You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অণুকবিতা "রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম"

দাদা, বাস্তব জীবনের কথাগুলো কত সাবলীল ভাষায় বলে গেলেন। এজন্যই আপনার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। দাদা, আপনার কবিতা পড়তে পড়তে কবিতার মাঝে হারিয়ে যাই। আপনার কবিতা এত বেশি ভালো লাগে যে, বেশ কয়েকবার কবিতাটি পড়ে মনকে আত্মতৃপ্তি দেই।

অনেক তো হলো আর কেনো ?
হতাশা ভুলে, অলসতা ঝেড়ে,
লোভ-হিংসা, শত্রুতা ভুলে,
সব কিছু ফেলে মানুষ হওয়ার
সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো ।

নিষ্কর্মা অক্ষমের ব্যর্থ হা-হুতাশ করে যারা জীবন যাপন করে তারা যদি আপনার এই কবিতার পাঁচটি লাইন জীবনে আঁকড়ে ধরতে পারে তাহলে আর তার হাহুতাশ থাকবে না বলেই আশা করি। কি লিখলেন দাদা, যতবারই পড়ছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি।এই পাঁচটি লাইন আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। অনেক তো হলো আর কেন? ঠিকই বলেছেন দাদা, আর কেন? আপনার অসাধারণ সুন্দর এই কবিতাটি আমাদের জীবনকে বদলে দিতে পারে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

Sort:  

Thank You for sharing...

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93907.77
ETH 1770.00
USDT 1.00
SBD 0.86