ঝরঝরে ও মুচমুচে আলু ভাজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে গরম গরম ভাত ও পাতলা মসুরের ডালের সাথে মজার এই আলু ভাজা খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আরো যদি সেই সাথে থাকে এক টুকরো লেবু, তাহলে আহা!! খাওয়াটা একদম জমে যায়। যাইহোক আপু, খুব মজার করে আলু ভাজা রেসিপি শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ঠিক বলেছেন ভাইয়া পাতলা মসুর ডাল সাথে আলু ভর্তা, আলু মাখা অসাধারণ সুন্দর লাগে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।