আপু, অভ্যেস বদলানো সবচেয়ে কঠিন কাজ এই কথাটি আমিও খুব মানি। কেননা আমারও অল্পতেই রাগ উঠে যায়। আর এই রাগ যেন হুটহাট করে না উঠে তার জন্য অনেক চেষ্টা করি। তবুও কেন জানি বদভ্যাসটা ছাড়তে পারছি না। তবে আমি এ কথা বিশ্বাস করি, মানুষ চাইলেই সব কিছু সম্ভব করতে পারে। তাই ইদানিং আমিও মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করি, যাতে রাগের বশবর্তী হয়ে সব কিছু ঘেঁটে না যায়। মাথা গরম বিভ্রান্তি নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসলে অভ্যাস বদলানোটা কঠিন হলেও নিজেদের জন্যে ভালো।