গান রিভিউ ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর সবাই যেন সবসময় ভালো থাকেন আমি এই দোয়াই করি। আমিও বাঁচার জন্য আলহামদুলিল্লাহ্ বেচেঁ আছি। আজ ভাবলাম যে আপনাদের মাঝে আমার পোস্টগুলোর মধ্যে একটি ভিন্ন পোস্ট শেয়ার করবো। আর তাই কি ভিন্ন পোস্ট দেয়া যায় চিন্তা করলাম। আর ভাবলাম আজ আপনাদের মাঝে আমার এই ব্লগ থেকে একদম ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো। যা আমার এই ব্লগ পেইজে একদম নতুন ও ভিন্ন ধরনের একটি পোস্ট। আসলে মাঝে মাঝে পোস্টে ভিন্নতা আনলে তার ভেরিয়েশন বেড়ে যায়। আর নিজের কাছে ও সবার কাছেও গ্রহন যোগ্যতা পায়। তাহলে চলুন দেখে আসি আজ আমি আপনাদের জন্য কি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হলাম।
আসলে গান ভালোবাসে না আমাদের চারপাশে তেমন মানুষ নেই বললেই চলে। আমরা ছোটবেলা থেকেই গান খুব পছন্দ করি। বিভিন্ন ধরনের রোমান্টিক, আধুনিক, নজরুল রবীন্দ্র এমনকি হিন্দী সব ধরনের গান কিন্তু আমরা পছন্দ করি। যেমন পছন্দ করি গান শুনতে আবার তেমনি গুনগুনিয়ে গান গাইতে। আর আমি মনে করি গানের ব্যপারে এক একজনের পছন্দ এক এক ধরনের। তবে আমার কাছে বেশী ভালো লাগে রবীন্দ্র আর আধুনিক গান। আবার অনেক সময় গানের সুর আর কথাগুলো যদি মনে ধরে যায় তাহলে সেই গানটিও আমার কাছে অনেক প্রিয় হয়ে যায়। আমি ছোটবেলা থেকে গান অনেক পছন্দ করি। যদিও আমার কন্ঠ ভালো না। তারপর ও একান্ত নিজের জন্য তো গুনগুনিয়ে গাওয়া যায়।আর গান গাইলে ও গান শুনলে মনমানসিকতাও ভালো থাকে। তাই আমি সবসময় গুনগুনিয়ে গান করি। আর মনটাকে ভালো রাখি । তবে এমনও অনেক গান আছে যেটা শুনলেই মনও খারপ হয়ে যায়। পাশাপাশি চোখও জলে ভিজে যায়।
ইউটিউব থেকে প্রাপ্ত
হ্যাঁ বন্ধুরা সেই ছোটবেলা থেকে সবসময় মনটা যেন অনেক জায়গায় হারিয়ে যায়। সেই ছোট বেলা থেকেই আমার বড় একটা স্বপ্ন ছিল যে আমি সকল অসহায় পিতা মাতাদের জন্য একটি বৃদ্ধশ্রম খুলবো। অবশ্য এই স্বপ্নটি আরও বেশী জেগেছিল নচিকেতা চক্রবর্তীর একটি গান শুনে। কিন্তু সব স্বপ্নতো পূরন হয় না। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরন হয় না। আর আমার এই স্বপ্নতো একটি ছেড়া খাতায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন। আসলে সব স্বপ্ন চাইলে পূরন করা যায় না। প্রতিটা স্বপ্নের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। টাকা পয়সা পরিবাব পরিজন মত অমত জায়গা সম্পত্তি ইচ্ছা অনিচ্ছা। আর আমার মত এই স্বপ্ন হয়তো অনেকে দেখেছে।কেউ হয়তো পেরেছে আবার কেউ হয়তো স্বপ্ন পূরন করার চেষ্টায় আছে। কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। হয়তো বা যাবেও। কিন্তু স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। তাই আমার এই স্বপ্নকে নিয়ে আমি অনেক দূর হারাতে চাই। আজ সেইভাবে হারাতে গিয়ে মন ঘুরতে ঘুরতে হারিয়ে গেল কষ্টের একটি গানের মাঝে। গানটি যদিও আমি তেমনভাবে শুনি না । কারন গানটি শুনলেই আমার যেমন দুচোখ জলে ভেসে বেড়ায়। ঠিক তেমনি আমার অন্তরের প্রতিটি কোনাগুলো ভেঙ্গেচুরে একাকার হয়ে যায়। আমি জানি এই গানটি শুধু আমার একার পছন্দ নয়। এই গানটি সারা পৃথিবীর মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। তাই তো আজ চেষ্টা করলাম গানটির রিভিউ করার।
গানটির কিছু তথ্য
নাম | ছেলে আমার মস্ত মানুষ,,,মস্ত অফিসার,,, |
---|---|
গানটির গীতিকার | নচিকেতা চক্রবর্তী। |
রচনা | নচিকেতা চক্রবর্তী। |
শিল্পী | নচিকেতা চক্রবর্তী। |
দৈর্ঘ্য | ০৪ মিনিট ১৫ সেকেন্ড |
★ নচিকেতা চক্রবর্তী।
আল্লাহ্ তায়ালা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এবং পৃথিবী সৃষ্টির পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) পরে স্থান দিয়েছেন আমাদের মাতা পিতাকে। আমারা তাদের গর্ভে সৃষ্টি হয়েছি। কিন্তু পৃথিবীর কি নির্মম পরিহাস, যেই সন্তানদেরকে মা বাবা সেই ছোট বেলা থেকে নিজেরা না খেয়ে কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে। এক সময় দেখা যায় তাদের অবহেলার স্বীকার হয়ে মা বাবাকে বের হতে হয় রাস্তায়। কোন বাবা মা তাদের সন্তানদেরকে প্রতিদানের আশায় মানুষ করে গড়ে তোলে না। তারা তাদের দায়িত্ব কতব্য ও ভালোবাসা থেকে সন্তানদের আগলে রাখে ও মানুষের মত মানুষ করে গড়ে তোলে।আর একসময় সেই সন্তানেরা হয় কেউ বড় বড় ডাক্তার ইন্জিনিয়ার ব্যারিষ্টার এমন কি বড় বড় ব্যাসায়ী।
আসলে মা বাবা আমাদের জন্য বৃক্ষ, মাথার ছায়া । আর সেই ছায়া যদি একবার আমারা হারিয়ে ফেলি তাহলে আর ফিরে পাবো না। যার বাবা মা নেই একমাত্র সেই বোঝে বাবা মা কি?কিন্তু হারিয়ে বুঝলেতো কোন লাভ নেই। এই ধরনের গানগুলো শুনে যদিও অনেক পরিবর্তন হয়। আর অনুশোচনাও হয় ।আবার দেখা যায় অনেক সন্তান আবার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে। যেই বয়সে তাদের একটু আদর যত্ন পাওয়ার কথা তাদের স্থান আজ বৃদ্ধাশ্রমে। এই বয়সে প্রতিটা বৃদ্ধ হয়ে যায় শিশু। তাদের স্বপ্ন থাকে ছেলে মেয়ে ছেলের বউদের আদর যত্ন ও নাতী পুতিদের সাথে আনন্দ ও খেলাধুলা করে কাটাবে। কিন্তু সেই স্বপ্ন হয় বৃদ্ধাশ্রমে সকল বৃদ্ধদের নিয়ে সময় কাটানোর মাঝে পূরণ। সেখানে তারা সকল বৃদ্ধ মিলে কথা বলে আনন্দ করার চেষ্টা করে। কিন্তু তাদের সেই আনন্দগুলো কষ্টের দিন রাত আর বছরের মধ্য দিয়ে পার হয়।
কি বিচিত্র আমাদের পৃথিবীর মানুষগুলো । আসলে এই গানটির মধ্যে ধনী গরিব এবং সমাজের ও আমাদের পারিবারগুলোতে মা-বাবা যে অবহেলার স্বীকার হচ্ছে এবং তা পরবর্তীতে মা বাবার ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। তা তুলে ধরা হয়েছে। আর ইউটিউবে গেলে দেখা যায় এটা নিয়ে বিভিন্নভাবে বা বিভিন্ন শিল্পী এই গানটি তাদের মধুর কন্ঠ দিয়ে সবার মাঝে গেয়ে তুলে ধরেছেন। আর এই গানটি শুনলে এমন কেউ নেই যে কারো চোখে পানি না আসে।তবে এই গানটি থেকে আমরা একটি ধারনা অর্জন করতে পারি। টাকা পয়সা ও ধনী মানুষরাই বুঝি মা বাবাকে অবহেলা ও তুচ্ছ তাচ্ছিল্য করে, তা নয় আমাদের আশে পাশের গরীব দুঃখীদের মাঝেও কিন্তু এই ব্যপারগুলো দেখতে পাওয়া যায়। আসলে বাস্তবতা বড়ই নির্মম । আর সেখানে অবহেলা ধনী গরিব যে কারোর মধ্যে দেখা যায়। আর অসংখ্য মানুষদের মধ্যে অমানুষদের দেখা মেলে এটাই হলো বাস্তবতা।
গানটির অরজিনাল শিল্পী হলো নচিকেতা চক্রবর্তী। আর তার কন্ঠে গাওয়া এই গানটি পৃথিবীর কারো চোখে যে জলে ভেসে যায়নি এই কথাটাও বলা যাবে না। পরবতীতে গানটি বিভিন্ন শিল্পীর কন্ঠে তুলে ধরা হয়েছে। গানটি ছোট বেলা থেকেই আমার ভীষণ পছন্দ। যেদিন এই গানটি আমার প্রথম কানে এলো সেদিন হতেই আমি গানটির প্রেমে পড়ে গেছি। কারন গানের প্রতিটি কথাই আমার কাছে বেশ ভালো লেগেছে। আর তার সাথে সাথে গানটির সুরও যেন একেবারে হৃদয় র্স্পশ করে যায়। তাইতো গানটি আমি সহজে শুনি না কারন এই গানটি শুনলে আমার অনেক কষ্ট হয়। সবমিলিয়ে গান গানের ভিডিও কভারটি অসাধারন
ব্যক্তিগত মতামত
আমি জানি আমার রিভিউ করার পর আপনারা সবাই গানটি আবার ও শুনবেন । তবে আমি কিন্তু এ পর্যন্ত গানটি অনেক বার শুনেছি। আর কষ্টও পেয়েছি। সবসময় মাকে নিয়ে গানটি শুনতাম। আমার কাছে গানটি অসাধারণ লেগেছে। তাই তো আমি যতবার গানটি শুনেছি ততবার আমার অনেক ভালো লেগেছে। আর ততবারি দু চোখ ভিজে গেছে।। গানটির শিল্পী ও সুরকার এবং গীতিকার বেশ সুন্দর করে গানটির মধ্যে পৃথিবীর সকল মা বাবার সন্তানের প্রতি যে ফেলে আসা কষ্ট সেই স্মৃতি তুলে ধরেছেন। পাশাপাশে সেই সন্তানের বড় হয়ে তাদের বড় বড় বাড়ি আর দালান কোঠার মাঝের রুমগুলোর আসবাবপত্রের মাঝে বাবা মাকে অবহেলায় ঠাঁই দিয়ে তাদের স্থান বৃদ্ধাশ্রমে জায়গা করে দিয়েছে। সেই আবেগ কষ্ট ফুটিয়ে তুলতে গীতিকার ও সুরকার সক্ষম হয়েছেন। আমি মনে করি এই গানটি অনেক কিছু শিখিয়েছে। এর মাধ্যমে পৃথিবীর অনেক সন্তান তাদের মা বাবাকে সম্মান দেন।
ব্যক্তিগত রেটিং
ব্যক্তিগত রেটিং
১০/১০
গানটির ভিডিও লিংক
গানটির ভিডিও লিংক
শেষ কথা
শেষ কথা
সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanilaআমি একজন বাংলাদেশী ইউজার।আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
আসলে আপু আপনি বাংলার খুবই সুন্দর একটি গান আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকে আপনি আমাদের মাঝে যে গানটি শেয়ার করেছেন এই গানটি আজও আমরা টিভিতে শুনতে পাই। এমনকি গানটা সকলের অনেক প্রিয়। ধন্যবাদ আপনাকে এই গানটি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া গানটি আমাদের সবার অনেক প্রিয়।সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
ছোটবেলা থেকে এই গানটি যখন শুনেছি তখন থেকে অন্য রকমের কষ্ট অনুভব করেছি। আর এভাবে এই গানের রিভিউ তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়েছি আপু। সত্যিই অসাধারণ হয়েছে আপনার এই পোস্ট। আর আইডিয়াটাও চমৎকার ছিল।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
যখনই এই গানটা শুনি তখনই বুকের ভেতর টা কেঁপে উঠে।গানটি শুনতে খুবই ভালো লাগে আমার।আপনি দারুন ভাবে গানটির রিভিউ করেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমারও ঠিক আপনার মতোই গানটি শুনলে বুক কেঁপে উঠে। ধন্যবাদ আপু।
আমি ভারতের শিল্পী নচিকেতার অনেক গান শুনেছি। অনেকে তার গানগুলো হাস্যকর মনে করে কিন্তু তার গানের মধ্যে বাস্তবতা লুকিয়ে থাকে অনেক। তার বেশ কিছু অ্যালবামের গান আমিও একাধিকবার শুনেছি। তার মধ্যে এই গানটা বেস্ট একটি গান। খুব সুন্দর একটি গান আপনি রিভিউ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছেও এই গানটি বেস্ট মনে হয়। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
কলিজা ধরা গানের রিভিউ করলেন আপনি। তবে ভালো লেগেছে আপনার পোস্টের ভিন্নতা দেখে। আশা করি এমন করেই সামনের দিকে এগিয়ে যাবেন। বেশ দারুন একটি গানের রিভিউ করেছেন আপনি। সেই সাথে নিজের অনুভূতি গুলো কে বেশ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে।
উৎসাহমূলক মন্তব্য করে সবসময় সাপোট করার জন্য ধন্যবাদ আপু।
গানটা একটা বাস্তবতা নিয়ে তৈরি। এখন তো শিক্ষিত ছেলে মেয়েরা তাদের বাবা মাকে নিজের কাছে রাখতে চাই না। শেষপর্যন্ত তাদের স্থান হয় ঐ বৃদ্ধাশ্রম। ব্যাপার টা বেশ দুঃখজনক এবং লজ্জাজনক। এই গানের কথাগুলো একেবারে বাস্তবতা নির্ভর। চমৎকার লিখেছেন ভাই।
হ্যাঁ ভাইয়া এই গানের কথাগুলো বস্তবর্তা। সুন্দর মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ।
tweeter