ভাইয়া, আপনার পোস্টটি পড়ে, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। খালেক চাচার অসুস্থতার ব্যাপারটি সত্যিই বেদনাদায়ক। তবে তার সাথে দেখা করতে পারলে আপনার বোধহয় এতটা খারাপ লাগত না। কিন্তু কি করার আছে ভাইয়া, আমরা তো সকলেই সময়ের হাতে বন্দি। ইচ্ছে করলেই অনেক কিছু করা যায় না। আর তাই সময়ের অজুহাতে আমরা নিজেকে গুটিয়ে নেই। তবে আপনি খুব মহৎ প্রাণ মানুষ, যার কারণে খালেক চাচার বিষয়টি আপনাকে খুবই পীড়া দিচ্ছে। খালেক চাচার বউয়ের কাছ থেকে বিস্তারিত জানুন, আর আমাদের কেউ একটু জানাবেন। খালেক চাচার শারীরিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ
এখনও হাসপাতালে ভর্তি আছে সে ভাই, কয়েকদিন সে সেখানেই থাকবে।