দাদা, প্রথমে হোলি না খেলতে চাইলেও পরে তো বেশ সবার সাথেই হোলি খেলেই নিলেন। আপনার বোন ভালই কাজ করেছে আপনাকে আবির মাখিয়ে দিয়ে, আর তাইতো আবিরের রঙ স্কুল বন্ধুদের হাতেও মাখিয়ে নিলেন। আবার সন্ধ্যার দিকে ওয়াটার গানের গুলিও খেলেন। বেশ তো ভালোই হোলির দিনটি রং মেখেই কাটিয়ে দিলেন । আমাদের এদিকেও পহেলা বৈশাখে বাইরে বেরোলে ছোট ছোট বাচ্চারা ওয়াটার গান নিয়ে সবাইকে গুলি মেরে দেয়। আমার কাছেও বেশ ভালো লাগে। যাইহোক দাদা, শুভ দোলযাত্রায় আবিরের রং মেখে হোলি খেলে দারুন সময় উপভোগ করেছেন, এবং সেই সময়টুকু আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।