দিদি, কুমড়ো ফুলের বড়া রেসিপি খেতে আমার কাছেও ভালো লাগে। দিদি আপনাকে দেখলাম আটার সাথে ফুলের সংমিশ্রণে বরাটি তৈরি করেছেন। আমরা অবশ্য বেসনের সাথে ফুলের সংমিশ্রণে বড়া তৈরি করি। আটা কিংবা বেসন হোক ফুলের এই বড়া খেতে খুবই মজা লাগে তা বলার অপেক্ষায় রাখে না। খুব সুস্বাদু ও মজাদার কুমড়ো ফুলের বড়া রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বেসনের সাথেও করা হয় চালের গুড়ি দিয়েও করা হয় তবে দুটোর স্বাদ দু'রকম। সত্যি অনেক মজাদার কুমড়ো ফুলের বড়া রেসিপিটি।