু রং দিয়ে ডিজাইন করে নেই। তাই জল রং ও তুলি দিয়ে মনের মত প্রথমে লাল রং দিয়ে ডিজাইন করলাম।
ধাপ-১০
এবার সাইটগুলোতেও একটু মনের মত ডিজাইন করে নিলাম।
ধাপ-১১
এবার ভাবলাম লালের মাঝে সবুজ পাতা বসিয়ে দেই তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। ওমা যেই কথা সেই কাজ। সবুজ রং দেয়াতে দেখতে চমৎকার লাগছে।
শেষ-ধাপ
এবার সবকিছু দেখলাম ঠিক আছে কিনা। দেখে শুনে আস্তে আস্তে পুরোটা বানিয়ে নিয়ে আমার আজকের ক্লে দিয়ে জুয়েলারী ডাই ট্রে বানানো শেষ করলাম।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের ক্লে ডাই ক্লে জুয়েলারী ট্রে।
উপস্থাপন
আর এভাবে করেই ধীরে ধীরে শেষ করে নিলাম আমার আজকের ক্লে দিয়ে জুয়েলারী ট্রে তৈরির ডাই পোস্ট। আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সুন্দর করে সমাপ্তি করার চেষ্ট করলাম। জানিনা কেমন লেগেছে আমার আজকের ডাই প্রজেক্টটি। আমি জানি আমার আজকের ডাই প্রজেক্টটিও আপনাদের মন ছুঁতে পেরেছে। আজও আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন আঙ্গিকে নতুন ডিজাইনের নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই পোস্টটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
❤️ধন্যবাদ সকলকে❤️
❤️ধন্যবাদ সকলকে❤️
আপনি তো দেখছি খুব সুন্দর একটা ট্রে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে মাটির বিকল্প হিসেবে এই ক্লের ব্যবহার করা ফলে আমাদের সবার খুব সুবিধা হয়। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে এই ট্রে তৈরীর পতিতা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
হ্যাঁ ভাইয়া মাটির বিকল্প হিসাবে ক্লে।গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
ক্লে দিয়ে জুয়েলারি ট্রে সত্যি ইউনিক একটি কাজ ছিল। আমার কাছে দারুন লেগেছে আপু ।দারুন একটি আইডিয়া থেকে কাজটি করেছেন। ক্লে দিয়ে বানাতে আসলেই বেশ ভালো লাগে ।যদিও এখন পর্যন্ত আমার কোন কিছু শেয়ার করা হয়নি ।আপনাদের বানানো দেখে বেশ অনুপ্রেরণা পাচ্ছি ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে প্রতিটি জিনিস বানাতে অনেক ভালো লাগে। একবার বানিয়ে দেখেন আপনিও নেশায় পরে যাবেন। ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে এমন সব সুন্দর কিছু তৈরি দেখে আসলেই ভালো লাগে আপু।আর সব থেকে বড় কথা আপনাদের এমন প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যায়। মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে দেখতে জুয়েলারী ট্রে তৈরির টা।আরও বেশি ফুটিয়ে তুলেছে রং করার পর । অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার ক্লে ট্রেটা নিয়ে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখে অনেক উৎসাহ পেলাম। অনেক ধন্যবাদ আপু।
ঠিকই বলেছেন কিছু কিছু কাজ আছে নিজে করতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে । আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি অর্নামেন্টস ট্রে তৈরি করেছেন দেখতে খুবই ভালো লাগছে । আমিও কিছুদিন আগে কিছু ক্লে কিনেছি তবে বানাতে সাহস পাচ্ছি না । এদিকে ছেলে সবগুলো ক্লে নিয়ে খেলে খেলে নষ্ট করে ফেলছে ।
সাহস করে বসে যান আপু দেখবেন চমৎকার জিনিস বানাতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপনি এই বিক্রি করা উচিত! এই পোস্টটি @philhughes এর মাধ্যমে টিম 7 দ্বারা আপভোট/সমর্থিত হয়েছে। আমাদের দল সম্প্রদায়ে যোগ করে এমন সামগ্রী সমর্থন করে৷
ক্লে দিয়ে কাজ করতে এমনতেই অনেক ভালো লাগে আপু।ক্লে দিয়ে খুব সুন্দর একটা ট্রে বানিয়েছেন। অনেক দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে আমদের মাঝে শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে আমারও কাজ করতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য।
ক্লে দিয়ে বেশ চমৎকার একটি জুয়েলারি ট্রে তৈরি করেছেন আপু।ক্লে দিয়ে তৈরি করা জুয়েলারি ট্রে টি আমার ভীষণ পছন্দ হয়েছে আপু।এইভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে মাঝে মাঝে পার্সেল করে পাঠাতে পারেন 🥰।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ক্লে দিয়ে ট্রে বাহ চমৎকার লাগছে কিন্তু। এককথায় অসাধারণ ছিল আপনার তৈরি জুয়েলারি ট্রে টা। এবং রঙেরও একটা সুন্দর ব্যবহার করেছেন। চমৎকার ছিল আপনার পোস্ট টা আপু। খুবই সুন্দর করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ক্লে ট্রেটা আপনার ভালো লাগলো জেনে ভালো লাগলো। সবসময় সাপোট করার জন্য ধন্যবাদ ভাইয়া।
বাহ! বেশ দারুন একটা জিনিস তৈরি করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই জুয়েলারি ট্রে টা দেখে। দেখে মনে হচ্ছে স্ট্রবেরি শেপে তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার ট্রে টা দেখে। ডিজাইন টাও খুব সুন্দর অঙ্কন করেছেন। ধন্যবাদ আপু ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি মন থেকে চেষ্টা করেছি। আমার ক্লে ট্রেটি নিয়ে গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
জুয়েলারী ট্রে খুবই সুন্দর হয়েছে আপু। মেয়েরা সব সময় সাজগোজের জিনিসগুলো গুছিয়ে রাখতে পছন্দ করে। আর আপনি এত সুন্দর করে ট্রে তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে দেখতে।
আসলে মেয়েরা সাজগোজের জিনিস গুছিয়ে রাখতে পছন্দ করে। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।