You are viewing a single comment's thread from:

RE: পুরোনো দিনের যতো ফোটোগ্রাফি - "প্রকৃতি"

in আমার বাংলা ব্লগlast year

দাদা, সম্ভবত আপনার একটি পোস্টে পড়েছিলাম, আপনার ফটোগ্রাফার হওয়ার ভীষণ শখ ছিল। আর সে শখের অদম্য ইচ্ছা শক্তির কাছে আপনার ফটোগ্রাফি গুলো হার মেনে গিয়েছে। একজন দক্ষ ফটোগ্রাফার যেভাবে ফটোগ্রাফি করেন, আপনিও ঠিক সেভাবে আপনার দক্ষতা দিয়ে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। দাদা মন থেকে বলছি, আপনার ফটোগ্রাফি গুলো এতটাই সুন্দর হয়েছে, দেখে একদম ফিদা হয়ে গেলাম। দূর্বা ঘাসের উপরে ভোরের শিশির বিন্দুগুলো যেভাবে জ্বলজ্বল করছিল, খোড়ো ঘরের চালা বেয়ে বৃষ্টির জল, ছোট নদীর পাড়ে দুটি ডিঙ্গি নৌকা বাধা, নদীর তীরে কাদামাখা ঝোপে দুটি হাঁস, মাকড়সার পরিত্যক্ত জালে ভোরের শিশির জমে থাকা, খেজুর গাছের মগডাল পেছনে শরতের নির্মল আকাশ, গোধূলি বেলার আকাশ ও গঙ্গা, এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি গুলো সত্যিই অবিশ্বাস্য। এরকম ফটোগ্রাফি দেখে শুধু বলতে ইচ্ছে করে অসাধারণ জাস্ট অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15