মান কচু ভর্তা করে খাওয়া যায়, তা তো জানতাম না দিদি। আমরা তো সব সময় মান কচু ভাজি কিংবা মাছের সাথে ঝোল রেসিপি করে খাই। এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম মান কচু ভর্তা করে খাওয়া যায়। শুকনো মরিচ দিয়ে এভাবে ঝাল ঝাল মান কচু ভর্তা করলে, খেতে বেশ সুস্বাদু হবে তা আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে। তাই আমিও চেষ্টা করব, পরবর্তীতে এমন মজার ভর্তা রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। আপনার উপস্থাপনা খুব সুন্দর ছিল দিদি, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অবশ্যই মান কচু ঝাল ঝাল করে ভর্তা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।