১৭-১৮ বছরের বয়স যখন তখন তো এমন অস্থিরতা থাকাটাই স্বাভাবিক। যেহেতু তার রাত ১টার দিকে ফ্লেক্সিলোডের প্রয়োজন পড়েছে সেহেতু ব্যাপারটা গুরুতর, বেশ ভালই বোঝা যাচ্ছে। আর তাই নিরুপায় হয়েই এত রাত্রিতে ও আপনাকে ফোন করতে বাধ্য হয়েছে। এরকম বয়সে হয়তোবা এমন ঘটনা অনেকের জীবনেই আসে। আমিও ঠিক এরকম একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম। তাই তার এত রাত্রিতে ফ্লেক্সিলোড চাওয়াটাকে আমি অনর্থক মনে করতে পারছি না। তবে ভাইয়া, আপনি যে আপনার বিকাশ একাউন্ট থেকে যা ছিল তাই পাঠিয়ে দিয়েছেন, জেনে খুবই ভালো লাগলো। আমার বিশ্বাস আপনার এই ৪০ টাকা তার অবশ্যই কাজে লেগেছে। ভাইয়া আপনার মন মানসিকতাকে সব সময় আমি শ্রদ্ধা করি। আপনার চিন্তাভাবনা গুলো সব সময় পজেটিভ মাইন্ডের হয়, এটা আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য।