বৃষ্টি বিলাসী মেয়ের বৃষ্টিতে ভেজার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা এই বৃষ্টি ভেজা দুপুরে কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালোই আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। পরসমাচার হলো এই গরমের সিজনে প্রচন্ড তীব্র গরম থাকে চারিদিকে। আর এই গরম যেন সহ্য করার মতো না।গরমের সিজনে গরম থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কেউই গরম সিজনে প্রচন্ড গরম আর শীত সিজনে প্রচন্ড শীত একেবারেই সহ্য করতে পারিনা। আমি আবার গরম একে বারেই সহ্য করতে পারিনা। গরমের দিনে বৃষ্টি হলে আমার অনেক ভালো লাগে। তাইতো এই সিজনে চেয়ে থাকি বৃষ্টির পানে। কখন ঝড়ও হাওয়ার বৃষ্টি হবে। যদিও দু এক দিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে। তারপরও কিন্তু গরম তেমন একটা কাটেনি। তবে গতকাল আর আজ কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে।

image.png

আর এই দুদিন ধরে আমিও বৃষ্টিতে ভিজতেছি। গতকালও ভিজেছি আজও। আমি বৃষ্টি বিলাসি মানুষ। তাই বৃষ্টি দেখলেই থেমে থাকতে পারিনা। বৃষ্টির রিমঝিম শব্দে আর শীতল ঠান্ডা পানিতে হৃদয়ের সবটুকু কথার ফুলঝুড়িগুলো মিশিয়ে দেই বৃষ্টির সাথে ঐ আকাশ পানে। তাই তো মাঝে মাঝে আমার কথা বলার সকল ভাষা হারিয়ে যায়। ঐ বৃষ্টির মাঝে। হ্যাঁ আমার প্রিয় সকল বন্ধুরা বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। অনেককে শুনতে পাই যে বৃষ্টিতে ভিজলে নাকি জ্বর আসে। কিন্তু আমি সেই ছোট থেকেই বৃষ্টি পছন্দ করি আর ভিজি। কখনও জ্বর আসেনা।শুধু এ বছর প্রথমে বৃষ্টিতে ভিজে একটু জ্বর আসছিল। তারপরও কেন যেন বৃষ্টি দেখলেই আমি থেমে থাকতে পারি না দৌড়ে যাই বৃষ্টির কাছে বৃষ্টিতে ভিজতে।

image.png

image.png

আপনারা কে কে আমার মতো বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন। আমি কিন্তু অনেক পছন্দ করি। আর যখন বৃষ্টিতে ভিজতে যাই তখন সাথে করে বাড়ির অনেককে ডেকে নিয়ে যাই। সবাই একসাথে ভিজি অনেক মজা করে। বৃষ্টিতে ভিজতে তো অনেক ভালো লাগে। কিন্তু যখন জোড়ে জোড়ে আকাশে ব্রজের আওয়াজ হয় তখন অনেক ভয় লাগে। গতকালও বৃষ্টিতে ভিজেছি কিন্তু তেমন বৃষ্টি ছিল না। তাই বৃষ্টিতে ভিজে তেমন মজা পাইনি। আজ কিন্তু প্রচুর জোড়ে বৃষ্টি নেমেছিল আর বৃষ্টিতে ভিজেও ভালো লেগেছে। আমি আবার বৃষ্টিতে ভিজতে গেলে না থামা পর্যন্ত আসতে ইচ্ছে করে না। আজও সকাল থেকে দেখছি বৃষ্টি আসছে আর যাচ্ছে। তাই গোসল করে ফেলেছিলাম। কিন্তু যখন আবার দুপুরে দেখলাম যে জোড়ে বৃষ্টি নেমেছে তখন আবার বাড়ির অন্যান্য ফ্ল্যাটের ছোট বড় সবাইকে ধরে নিয়ে একসাথে বৃষ্টিতে ভিজেছি।

image.png

আসলে আমিতো বৃষ্টি লোভী তাই মনে হয় যে প্রতিদিন যদি এইভাবে বৃষ্টি দেখতে পেতাম আর বৃষ্টিটাকে স্পর্শ করতে পারতাম তাহলে ভালো হতো। আসলে কোন কিছুই অতিরিক্ত বেশী ভালো লাগে না। আসলে ঐ যে কথায় আছে না মেঘ না চাইতে বৃষ্টি । তাই হঠাৎ সবকিছুই ভালো লাগে। আর বৃষ্টি শুধু এই বিলাসী মানুষের মন রক্ষা করলেইতো আর হবে না।বলেনা যে অভাব যখন আসে তখন ভালোবাসা আর ভালো লাগা জানালা দিয়ে চলে যায়।তাই অতিরিক্ত বৃষ্টি হলে দেশের ফসলেরও অনেক ক্ষতির সম্ভবনা থাকে। তখন এই বৃষ্টির দিকে চেয়ে থাকলে কি আর ভালো লাগবে বা পেট ভরবে? তাই আমার মহান আল্লাহ তার বান্দাদের সকল দিক বিবেচনা করে। যেভাবে তার বান্দারের ভালো সেই ভাবেই সব সৃষ্টি করেছে।

image.png

আবার অতিরিক্ত বৃষ্টি হলেও আমাদের সবার অনেক সমস্যায় পড়তে হয়। যেমন গতকালের ভেজা কাপড় এখনও শুকাতে পারিনি। তাই আমার বাসার সবাই বলছে দেখ তুই বৃষ্টি পছন্দ করিস এখন এই কাপড় কোথায় শুকাবো? এটাও ভাবার বিষয়। আবার যারা অফিস আদালত বা স্কুল কলেজ করে তাদেরও পড়তে হয় বিভিন্ন সমস্যায়। বৃষ্টি অনেক সময় অনেকের মন খুশি করে আবার অনেক সময় পরিস্থিতে অনেকের মন খারাপও হয়। তবে আমি বৃষ্টি বিলাসী আমার কাছে সবসময় বৃষ্টি ভালো লাগে। আর আজ এই বৃষ্টিতে ভিজে আমার শরীর ও মন অনেক স্বস্তি পেয়েছে।

image.png

যাই হোক বৃষ্টিতে ভিজে আসার পর পোস্ট রেডি করতে বসে ভাবলাম যে কি পোস্ট করবো। তাই মনে করলাম যে আপনাদের মাঝে আজ বৃষ্টিতে ভিজার পোস্টি শেয়ার করবো আর তাই করলাম। আর লেখতে বসে অনেক কিছুই লিখে ফেললাম। আশা করি কোনকিছু ভূল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আমার আজকের পোস্টটিও আজকের মতো শেষ করে ফেললাম। আবারও আপনাদের ভালোবাসা নিয়ে যে কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 3 months ago 

এখন অবশ্য বর্ষাকাল প্রায় মাঝামাঝি বা শেষের দিকে, যদিও জলবায়ু পরিবর্তনের কারনে তার তারতম্য হতে পারে শরতের আগমন কবে হবে বিষয়টিতে। তবে মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা ভালো, যদি সেই বৃষ্টি মুষলধারে না হয় বা শিলামিশ্রিত না থাকে।
তবে শহরাঞ্চলে কিন্তু বৃষ্টিতে ভেজা তারপর কাপড়চোপড় শুকানো লাগাতার বৃষ্টির মাঝে একটু কঠিন। তারপরও শখের বসে ভালোলাগায় অনেকে বৃষ্টিবিলাসী হয়।
যা হোক, আপনার শহরকেন্দ্রিক বাইরের পরিবেশ আর বৃষ্টিবিধুরা আকাশের চিত্র দেখে খুব ভালো লাগলো।
বেশ ভালো লিখেছেন।

 3 months ago (edited)

ঠিক বলেছেন ভাইয়া শিলা বৃষ্টি হলে জ্বর চলে আসে। এত সুন্দর করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু। এত নান্দনিকভাবে বৃষ্টির দিন যাপনের অভিজ্ঞতা বর্ণনা করলেন। বর্ণনার কথা সত্যিই ভালো ছিল।
ভালো থাকবেন, শুভকামনা রইলো অনেক।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া ।

 3 months ago 

বৃষ্টিতে ভেজা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আসলেই আপনি বৃষ্টি বিলাসী তানা হলে, গোসল করার পরেও জোরে বৃষ্টি দেখে ভিজতে নামে কেউ।আর বৃষ্টিতে ভিজলে আপনার ঠান্ডা লাগেনা বা জ্বর আসেনা! কিন্তু আমার ক্ষেত্রে তার উল্টোটা!! পোস্টের ছবি গুলোও সুন্দর হয়েছে। সবমিলে বেশ ভালো লেগেছে পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আমার পোস্টি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 3 months ago 

আমারও বৃষ্টি অনেক পছন্দ। আগেও আমি বেশ বৃষ্টিতে ভিজতাম, আপনার মতো আমিও বৃষ্টিতে ভেজার সময় বাসার সবাইকে ডেকে নিয়ে ভিজতাম । আগের মতন এখন আর তেমন বৃষ্টি দেখি না। যাই হোক আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ

 3 months ago 

তাহলেতো দেখছি আমার মতো আরও একজন পাওয়া গেল। ধন্যবাদ আপু।

 3 months ago (edited)

আপু একটি html (/center>)এর কোড পুরোপুরি শেষ করেননি।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।ওকে আপু ধন্যবাদ খেয়াল করিনি ঠিক করে দিচ্ছি।

 3 months ago 

আপু আপনার মতো বৃষ্টি আমারও অনেক পছন্দের।অনেক সুন্দর কিছু সময় বৃষ্টিতে করিয়েছেন নিজের হাত ভিজিয়েছেন।মাঝে মাঝে আমিও এরকম করি।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আপু আপনি সুন্দর একটি পোস্ট করেছেন আজকে আসলে বৃষ্টিতে ভিজতে আমারও অনেক ভালো লাগে। কিন্তু ভেজার পর সাথে সাথে আমার ঠান্ডা লেগে যায় এই ভয়ে বৃষ্টিতে ভেজার খুব একটা সাহস পায় না। তবে ছোটবেলায় বৃষ্টিতে অনেক ভিজেছি তখন ঠান্ডার ভয় লাগেনি কিন্তু এখন ঠান্ডার ভয় লাগে। এমন সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমিও ছোট থেকেই বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 months ago 

আপনার মত আমার ও বৃষ্টিতে ভিজতে লাগলো বৃষ্টি না থামা পর্যন্ত উঠে আসতে ইচ্ছে করে না। তবে এটা আপনি ঠিকই বলছেন অতিরিক্ত বৃষ্টি আমাদের অনেক ক্ষতি করে। যারা প্রতিনিয়ত বাইরে কাজ করতে যায় তাদের জন্য কষ্টকর আবার সারাদিন একটানা বা দুইদিন ধরে একটানা বৃষ্টি হলে ভেজা জামা কাপড় শুকাতে চায় না এতে খুবই দুর্গন্ধ ছাড়ায়। যাই হোক আপনি বৃষ্টি ভালবাসেন আর তাই বৃষ্টিতে ভেজার সুন্দর একটি অনুভূতি মূলক পোস্ট করেছেন। ধন্যবাদ আপু।

 3 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

কাল অনেক বেশী বৃষ্টি হয়েছিল আমাদের এখানেও।আর বৃষ্টি দেখলে আমার মনে হয় সবারই ভিজতে ইচ্ছে করে।তবে এখন আর আমার ভেজা হয়না।আমি ভিজতে গেলে ছেলেও ভিজবে।জ্বর,কাশি হলে কষ্টের আর শেষ নেই আপু।তাই এখন আর ভেজা হয় না বৃষ্টিতে।এই বৃষ্টির ভালো ও খারাপ দুটো দিকই রয়েছে।আপনার অনুভূতি গুলো ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

আপু বেশ সুন্দর করে গুছিয়ে পোস্টটি করেছেন। গতকাল আমিও তো বৃষ্টিতে ভিজেছিলাম। দারুন সুন্দর করে বৃষ্টিতে ভেজার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বাড়ীর আশেপাশের মানুষ কে নিয়ে একত্রে বৃষ্টিতে ভেজার অনুভূতিই কিন্তু আলাদা। ধন্যবাদ এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন গরমের সময় গরম একদম ভালো লাগে না। তবে মাঝে মাঝে বৃষ্টি কিন্তু ভালোই লাগে। যদিও ইচ্ছে করে সেভাবে কখনো বৃষ্টিতে ভেজা হয় না। তবে গতকাল বৃষ্টিতে ভিজে একেবারে শেষ হয়ে গিয়েছিলাম।

 3 months ago 

কেন আপু জ্বর আসছিল নাকি। আপনার সুস্থতা কামনা করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61199.00
ETH 2393.68
USDT 1.00
SBD 2.56