You are viewing a single comment's thread from:

RE: "শরবত" নাটকের রিভিউ।

শরবত নাটকটি এখনো আমার দেখা হয়নি। তবে নাটকের রিভিউ পড়ে নাটকটি দেখার ইচ্ছে হচ্ছে। তানজিন তিশার নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই নাটকে তো দেখছি, তানজিন তিশ া একজন সহজ সরল মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। যে কিনা অন্ধের মত মজিদকে বিশ্বাস করে জাফরের কথা অনুযায়ী বিদেশ যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। তবে ভাগ্যের জোরে সোনিয়া অর্থাৎ তানজিন তিশা বিপদের হাত থেকে বড্ড বাঁচা বেঁচে গেছে। তা না হলে তাকে নারী পাচারকারীদের চক্করে পড়ে জীবনটাই বরবাদ করে দিতে হতো। যাক অবশেষে বাবা ও মেয়ে একসাথে থেকে জীবন পাড়ি দিবে এটা দেখে বেশ ভালো লাগলো। নাটকের সমাপ্তিটুকু খুব সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার একটি নাটকের রিভিউ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98833.06
ETH 3391.57
USDT 1.00
SBD 3.08