গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য
আসসালামু আলাইকুম
হ্যালো! এপার ওপার বাংলার আমার সকল সহযাত্রী ভাই-বোনেরা কেমন আছেন সবাই? আমি আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সবাই ভালো থাকেন আমি সবার জন্য এই দোয়াই করি। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। প্রতিদিন আপনাদের মাঝে নতুন করে নতুন নতুন পোস্ট শেয়ার করতে হয়। আর তাই কি পোস্ট দেয়া যায় তাই নিয়ে চিন্তা করি। আপনারা জানেন অনেকদিন যাবৎ আমি কেক নিয়ে কাজ করছি।তাই প্রতিদিন কিছু না কিছু কেক এর আমি অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ্ । আর আমার ওখানেও অনেকটা সময় দিতে হয়। তাই আমি ডিসকোডে বেশী একটা সময় দিতে পারছি না। তবে আমি আশা করি এদিকটা একটু সামলে উঠতে পারলে আপনাদের আবার সময় দিতে পারবো।
আসলে আমি মনে করি প্রতিটি জিনিস এক একটা শিল্প বা আর্ট । যেমন ধরেন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি পেইন্টিং ডাই এমনকি রান্নাবান্নাও একটি আর্ট । আর এই সকল শিল্প গুলোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় এই সকল কাজগুলো যদি আমি করতে পারতাম। আসলে সব কাজতো মানুষ চাইলেও করতে পারে না একমাত্র দক্ষ মানুষ ছাড়া।তার মধ্যে আমি হলাম একজন অদক্ষ মানুষ। তারপরও এই কমিউনিটিতে আসার পর আমার অনেক ভালো লাগা পুরন হয়েছে। যেমন ধরেন আমি কোন কাজেই পারফেক্ট না তারপরও মাঝে মাঝে বিভিন্ন পেইন্টিং বা ডাই বা ভিডিওগ্রাফি করতে পারছি। আবার আমার মনের সকল কথা দিয়ে ও পছন্দের কাজগুলো দিয়ে বিভিন্নভাবে এখানে আমার ব্লগগুলো শেয়ার করতে পারছি।হ্যাঁ আমার কাছের ও দূরের সকল ভাই-বোনেরা প্রতিদিনের মত আজও আপনাদের মাঝে আমার একটি প্রিয় কাজ নিয়ে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।হঠাৎ একটি পেইন্টিং করতে ইচ্ছে হলো তাই বসে গেলাম রং আর কাগজ নিয়ে।হ্যাঁ আজও নিয়ে এলাম আমার প্রিয় একটি পেইন্টিং নিয়ে। এত ব্যস্ততার মাঝেও একটি পেইন্টিং করার চেষ্টা করলাম। আর আস্তে আস্তে পেইন্টিংটি শেষ করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
প্রস্তুত প্রণালী
ধাপ-১
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে চারকিনারে টেপ লাগিয়ে নিলাম। এবার ব্লু কালার রং নিয়ে পেইজে রং করতে থাকলাম হঠাৎ মাথায় এলো একটি সূর্য দেব তাই মাস্কিং টেপ গোল করে কেটে সূর্যের জন্য পেইজটির এক সাইটে লাগিয়ে নিলাম।
ধাপ-২
এবার এক এক করে পেইজের উপরের দিকে ব্লু লাল,হলুদ,কমল.ও বেগুনী কালার মোম রংপেন্সিল দিয়ে পেইজে ঘষে সন্ধার আকাশের গোধূলী প্রকৃতির অংশ এঁকে নিলাম।
ধাপ-৩
এবার কালারগুলো সব সুন্দর করে ফিনিশিং দিয়ে সবুজ কালার দিয়ে পেইজের নিচে মাঝ বরাবর একটি রাস্তা একেঁ নিলাম। আসলে আমার গ্রামের রাস্তা সম্পর্কে এতটা ধারনা নেই তারপরও যতটুকু পেরেছি এঁকেছি।
ধাপ-৪
এবার রাস্তার দুসাইটেও সবুজ কালার করে নিলাম এবং কালারগুলো ফিনিশিং দিয়ে নিলাম।
ধাপ-৫
এবার রাস্তার মাঝে রাস্তার একটি সুন্দর রুপ দেয়ার জন্য কফি কালার ও ব্রাউন কালার রং দিয়ে এঁকে নিলাম ও কালারগুলো মিক্স করে ফিনিশিং দিয়ে নিলাম।
ধাপ-৬
এবার ভাবলাম যে রাস্তাটা খালি খালি লাগছে তাই ১০বি পেন্সিল দিয়ে রাস্তার দুসাইটে মনের মত ডিজাইন করে নিলাম আরকি দুসাইটে বেড়া এঁকে নিলাম।
ধাপ-৭
এবার মনে আসলো যে দূরে একটু ছোট্র করে পাহার বা মাটের কিছু চাকা এঁকে দিলে ভালো লাগবে তাই ১০বি পেন্সিল দিয়ে এঁকে নিলাম।
ধাপ-৮
এবার পেন্সিল দিয়ে রাস্তার পাশে মাঠের মধ্যে একটি লতাপাতা গাছ এঁকে নিলাম ও আকাশে গধুলী সন্ধার পাখি উড়ে ঘরে ফিরছে তাও কিছুটা এঁকে নিলাম।
শেষ-ধাপ
এবার মাঝে সূর্যের মাস্কিং টেপ তুলে আরও একটু ফিনিশিং দিয়ে একটি সিগনেচার দিয়ে শেষ করে নিলামআমার গধুলী সন্ধার প্রকৃতির দৃশ্যের পেইন্টিংটি।
উপস্থাপন
এবার টেপ তুলে আমার আজকের পেইন্টিং এর উপস্থাপনা সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের পেইন্টিং। আজ পেইন্টিংটি কেমন হলো আপনাদের জানার অপেক্ষায় থেকে আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
গোধূলি বেলার সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর গোধূলির সৌন্দর্য পেইন্টিং করতেও খুবই ভালো লাগে। আপু আপনার পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। চমৎকার ভাবে আপনি পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে।
বাহ্ আপু দারুন চমৎকার তো। আপনি তো অসাধারণ একটি পোস্ট করেছেন। খুব সুন্দর করে গ্রামের গোধূলী বেলার একটি সুন্দর দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন একটি দৃশ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বর্তমান যে আবহাওয়া ভালো থাকা মুশকিল। আপনি ভালো আছেন জেনে ভালো লাগলো। গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে তো আকাশের রং চমৎকার ফুটে উঠেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
কি চমৎকার সুন্দর এঁকেছো গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য।দারুণ হয়েছে তোমার গোধুলী সন্ধ্যার প্রাকৃতিক দৃশ্য।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছো।ধন্যবাদ তোমাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছো জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে হাতের কাজ সম্পূর্ণ করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
গোধূলি লগ্নের সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কেকের কাজ শুরু করেছেন জেনে বেশ ভালো লাগলো আপু। নতুন করে কেকের অর্ডার পাচ্ছেন। এই কাজগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক আপনার গোধূলি বেলার আর্ট ভীষণ সুন্দর হয়েছে আপু। পুরো দৃশ্যটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। নতুন করে কিছু কেকের অর্ডার পাচ্ছেন শুনে ভালো লেগেছে। গোধূলি বেলার দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটা দৃশ্য অঙ্কন করেছেন। আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লেগেছে।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট করা দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। দৃশ্য টি একদম বাস্তবের মতো লাগছে।আর প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।