আরে ভাই, বুঝলেন না অন্ধ ভালোবাসা অন্ধই হয়। এটা হচ্ছে বেশি বাড়াবাড়ি, প্রিয় ভক্তের জন্য এরকম কাজ না করে, ওই টাকা পয়সা গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারলে, তাতে বেশ সওয়াব হতো অন্যদিকে গরিব-দুঃখীরাও উপকৃত হতো। যাইহোক আমিও বেশি বিতর্কে জড়াতে চাই না, ফুটবল খেলা আমার কাছেও খুবই ভালো লাগে। প্রিয় দল হিসেবে আমার পুরো পরিবার ব্রাজিলকেই বেছে নিয়েছে। সেই সাথে আমিও ব্রাজিলের রোনালদো, রোনালদিনহো, ও কাকার খেলা বেশি পছন্দ করতাম। তবে বর্তমানে ফুটবল নিয়ে নেইমারের পায়ের কারু কাজ সত্যিই অবিশ্বাস্য।
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া। এসব নিয়ে মাতামাতি না করে গরিবদের টাকা বিলিয়ে দিলেও কাজ হতো। তবে আপনিও একজন ব্রাজিল সমর্থক জেনে ভালো লাগলো 🌼🦋