ভাইয়া, আপনার ঝটপট চটপটির রন্ধন প্রণালী দেখে তো আমার একটি কথাই মনে হচ্ছে। ঝটপট চটপটি না হয়ে বলা উচিত ঝটপট খাওয়া যায় চটপটি। কেননা চটপটি রান্না করতে আপনার যতটা কষ্ট হয়েছে ও সময় লেগেছে, তা রন্ধন প্রণালী দেখেই বেশ বোঝা যাচ্ছে। এত কষ্ট করে আপনি যে চটপটি তৈরি করেছেন তা খেতে নিশ্চয়ই খুব বেশি একটা সময় লাগেনি। যাইহোক ভাই,প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে বেশ ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এটা ঠিক বলেছেন ভাই চটপটি ঝটপট করা সম্ভব নয় শুধু ঝটপট খাওয়াই সম্ভব। আর এটি করতে বেশ কষ্টই হয়েছে আর বেশ সময়ও লেগেছে ।