পদ্মার চরে বরই খেতে যাওয়ার পোস্টটি পড়ে আমারও খুব ইচ্ছে করছিল, এরকম একটি সুন্দর জায়গায় গিয়ে, সবাই মিলে কাঁচা মরিচের ঝাল দিয়ে বরই মাখিয়ে খেতে। বেশ বুঝতে পারছি আপনারা ছয় জন মিলে পদ্মার চরে গিয়ে ঝাল ঝাল বরই মাখা খেয়ে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন। বিশেষ করে পানি শুকিয়ে যাওয়ার কারণে নদীর মাঝ দিয়ে এত সুন্দর একটি রাস্তা দিয়ে ভ্রমণ করার মুহূর্ত খুবই উপভোগ্য হয়েছিল। আর হ্যাঁ আপনার ভাই এত ঝাল খোর তা তো জানা ছিল না, কেননা বড়ই খেতে গিয়ে তিনি ছয় ছয়টি কাঁচা মরিচ খেয়েছেন যা খুবই অবাক করার বিষয়। যাই হোক ভাই, খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের এলাকায় চলে আসুন ভাইয়া নিয়ে যাবো বড়ই খাওয়ার জন্য। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ