ডিম ও মুগডালের ঝাল ঝাল রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন এই কমিউনিটির সবাই? আমি মহান আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আর ভালো আছি বলেই আমিও চাই আমার চারপাশের সবাইও যেন সবসময় ভালো ও সুস্থ থাকে।আজ আমি আবারও এই কমিউনিটির জন্য আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর ব্লগটি হলো আমাদের সকলের প্রিয় রেসিপি পোস্ট নিয়ে এলাম।

আসলে ডিম আমরা সবাই খুব পছন্দ করি কেউ ভেজে খেতে কেউ পোস করে আবার কেউবা কোরমা খেতে পছন্দ করি আবার দেখা যায় কেউ বা ডিমকে বাহারি ভাবে রান্না করে খেতে বেশ পছন্দ করি। ডিমকে অনেক ভাবেই রান্না করা যায়। লাউ,ফুলকপি,বুটের ডাল ও মুগ ডাল এগুলো দিয়ে রান্না করলে কিন্তু ডিমের স্বাদ আরও বেড়ে যায়। আর তাইতো আমি আজও মুগ ডাল দিয়ে ডিমের রেসিপিটি নিয়ে এলাম। সবাই আশা করি এভাবে রান্না করে খেয়েছেন। আমার কাছে কিন্তু এই রান্নাটি অনেক ভালো লাগে। আর তাই আমি এইভাবে মাঝে মাঝে রান্না করে খেয়ে থাকি। তাহলে চলুন কিভাবে রান্না করা হলো পুরো প্রসেসটা দেখে আসি।

image.png

image.png

image.png

মুগডাল ও ডিমের ঝাল রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

বিবরণ
ডিম০৭টি
পেঁয়াজ কুচি২টি
ডাল২৫০ গ্রাম
মরিচ গুড়াপমিান মত
হদুল গুড়াপমিান মত
আদা রসুন বাটাপমিান মত
কাঁচা মরিচ১০-১২টি
তেলপরিমান মত
লবনপরিমান মত
তেজপাতা০২ টি
ধনেপাতাপমিান মত
গরম মসলাপমিান মত

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

image.png

প্রথমে মুগডালগুলো ভেজে ধুয়ে নিতে হবে

ধাপ-২

image.png

এরপর চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিতে হবে।

ধাপ-৩

image.png

image.png

এবার তেলটা একটু গরম হলে তার মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে।

ধাপ-৪

image.png

এবার চুলায় আরও একটি প্যান দিয়ে তার মধ্যে পরিমান মত তেল ও পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে।

ধাপ-৫

image.png

এবার পেঁয়াজ কুচির মধ্যে একে একে তেঁজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিতে হবে।

ধাপ-৬

image.png

image.png

এবার পেঁয়াজ কুচি ও তেঁজপাতা গরম মসলাগুলোর মধ্যে আবারও একে একে হলুদ গুড়া, মরিচ গুড়া, আদা রসুন বাটা ও পরিমান মত লবন দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে।

ধাপ-৭

image.png

এবার মসলাটাকে কসিয়ে লাল করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধাপ-৮

image.png

এবার সেই কসানো মসলার মধ্যে ডালগুলো দিয়ে দিতে হবে।

ধাপ-৯

image.png

image.png

এবার ডালগুলোকে বেশ কিছুক্ষন সময় নিয়ে ভালো ভাবে কসিয়ে নিতে হবে। কারন মুগডাল সেদ্ধ হতে কিছু সময় লাগে।

ধাপ-১০

image.png

এবার ডালগুলো কসানো হয়ে গেলে তার মধ্যে পরিমান মতো পানি দিয়ে দিতে হবে।

ধাপ-১১

image.png

এবার ডালের পানিটা একটু গরম হয়ে এলে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে।

ধাপ-১২

image.png

এবার ডিমও ডালটা হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষন অপেক্ষা করতে হবে।

ধাপ-১৩

image.png

image.png

এবার রান্নাটি পরিপূর্ন হয়ে এলে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে।

শেষ ধাপ

image.png

এবার রেসিপিটি হয়ে এলে পরিবেশনের জন্য নামিয়ে নিতে হবে।

পরিবেশন

image.png

এবার সবাই বলেন তো কেমন হলো আমার আজকের মুগডাল দিয়ে ডিমের ইউনিক রেসিপিটি? এভাবে এই মজাদার রান্নাটি খেয়ে দেখবেন। আজ এখানেই আমার রেসিপির ব্লগটির সমাপ্তি করছি। আগামীতে আবারও নতুন কোন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে।❤

Sort:  
 last year 

ভাইরে ভাই। এত সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়া হয়। আর আমাকে একবারও বলা হয় না । বেশ দারুন একটি মজাদার রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার শেয়ার করা রেসিপিটি কি বাসায় আছে? নাকি শেষ? যাক দারুন উপস্থাপনাও ছিল। সব মিলিয়ে ভালো একটি পোস্ট শেয়ার করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

হুম আপু আমি জানি ডিম আপনার বেশ পছন্দ আজ শেষ হয়ে গেছে অন্য একদিন আবার রান্না করে খাওয়াবো আপনাকে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখতে অনেক মজাদার মনে হচ্ছে। প্রতিটা ধাপ এতো সুন্দর ভাবে তুলে ধারার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ডিমের সাথে মুগডাল দিলে সেটা খুবই ভালো লাগে খেতে।আপনার রেসিপি দেখে আমার লোভ লেগে গেলো। রেসিপির প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ডিম আর ডালের সমন্বয়ে অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই রেসিপিটা কিন্তু আমার কাছে অতিশয় ভালো লেগেছে। আমি এমনিতেই ডিম আর ডালের ভুনা জাতীয় রেসিপি গুলো বেশি পছন্দ করি। বিশেষ করে কোন হোটেলে খাওয়ার জন্য উপস্থিত হলে এই জাতীয় রেসিপিগুলো বেশী খোঁজ করি এবং খেয়ে থাকি।

 last year 

আমিও ভাইয়া ডিম আর ডালের রেসিপিগুলো অনেক পছন্দ করি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

খুবই চমৎকার একটা রেসিপি, ডিম এবং মুগ ডালের কম্বিনেশনে বেশ ঝাল ঝাল করে একটা রেসিপি তৈরি করেছেন। এটা খুবই সুস্বাদু হবে বলে মনে হচ্ছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটি করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনিও বেশ চমৎকার করে একটি মন্তব্য করেছেন। আপনাকে এরজন্য ধন্যবাদ।

 last year 

ডিম ও মুগডালের ঝাল ঝাল লোভনীয় রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিয়ে বাড়িতে সব থেকে বেশি এই রেসিপিটা তৈরি হতে দেখতে পাওয়া যায়।

 last year 

আমার কাছেও আপু রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর করে মন্তব্য করার জন্য।

 last year 

লোভনীয় আপনি তো দেখছি চমৎকার করে মুগ ডাল দিয়ে ডিম রান্না করেছেন। ঠিক বলেছেন ডিম নানা রকম ভাবে রান্না করে খাওয়া যায়।আপনার মুগ ডাল দিয়ে ডিম রেসিপি খুব সুস্বাদু হয়েছে বুঝতে পাচ্ছি। ধাপ গুলো বেশ পরিস্কার ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অসাধারণ।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু। গুছিয়ে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ডিম ও মুগডালের রেসিপি বাহ্ বাহ্ দারুন। মুগডালের খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। এর আগে কখনো ডিম দিয়ে খাওয়া হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

খেতে ইচ্ছে করলে অবশ্যই বাসায় আসবেন ভাইয়া। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ডিম ও মুগ ডাল একসাথে কখনো রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে। রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

রান্না করে খেয়ে দেখবেন। রান্নার টেস্ট করার জন্য আমার বাসায় আপনার দাওয়াত রইলো।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ডিম আমারও খুবই প্রিয়। তাই তো আমিও সময় পেলে বিভিন্ন ভাবে রান্না করি। তবে এইভাবে কখনো মুগডাল দিয়ে রান্না করে খাওয়া হয়নি। আপু আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরি করেছেন এবং রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপু অনেক ভালো লাগবে। আপনাকেও ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96135.63
ETH 2796.94
SBD 0.66