You are viewing a single comment's thread from:
RE: প্রেমের বন্ধনে "পরকীয়া"|||~~
আপু আপনি আজ যে ঘটনাটি শেয়ার করেছেন তা সত্যি দুঃখজনক একটি ঘটনা। আকাশ ও অনামিকার আট বছরের ভালোবাসা এভাবে ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে, দেখে খুব কষ্ট পেলাম। আকাশের এমন নোংরা মন-মানসিকতা কে ধিক্কার জানাচ্ছি। তবে আপু অনামিকা যেহেতু একজন স্বাবলম্বী নারী, সেহেতু আকাশের মত একজন নোংরা মনের মানুষের জন্য নিজের জীবন নিঃশেষ করে দেওয়ার কোন মানেই হয় না। তবে আপনার পরামর্শ যথার্থই আপু, প্রথমত আকাশকেই বেশি করে ভালবাসতে হবে, তারচেয়ে বেশি ভালোবাসতে হবে নিজেকে।
আসলে এটা তো একজন অনামিকার গল্প। প্রতিদিন এরকম হাজার হাজার অনামিকার গল্প মুকুলেই ঝরে যাচ্ছে। কজনই বা তার খোঁজ রাখি বলুন।♥♥