You are viewing a single comment's thread from:
RE: গভীর রজনীতে ইলিশের টানে মাওয়ার পানে।
ভাই, মাওয়ার কথা শুনে আমার তো এখনই ইচ্ছে করছে, মাওয়া ঘাটে গিয়ে ইলিশের সেই স্বাদ নিতে। আমিও বাইক ট্যুরে মাওয়া গিয়েছিলাম। আর মাওয়া ঘাটে গিয়ে ইলিশের মৌ মৌ গন্ধে আমি বিভোর হয়ে গিয়েছিলাম। চোখ বন্ধ করলে এখনো যেন মাওয়ার সেই আনন্দময় স্মৃতি ও ইলিশের স্বাদ উপলব্ধি করতে পারছি। খুব ভালো সময় কেটেছিল ভাই আমাদেরও। তবে আপনার পোস্ট পড়ে স্বাদ হীন ইলিশের কথা শুনে খুব খারাপ লাগলো। কেননা মাওয়া ঘাটের স্পেশাল খাবার হচ্ছে ইলিশের লেজ ভর্তা রেসিপি। যাইহোক ভাই, মাঝে মাঝে বাজে অভিজ্ঞতাটারোও প্রয়োজন রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, গভীর রজনীতে ইলিশের টানে মাওয়া ঘাটে যাওয়া নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
ভাই সময় করে আবার একদিন চলে আসুন সবাই একসাথে আড্ডা দেই। আর সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা